সুন্দর এবং লাবণ্যময় ত্বকের জন্য আপেল এর অত্যন্ত কার্যকরী কিছু ফেসমাস্ক।

ছোট-বড় প্রায় সব বয়সী মানুষের কাছে আপেল অত্যন্ত সুস্বাদু এবং জনপ্রিয় একটি খাবার হিসেবে পরিচিত। কিন্তু রূপচর্চায় আপেল যে কতটা  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা হয়তো আমাদের অনেকেরই অজানা।আপেলে বিদ্যমান প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান আমাদের বাহ্যিক ত্বকের জন্য ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা কোমল, সুন্দর, মসৃণ এবং লাবণ্যময় ত্বক পেতে চান তাদের জন্য সহজ এবং নিশ্চিত সমাধান হচ্ছে আপেলের তৈরি অত্যন্ত কার্যকরী কিছু ফেস মাস্ক ব্যবহার করা। তাই সুপ্রিয় বন্ধুরা আপনাদের জন্য শেয়ার করছি আপেল দিয়ে তৈরি অত্যন্ত কার্যকরী কিছু ফেস মাস্ক। যা ব্যবহারে  দ্রুত সময়ে আপনার ত্বক হয়ে উঠবে সুন্দর ও লাবণ্যময়। তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক সম্পূর্ণ প্রাকৃতিক এবং ঘরোয়া উপাদান দিয়ে তৈরি। আপেলের অত্যন্ত কার্যকরী কিছু ফেস মাস্ক।

সুন্দর এবং লাবণ্যময় ত্বক প্রার্থীর জন্য আপেলের ফেস স্ক সমূহঃ

আপেল এবং ডিমের ফেস মাস্কঃ

ব্যবহৃত উপাদান সমূহঃ

2 টেবিল চামচ অ্যাপলের ব্লেন্ড করা পেস্ট।

একটি ডিমের কুসুম।

1 চা চামচ টক দই।

1 চা চামচ লেবুর রস।

আপেলের ফেস মাস্ক তৈরির প্রক্রিয়াঃ

প্রথমে একটি আপেল মাঝ বরাবর কেটে নিয়ে চামড়া ছিলে নিতে হবে।

এবার আপেলটি ভালোভাবে ব্লেন্ড করে পেস্ট করে নিতে হবে।

এবার একটি পরিষ্কার পাত্রে আপেলের পেজটির সাথে ডিমের কুসুম এবং অন্যান্য উপকরণ সব উপকরণ পরিমাণ মতো নিয়ে ভালোভাবে মিশিয়ে আপেলের অত্যন্ত কার্যকরী একটি ফেস মাস্ক তৈরি করে নিতে হবে।

সুন্দর এবং লাবণ্যময়ী ত্বকের জন্য ফেস মাস্ক টি  ব্যবহারের প্রক্রিয়াঃ

প্রথমে মুখ ভালোভাবে ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নিতে হবে।

এবার পরিষ্কার তোলা অথবা কাপড়ের সাহায্যে সম্পূর্ণ মুখে ফেস মাস্ক  এর মিশ্রন ভালোভাবে স্ক্রাব করে লাগিয়ে নিতে হবে।

5 থেকে 10 মিনিট আলতোভাবে  সম্পূর্ণ মুখে ঘষে ঘষে ম্যাসাজ করতে হবে।

20 থেকে 25 মিনিট শুকানোর জন্য সময় দিন।

এবং সবশেষে কুসুম গরম জল দিয়ে মুখ ভালো ভাবে ধুয়ে নিন।

সুন্দর ও লাবণ্যময় ত্বক পেতে আপেলের ফেস মাস্ক এর উপকারীতাঃ

ত্বক কে অতিমাত্রায় উজ্জ্বল ফর্সা ও সুন্দর করে তোলে।

বাচ্চাদের ত্বকের মতো  মসৃণ, কোমল ও লাবণ্যময়ী করে তোলে।

ত্বক থেকে বিভিন্ন ধরনের দাগ বলিরেখা ফাইন লাইন রিংকেল মৃত কোষ সম্পূর্ণরূপে দূর করে।

অতিরিক্ত তৈলাক্ত ভাব এবং অতিরিক্ত শুষ্ক ভাব দূর করে স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখে।

আপেল এবং বিটরুট এর ফেস মাস্কঃ

ব্যবহৃত উপকরণঃ

একটি অর্ধেক আপেলের ব্লেন্ড করা পেস্ট।

2 চা চামচ বিটরুট এর রস।

1 চা চামচ বেসন।

আধা চা-চামচ কাঁচা হলুদের গুড়া।

1 চা চামচ মধু।

ফেস মাস্ক টি তৈরির প্রক্রিয়াঃ

প্রথমে একটি আপেল মাঝ বরাবর কেটে বিচি ফেলে দিয়ে চামড়া ছিলে নিতে হবে।

এবার আপেলটি ভালোভাবে পেস্ট করে নিতে হবে।

একটি পরিষ্কার পাত্রে আপেলের সাথে অন্যান্য সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে ঘন পেস্ট  তৈরি করতে হবে। তাহলেই তৈরি হবে ত্বক কে লাবণ্যময়ী করে তোলতে অত্যন্ত কার্যকরী একটি ফেস মাস্ক।

লাবণ্যময় ত্বক পেতে ফেস মাস্ক টি ব্যবহার প্রক্রিয়াঃ

প্রথমে ত্বকের জন্য উপযুক্ত সাবান অথবা ফেসওয়াশ দিয়ে মুখ ভালো ভাবে ধুয়ে নিন।

শুকনো মুখে পরিষ্কার তোলা অথবা কাপড়ের সাহায্যে সম্পূর্ণ ফেস মাস্ক এর মিশ্রণটি ভালোভাবে স্ক্রাব করে লাগিয়ে নিন।

5 থেকে 7 মিনিট ক্লাব এবং এন্টি ক্লক স্টাইলে ত্বকের ওপর ঘুরিয়ে ঘুরিয়ে ঘষে ঘষে আলতো ভাবে ম্যাসাজ করুন।

20 থেকে 25 মিনিট মিশ্রণটি শুকানোর সময় দিন।

মিশ্রণটি শুকিয়ে গেলে কুসুম গরম জলে তুলা ভিজিয়ে ঘষে ঘষে মিশ্রণটি তুলে নিন।

সবশেষে প্রচুর পরিমাণে পানি দিয়ে মুখ ভালো ভাবে ধুয়ে নিন।

আপেলের ফেস মাস্ক টির উপকারিতাঃ

ত্বক কে অতিমাত্রায় উজ্জ্বল ও ফর্সা করে তুলবে।

কোমল মসৃণ ও লাবণ্যময় করে তুলবে।

ত্বকের বিভিন্ন ধরনের দাগ গর্ত সম্পূর্ণরূপে দূর করবে।

স্থায়ীভাবে অতিমাত্রায় উজ্জ্বল ফর্সা ও আকর্ষণীয় করে তুলবে।

বিঃদ্রঃ

আপেলের ফেস মাস্কে  বিদ্যমান সব ধরনের উপকরণ সুপার সপ, প্রসাধনীর দোকান, এবং ভেষজ উদ্ভিদের দোকানে পাওয়া যাবে।

আপেলের ফেসমাস্ক এ ব্যবহৃত কোন উপকরণ আপনার ত্বকের জন্য এলার্জিক হলে তা ব্যবহার করবেন না।

ফেস মাস্ক লাগিয়ে রোদে, গরমে স্থানে এবং ধুলাবালি যুক্ত স্থানে যাবেন না।

ত্বক ম্যাসাজ করার সময় অতিরিক্ত প্রেসার দিবেন না।

ফেস মাস্ক ব্যবহারের পর অবশ্যই ত্বক ময়েশ্চারাইজ করে নিবেন।

ঘরে বসে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে সুন্দর ও লাবণ্যময় ত্বক পেতে আমাদের নির্দেশনাগুলো অনুসরণ করে আপেলের ফেস মাস্ক ব্যবহার করুন।  হয়ে উঠুন উজ্জ্বল, ফর্সা ও আকর্ষণীয় ত্বকের অধিকারী।

ধন্যবাদ।