রূপচর্চায় ঘৃতকুমারী বা অ্যালোভেরার পাতার ব্যবহার আমাদের সকলেরই জানা । অ্যালোভেরার অনন্য প্রাকৃতিক গুণের জন্যই বহুকাল ধরে রুপচর্চায় অ্যালোভেরার ব্যবহৃত হয়ে আসছে। প্রায় সব ধরনের উন্নতমানের প্রসাধনী এবং ফেসওয়াশ এ অ্যালোভেরা ব্যবহার করা হয়ে থাকে। সব ধরনের পার্লারেই ত্বকের যত্নে এলোভেরা ব্যবহার হয়ে আসছে। কিন্তু যারা সময় এবং সুযোগের অভাবে পার্লারে গিয়ে রূপচর্চা করতে পারেন না তারা অ্যালোভেরা পাতা দিয়ে ঘরে বসেই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে নিজেদের ত্বক কে উজ্জ্বল, ফর্সা, দাগমুক্ত, আকর্ষণীয় এবং মসৃণ করে তুলতে পারবেন। তাই ঘরে বসে প্রাকৃতিক উপায়ে অ্যালোভেরা ত্বকে ব্যবহারের সঠিক উপায়ে নিয়েই আমাদের এই আলোচনাটি সাজিয়েছে। চলুন বন্ধুরা দেখে নেয়া যাক কালো ত্বক কে অতিমাত্রায় উজ্জ্বল ও ফর্সা করতে এবং দাগ মুক্ত করতে এলোভেরা পাতার ব্যবহার।
অ্যালোভেরা পাতা দিয়ে দাগহীন ফর্সা এবং উজ্জ্বল ত্বক পাওয়ার উপায় সমূহঃ
রুপচর্চায় অ্যালোভেরার ত্বকের সরাসরি ব্যবহারের চেয়ে কিছু প্রাকৃতিক উপাদানের সাথে মিশ্রণ করে ত্বকে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় নিম্নে আলোচনা করা হল।
বিঃদ্রঃ
প্রথমেই এলোভেরার সতেজ পাতা সংগ্রহ করে পরিষ্কার । ছুরির সাহায্যে কেটে নিয়ে মাঝখানের রস/জেল চামচ অথবা আঙুলের সাহায্যে বের করে নিতে হবে।
অ্যালোভেরা এবং মুলতানি মাটিঃ
2 চা চামচ এলোভেরা জেল।
1 চা চামচ মুলতানি মাটি।
1 চা চামচ মধু।
আধা চা চামচ লেবুর রস।
পরিমাণমতো গোলাপজল।
সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি করে নিন অত্যন্ত কার্যকরী অ্যালোভেরা পাতার মিশ্রণটি।
অ্যালোভেরা এবং চালের গুড়াঃ
2 চা চামচ অ্যালোভেরার জেল।
1 চা চামচ চালের গুঁড়া।
আধা চা-চামচ কাঁচা হলুদের গুড়া।
একটি অর্ধেক পাকা টমেটোর পেস্ট।
পরিমান মত কাঁচা তরল দুধ।
সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি করে নিন ত্বক ফর্সাকারী অত্যন্ত কার্যকরী এলোভেরা পাতার মিশ্রণ।
অ্যালোভেরা এবং চন্দন পাউডারঃ
2 চা চামচ এলোভেরা জেল।
1 চা চামচ চন্দন পাউডার।
2 টেবিল-চামচ কাঁচা তরল দুধ।
2 চা চামচ শশার রস।
1 চা চামচ মধু।
উপকরণ গুলো ভালভাবে মিশিয়ে নিয়ে ঘন পেস্ট তৈরি করুন। তাহলেই এলোভেরা পাতার মিশ্রন ব্যবহারের জন্য তৈরি হয়ে যাবে।
অ্যালোভেরা এবং আলুরঃ
2 চা চামচ অ্যালোভেরার জেল।
একটি চামড়া ছিলানো বড় আলোর পেস্ট।
একটি অর্ধেক পাকা টমেটোর রস।
1 চা চামচ অলিভ অয়েল।
উপকরণ গুলো ভালভাবে মিশিয়ে নিয়ে এলোভেরার মিশ্রণটি তৈরি করে নিন।
কালো ত্বক কে দাগ মুক্ত, উজ্জ্বল এবং ফর্সা করতে এলোভেরার মিশ্রণ সমূহ ব্যবহারের পদ্ধতিঃ
ত্বকে এলোভেরা পাতার মিশ্রণ গুলি ব্যবহারের জন্য দুটি ধারাবাহিক স্টেপ অতিক্রম করতে হবে।
প্রথম স্টেপঃ
কাল ত্বক কে দাগ মুক্ত উজ্জ্বল ও ফর্সা করার জন্য অ্যালোভেরার মিশ্রণকে ত্বকে লাগানোর প্রথম স্টেপ টি হচ্ছে ক্লিনজিং বা ত্বক পরিষ্কার করা। নিম্নোক্ত যেকোনো একটি উপায় প্রথম স্টেপটি সম্পন্ন করতে পারেন।
1,,, আপনার ত্বকের জন্য উপযুক্ত যেকোনো ক্লিনজার ক্রিম অথবা ফেসওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করে নিন।
2,,, একটি লেবু অথবা অর্ধেক পাকা টমেটো কেটে নিয়ে তাতে 1 চা চামচ মধু মিশিয়ে ঘষে ঘষে ত্বক ভালোভাবে ধুয়ে নিন।
3,,, কাঁচা তরল দুধ এবং গোলাপ জলের সাহায্যে মুখ ধুয়ে নিন।
দ্বিতীয় স্টেপঃ
এলোভেরা পাতা ত্বকে ব্যবহারের দ্বিতীয়টি হচ্ছে অ্যালোভেরার মিশ্রণকে এপ্লাই করা।
পরিষ্কার তোলা অথবা মুখের ব্রাশের সাহায্যে সম্পূর্ণ মিশ্রণটি ত্বকে স্ক্রাব করে ভালভাবে লাগিয়ে নিন।
5 থেকে 7 মিনিট ভালোভাবে ম্যাসাজ করুন।
শুকানোর জন্য 15 থেকে 20 মিনিট সময় দিন।
শুকিয়ে গেলে কুসুম গরম জলে অথবা গোলাপজলে তুলা ভিজিয়ে ঘষে ঘষে মিশ্রন তুলে নিন।
এরপর ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন।
বিশেষ দ্রষ্টব্যঃ
অ্যালোভেরা পাতা অথবা অ্যালোভেরা পাতার মিশ্রণে ব্যবহৃত কোন উপকরণ আপনার ত্বকের জন্য এলার্জিক হলে তা ব্যবহার করবেন না।
যাদের ত্বক অতিরিক্ত সেনসিটিভ তারা লেবুর রস এর পরিবর্তে টমেটোর রস ব্যবহার করবেন।
অ্যালোভেরার মিশ্রণ লাগিয়ে রোদে গরম স্থানে এবং দুলাবালি যুক্ত স্থানে যাবেন না।
অপ্রাপ্তবয়স্কদের ত্বকে এলোভেরার পাতার মিশ্রণ ব্যবহার করবেন না।
অ্যাভোকাডো ফল -বিটরুট সহ সবধরনের উপকরণগুলো ভেষজ উদ্ভিদের দোকান সুপারশপ এবং প্রসাধনীর দোকানে পাওয়া যাবে।
অ্যালোভেরার মিশ্রন সরাসরি মুখে ব্যবহারের পূর্বে শরীরের অন্য জায়গায় প্রয়োগ করে এটি আপনার ত্বকের জন্য উপযুক্ত কিনা তা যাচাই করে দেখবেন।
কালো ত্বক ফর্সা, দাগহীন ও উজ্জ্বল করতে এলোভেরা পাতার মিশ্রণের উপকারিতাঃ
ত্বক কে গভীর থেকে উজ্জ্বল ও ফর্সা করে তুলে।
ব্রণ এবং ব্রণের দাগ দূর করে।
ডার্ক সার্কেল, ব্ল্যাকহেডস, সানবার্ন, বলিরেখা, রোদে পোড়া দাগ দূর করে।
ফাইন লাইন রিংকেল দূর করে।
ত্বকের ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করে।
ত্বকের পিএইচ লেভেল বাড়ায়।
ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখে।
ত্বক কে কোমল মসৃণ ও আকর্ষণীয় করে তোলে।
রুপচর্চায় অ্যালোভেরার পাতার গুনাগুন সর্বজনবিদিত। তাই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কালো ত্বক কে দাগ মুক্ত, উজ্জ্বল ও ফর্সা করতে আমাদের নির্দেশনা অনুসরণ করে এলোভেরা পাতার মিশ্রন গুলো নিয়মিত ব্যবহার করুন। সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে নিজেদের ত্বকের যত্ন নিন।
ধন্যবাদ।