আমাদের অনেকেই আছেন যাদের ত্বক অত্যন্ত সেনসিটিভ বা খুবই নাজুক প্রকৃতির হয়ে থাকে। আবহাওয়া সামান্য পরিবর্তন, রোদের তাপ এবং সামান্য ধুলাবালিতে গেল আমাদের সেনসেটিভ ত্বকে এর প্রভাব পড়ে। এমনকি ত্বকে রোদে পুড়ে গিয়ে পোড়া দাগ চলে আসে। চেহারায় লালচে দাগ ও চলে আসে অনেকের। তাই আমরা অধিকাংশই আমাদের সেনসিটিভ ত্বক নিয়ে অত্যন্ত দুশ্চিন্তায়। অধিকাংশ সময়ই আমরা বিভিন্ন ধরনের কেমিক্যালযুক্ত প্রসাধনী ব্যবহার করে আমাদের ত্বকের আরো ক্ষতি সাধন করছি। তাই আমাদের সেনসিটিভ ত্বকের জন্য দরকার অত্যন্ত প্রাকৃতিক কিছু উপাদান। ঠিক তেমনি একটি উপাদান হচ্ছে এলোভেরা জেল আমাদের ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী। তাই বন্ধুরা আমাদের এই আলোচনাটি সাজিয়েছি সেনসিটিভ ত্বকের জন্য এলোভেরা অত্যন্ত কার্যকরী কিছু ফেইসপ্যাক নিয়ে। তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক সেনসিটিভ ত্বকের যত্নে অ্যালোভেরার সেরা ফেসপ্যাক গুলো।
সেনসিটিভ ত্বক কিঃ
যে ত্বক অত্যন্ত স্পর্শকাতর এবং সংবেদনশীল তাকে সেনসিটিভ ত্বক বলা হয়। আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে এটি বিভিন্ন ধরনের আকার ধারণ করে। যেমন গৃষ্ম কালে অতিরিক্ত তৈলাক্ত এবং শীতকালে অতিরিক্ত শুষ্ক হয়ে যায়।
সেনসিটিভ ত্বকের বৈশিষ্ট্যসমূহঃ
অতিরিক্ত স্পর্শকাতর’।
অল্পতেই অ্যালার্জিজনিত সমস্যা দেখা দেয়।
ত্বক শুষ্ক হয়ে গেলে টানটান হয়ে অস্বস্তি বোধ হয়।
কোন প্রসাধনী, ক্রিম বা কিছু ব্যবহার করলেই এর সাথে সাথে প্রতিক্রিয়া দেখা দেয়।
কোথাও আঘাত পেলে বা সামান্য চাপেই । প্রতিক্রিয়া দেখা দেয়।
সেনসিটিভ ত্বকের কারণসমূহঃ
হরমোন বা জেনেটিক সমস্যা।
পর্যাপ্ত বিশ্রামের অভাব।
দূষিত আবহাওয়া বা বায়ু দূষণ।
ত্বকের উপযোগী বিভিন্ন স্কিন কেয়ার এর উপাদান ব্যবহার।ইত্যাদি।
সেনসিটিভ ত্বকের যত্নে অ্যালোভেরার সেরা কিছু ফেইসপ্যাক সমূহ নিম্নরূপঃ
এলোভেরা এবং শসার রসঃ
2 চা চামচ অ্যালোভেরার জেল এবং 2 চা চামচ শশার রস একটি পরিষ্কার প্রাত্রে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি করে নিন সেনসিটিভ ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী এলোভেরার এই ফেসপ্যাকটি।
এরপর পরিষ্কার পানিতে ভালোভাবে মুখ ধুয়ে নিন।
ত্বক সেনসিটিভ হাওয়াই নরম তুলা বা মুখের ব্রাশের সাহায্যে মিশ্রণটি আপনার মুখে লাগিয়ে নিন।
আলতোভাবে স্ক্রাব করে নিন।
শুকানোর জন্য 15 থেকে 20 মিনিট সময় নিয়ে তারপর পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে নিন।
সেনসিটিভ ত্বকের যত্নে ফেসপ্যাক টির উপকারিতাঃ
ফেসপ্যাক টি তে বিদ্যমান বিভিন্ন উপাদান আপনার ত্বকের গভীরে গিয়ে মৃত কোষ গুলোকে সতেজ করে তোলতে সাহায্য করে।
অ্যালোভেরায় বিদ্যমান এন্টি অক্সিডেন্ট উপাদান ত্বকের ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করে ত্বককে এলার্জির হাত থেকে বাঁচায়।
ত্বককে সজীব কোমল এবং মসৃণ করে তুলে।
এলোভেরা, কাঁচা হলুদ এবং দইঃ
একটি পরিষ্কার পাত্রে 4 চা চামচ অ্যালোভেরার রস, 2 চা-চামচ দই, এবং 1 চা-চামচ কাঁচা হলুদের গুঁড়া ভালোভাবে মিশিয়ে তৈরি করে নিন সেনসিটিভ ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী অ্যালোভেরার ফেসপ্যাক টি।
পরিষ্কার মুখে তুলা বা মুখের ব্রাশের সাহায্যে মিশ্রণটি আপনার মুখে ও গলায় ভালোভাবে স্ক্রাব করে লাগিয়ে নিন।
এরপর মিশ্রণটি শুকানোর জন্য 15 থেকে 20 মিনিট সময় দিয়ে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন।
ভালো ফলাফলের জন্য সপ্তাহে দুই থেকে তিনবার ফেইস প্যাকটি ব্যবহার করুন।
সেনসিটিভ ত্বকে ফেসপ্যাক টির উপকারিতাঃ
ফেইসপ্যাকটি ত্বকের বুড়িয়ে যাওয়া ভাব দূর করে ত্বককে টানটান রাখে।
তোকে গভীর থেকে উজ্জ্বল করে তোলে।
কাঁচা হলুদের উপাদান ত্বকের বিভিন্ন দাগ, বলিরেখা, পোড়া দাগ দূর করে ত্বককে ফর্সা ও উজ্জ্বল করে।
ব্রণ এবং ব্রণের দাগ দূর করে।
অ্যালোভেরা রোজ অয়েল বা অলিভ অয়েলঃ
একটি পরিষ্কার পাত্রে 3 চা চামচ অ্যালোভেরার জেল 1 চা চামচ অলিভ অয়েল এবং 2 থেকে 3 চিমটি কাঁচা হলুদের গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিয়ে অত্যন্ত কার্যকরী ফেসপ্যাকটি তৈরি করে নিন।
এরপর পরিষ্কার মুখে তুলা বা হাতের সাহায্যে আলতোভাবে স্ক্রাব করে মিশ্রণটি সম্পূর্ণ মুখে লাগিয়ে নিন।
15 থেকে 20 মিনিট শুকানোর জন্য সময় দিয়ে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন।
সেনসিটিভ ত্বকে অ্যালোভেরা ফেসপ্যাক এর কার্যকারিতাঃ
বিদ্যমান এসেনশিয়াল অয়েল এর কারণে আপনার ত্বকের অতিরিক্ত শুষ্কতা দূর হয়।
ত্বকের অতিরিক্ত সংবেদনশীলতা দূর করে।
ত্বকের লোমকূপে শক্তি যোগায় এবং সতেজ রাখে।
ত্বক কে সজীব, মসৃণ এবং কোমল করে তোলে।
এলোভেরা এবং কাঁচা দুধঃ
3 চা চামচ অ্যালোভেরার জেল এবং একটা চামচ কাঁচা দুধ ভালোভাবে মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে নিন।
ত্বকে লাগানোর জন্য উপরিউল্লিখিত ব্যবহারবিধি সমূহ অনুসরণ করুন।
ফেসপ্যাক টির উপকারিতাঃ
দুধে বিদ্যমান বিভিন্ন উপাদান ত্বককে গভীর থেকে উজ্জ্বল করে তোলে।
ত্বককে আকর্ষণীয় এবং মূলায়েম করে তোলে।
উপরুক্ত অ্যালোভেরা ফেসপ্যাক গুলো আপনার সেনসিটিভ ত্বকের ব্যবহার করলে ত্বকের অতিরিক্ত স্পর্শকাতর’ ভাব এবং সংবেদনশীলতা অনেকাংশেই কমে যাবে।
বিশেষ দ্রষ্টব্যঃ
অপ্রাপ্তবয়স্কদের ত্বকে এলোভেরার ব্যবহার করবেন না।
অ্যালোভেরা আপনার ত্বকের উপযোগী কিনা বা অ্যালার্জি কিনা সেটি প্রথমে জেনে নিন যদি এলার্জিক হয় তাহলে অ্যালোভেরা ফেসপ্যাক ব্যবহার থেকে সম্পূর্ণভাবে বিরত থাকুন।
অ্যালোভেরা ফেসপ্যাক মুখে লাগিয়ে রোদে বা ধুলাবালি যুক্ত স্থানে যাবেন না।
নিজের সেনসিটিভ ত্বকের অতিরিক্ত শুষ্কতা,তৈলাক্ততা, রুক্ষতা ইত্যাদি দূর করতে আমাদের নির্দেশিত পন্থাসমূহ অনুসরণ করুন। সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে পার্শপ্রতিক্রিয়াহীন ভাবে ঘরে বসেই আমাদের অ্যালোভেরা ফেসপ্যাক গুলো ব্যবহার করা যায়। নিজেদের সেনসিটিভ ত্বকে অ্যালোভেরা ফেসপ্যাক ব্যবহারের মাধ্যমে ত্বক কে করে তুলুন সতেজ, সজীব, আকর্ষণীয় এবং ফর্সা।