আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হল ঘরে বসেই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কিভাবে হেয়ার স্পা করবেন। অনেকেই হেয়ার স্পা এ কথাটা শুনলে পার্লারের কথা মনে করেন। শুধু পার্লারে গিয়ে হেয়ার স্পা করা যায় এই বিষয়টি অনেকে ভেবে থাকেন। কিন্তু বন্ধুরা সময় বাঁচাতে ও আপনার টাকা সাশ্রয় করার পাশাপাশি চুলের কোন ধরনের ড্যামেজ না করে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে হেয়ার স্পা করা যায়। আজ এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। বন্ধুরা, প্রত্যেকটি অঙ্গ সমানভাবে রূপচর্চার জন্য দায়ী, অর্থাৎ আমাদের প্রত্যেকটা অঙ্গ কে সমানভাবে প্রাধান্য দিতে হবে। যদি আমরা নিজেদেরকে সুন্দর দেখাতে চায় তাহলে শুধু মুখের যত্ন নিলে হবেনা। পাশাপাশি প্রত্যেকটা ছেলে-মেয়ের জন্য চুল কতটা সৌন্দর্যের একটি অংশ সেটা আমরা সবাই জানি।
চুলের যত্নে হেয়ার স্পা কেন করবেন???
চুলের একটু বাড়তি যত্ন আমরা সবাই নিতে চায়। অনেকের দুশ্চিন্তার কারণ হয়ে যায় কিভাবে চুলকে সুন্দর করা যাবে। অনেকের খাটো চুল অনেকের আবার লম্বা চুল থাকে। কিন্তু সব ধরনের চুলের জন্য হেয়ার স্পা কিন্তু একটা সুন্দর ট্রিটমেন্ট।
হেয়ার স্পা চুলের সমস্যা দূর করে। পাশাপাশি চুল কে সুন্দর ও উজ্জ্বল দেখায়।
তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক কিভাবে খুব সহজে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কোন ধরনের সাইডএফেক্ট ছাড়াই আপনি হেয়ার স্পা করবেন কিভাবেঃ
ঘরে বসে হেয়ার স্পা করবেন যেভাবেঃ
এই ক্ষেত্রে একটি বিষয় বলে রাখা ভালো হেয়ার স্পা করতে যে সকল উপকরণ গুলো আপনাদের বলব, সেগুলো একদম আপনার হাতের কাছেই থাকে। তাই কোন ধরনের ঝামেলা ছাড়া আপনারা ঘরে বসেই করে ফেলতে পারেন এই হেয়ার স্পা।
তাহলে দেখে নেওয়া যাক হেয়ার স্পা করতে কি কি আমাদের অনুসরণ করতে হবে………
ঘরে বসে হেয়ার স্পা করার ধাপ সমূহঃ
হেয়ার স্পা করতে গেলে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। যা নিন্মে দেওয়া হলঃ
১ম ধাপঃ
প্রথম ধাপটি হল অয়েল ম্যাসাজ। অয়েল ম্যাসাজ ধাপটি অনুসরণ করতে যে সকল কাজ আপনাকে করতে হবে, একটি বাটিতে নারিকেল তেল,অলিভ অয়েল এবং সাথে অবশ্যই ভিটামিন ই ক্যাপসুল রাখবেন। এই উপকরণ গুলো একসাথে ভালোমতো মিশানোর পরে আমাদের মাথার তালুতে লাগাতে হবে।
হাতের পাঁচটা আঙ্গুল দিয়ে খুব যত্নসহকারে আস্তে আস্তে করে তেলগুলো মাথায় ম্যাসাজ করতে হবে। খুব বেশি চাপ দেওয়া যাবে না। এমন ভাবে ম্যাসাজ করতে হবে যাতে চুলের প্রত্যেকটি গোঁড়ায় এই মিশ্রণটি পৌঁছে যায়।
২য় ধাপঃ
স্ট্রিমিং বা গরম ভাপ দেওয়া। এই ধাপটি অনুসরণ করার জন্য আমাদের যে সকল কাজ করতে হবে……
একটি বড় গামলায় গরম পানি নিতে হবে। একটি পরিষ্কার তোয়ালে তার মধ্যে ভিজে ভালো মতো করে পানিগুলো ঝেড়ে ফেলতে হবে।
এরপর এটি মাথায় ভালো করে জড়াতে হবে যাতে করে আমাদের তেল ম্যাসাজ টা ভালো করে চুলের প্রত্যেকটি গোড়ায় পৌছাতে পারে।
সাথে সাথে গরম ভাপের কারণে মাথার তালুতে আমাদের রক্ত সঞ্চালন ভালো থাকে। যার কারণে তেলুগুলো তার কাজটি ভালোমতো করতে পারে।
এভাবে ১০-১৫ মিনিট রাখার পর এটি আমাদের নিয়ে ফেলতে হবে।
৩য় ধাপঃ
ক্লিনিং বা পরিষ্কারক। এই কাজটি করতে আমাদের যে কাজগুলো করতে হবে প্রথমে শ্যাম্পু দিয়ে ভালোমতো মাথা কে পরিষ্কার করে ফেলতে হবে।
শ্যাম্পু চেয়ে সবচেয়ে ভালো হয় রিঠা ফল ব্যবহার করতে পারলে। রাতে যদি আমরা ভিজিয়ে রাখতে পারি আর পরিষ্কারক হিসেবে এই রিঠা ফলের ভিজানো জল দিয়ে যদি আমরা মাথা পরিষ্কার করতে পারি সেটা আরও বেশি ভালো হয়।
৪র্থ ধাপঃ
হেয়ার প্যাক। বন্ধুরা মাথার ত্বকের ধরনের উপর নির্ভর করে হেয়ার প্যাক কিন্তু আলাদা আলাদা হয়।
আজকে আমি যে হেয়ার প্যাক ২টি আপনাদের সাথে শেয়ার করবো এই দুইটি হেয়ার প্যাক যেকোনো ধরনের চুলের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন।
১ম হেয়ার প্যাকঃ
তাহলে জেনে নেওয়া যাক প্রথম হেয়ার প্যাক টি কিভাবে তৈরি করবেন। এই হেয়ার প্যাক তৈরি করতে যা লাগবে……
১ কাপ টক দই।
৩ টেবিল চামচ মধু।
ব্যবহার পদ্ধতিঃ
উপকরণ গুলো ব্লান্ডার করে ফেলতে হবে যাতে টকদই গুলো ভালো করে ফেটিয়ে যায়। এর পরে প্যাকের পুরোটায় মাথায় লাগাতে হবে।
টক দই ও মধুর মিশ্রণ ১৫-২০ মিনিট মাথায় রাখার পরে আমাদেরকে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে অথবা শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে
এরপরঅবশ্যই আমাদের কন্ডিশনার ব্যবহার করতে হবে।
নোটঃ কন্ডিশনার যাতে কোনভাবে চুলের গোড়ায় গিয়ে না পৌছে। সেই ক্ষেত্রে চুলের গোড়া নরম হয়ে চুল ঝরে পড়ার আশঙ্কা থাকে।
২য় হেয়ার প্যাকঃ
এটি তৈরি করতে আমাদের শুধু একটি ডিমের দরকার। চুলের দৈর্ঘ্য অনুযায়ী উপকরণ নেওয়া পরিবর্তন করা যাবে। অর্থাৎ একটি ডিম এর পরিবর্তে আপনারা ২টি নিতে পারেন।
ডিম গুলো গুলো ভালো মত মাথায় লাগাতে হবে। পুরো চুলে লাগাতে হবে যাতে মিশ্রণটি চুলের সাথে মিশে যায়।
এই অবস্থায় ১৫-২০মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে। পরে কন্ডিশনার দিয়ে ধুয়ে ফেলতে হবে।
প্রশ্নঃ মাসে কয় বার ঘরে বসে হেয়ার স্পা করা ভালো???
উত্তরঃ মাসে অন্তত একবার এই হেয়ার স্পা করার চেষ্টা ক্রুন।
উপরের ধাপগুলো যথাযথভাবে অনুসরণ এর মধ্য দিয়ে আমাদের ঘরোয়া পদ্ধতিতে প্রাকৃতিক উপায়ে হেয়ার স্পা করা হয়ে গেল। বন্ধুরা, এই হেয়ার স্পা আপনাদের সময় আর টাকা বাঁচানোর সাথে সাথে আপনার চুলকে কিন্তু প্রাকৃতিক ভাবে সুন্দর করে দিবে।