কোথাও যাওয়ার আগে মাত্র ১৫ মিনিটে ইনস্ট্যান্ট ফর্সা ত্বক পেতে কফির এই ৪ ব্যবহার

বন্ধুরা, কফি সাধারণত আমরা পান করে থাকি বিভিন্ন ধরনের ক্লান্তি ও অবসাদ দূর করার জন্য। তার সাথে সাথে আমরা রাত জাগার কারণে  কফি পান করতে পারি। অর্থাৎ কফিতে বিভিন্ন ধরনের উত্তেজক পদার্থ থাকে যা আমাদের হরমোনগুলো কে অনেক বেশি উত্তেজিত রাখতে সহায়তা করে। তাই আমরা যখন দীর্ঘ কোন কাজ করে থাকি এবং আমাদের সচল থাকা কোষ গুলো যখন নিস্তেজ হয়ে পড়ে তখন এই কফি খেলে অনেক বেশি উত্তেজিত হয় তাই আমরা পুনরায় সম্পূর্ণ মনোযোগ এর সাথে কাজ করতে পারি। সাথে সাথে রাত জাগার প্রয়োজন হলেও আমরা কফি পান করি। আজকে যে গুণটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হল কফি ত্বকের যত্নে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাৎক্ষণিকভাবে ত্বকের সৌন্দর্য ফুটিয়ে তুলতে কফি পাউডার এর মিশ্রণে তৈরি কিছু চমৎকার চমৎকার কাজ করে তা আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব।

> ত্বকের ইন্সট্যান্ট লুক পেতে কফির ব্যবহারঃ 

১। ইনস্ট্যান্ট ত্বকের পোড়া দাগ দুর করতে কফির ব্যবহারঃ

এই প্যাকটি আমাদের ত্বক থেকে বিভিন্ন ধরনের কালো দাগ দূর করবে, পাশাপাশি রোদে পোড়া দাগ দূর করবে এবং আমাদের ত্বক কে ইনস্ট্যান্ট অনেক সুন্দর ও উজ্জ্বল করে তুলবে। এ প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ গুলো লাগবে …………

  • ২ চা চামচ কপি পাউডার।
  • ১ চা চামচ দারুচিনির গুঁড়ো।
  • ১ চা চামচ মধু।
  • ১ চা চামচ গরুর দুধ।

ব্যবহার প্রণালিঃ

  • এই উপকরণ গুলো একসাথে করে আমাদের ত্বকে লাগাতে হবে। বন্ধুরা, কোথাও যাবার যদি কোন প্লান প্রোগ্রাম থাকে সেখানে যাওয়ার অন্ততপক্ষে ১৫ মিনিট আগে এই প্যাকটি যদি আমরা আমাদের ত্বকে লাগিয়ে নিতে পারি,
  • এবং ১৫ মিনিট সময় পর্যন্ত রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে পারি,তাহলে চমৎকার একটি উজ্জ্বল ত্বক আপনি পেতে পারেন।
  • বন্ধুরা কফিতে যে ধরণের এন্টি-অক্সিডেন্ট পদার্থ থাকে তা আমাদের ত্বককে তাৎক্ষণিক একটি ফর্সা ভাব দিতে সাহায্য করে।

২।তাৎক্ষণিক ত্বক উজ্জ্বল করতে কফির ব্যবহারঃ

এই প্যাকটি ব্যবহারে আমাদের চেহারায় একটি উজ্জ্বল ভাব চলে আসবে। বন্ধুরা, কোথাও বের হতে গেলে তার আগে এই প্যাক টি ব্যবহার করতে ভুলবেন না। প্রাকৃতিক ভাবে ত্বকের সৌন্দর্য ফুটিয়ে তুলতে এই প্যাকটি কিন্তু দারুণ কাজ করে। এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ আপনার লাগবে…………

  • ২ চা চামচ কপি পাউডার।
  • ২ টেবিল চামচ পাকা পেঁপের পেস্ট।
  • ১ টি পাকা কলার পেস্ট।
  • ১ চা চামচ লেবুর রস।

ব্যবহার প্রনালিঃ

  • উপকরণ গুলো একসাথে করে আমরা মুখে এবং গলায় লাগিয়ে নিই।
  • এই প্যাকটি এত ভালো কাজ করে যে এটি ব্যবহারের পর আপনি ফেসিয়াল করার কথাই ভুলে যাবেন।

৩। ইনস্ট্যান্ট মুখের গ্লেমার বাড়াতে কফির ব্যবহারঃ

এখন যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটি একটি চমৎকার ফেইস মাক্স যা আমরা কফি পাউডার এর সংমিশ্রণে তৈরি করি।যা কোথাও যাওয়ার ১৫ মিনিট আগে ব্যবহার করলে তাৎক্ষণিক ফর্সা ত্বক পাবেন।

এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………

  • ১ চা চামচ কফি পাউডার।
  • ১ টি ডিমের সাদা অংশ।

যেভাবে তৈরি ব্যবহার করবেনঃ

  • একটি বাটিতে একটি ডিমের হলুদ অংশ আলাদা করে নিয়ে বাকি অংশটুকু হ্যান্ড মিক্সার দিয়ে ভালোমতো মিক্স করে তার সাথে কফি পাউডার গুলো যোগ করে দিয়েন।
  • ভালোমতো মিশে গেলে তারপর সেটি মুখে লাগান।
  • ১৫ মিনিট পর্যন্ত সময় নেবেন। এরপর দেখবেন এই প্যাক টি কত সুন্দর ভাবে আপনার চেহারার সাথে আটকে গেছে।
  • এরপরে আস্তে আস্তে হালকা উষ্ণ গরম পানি দিয়ে এই প্যাক টি তুলে ফেলবেন।
  • তারপরে কি সুন্দর একটি গ্লেমারেস লুক পাবেন আপনি চিন্তা ও করতে পারবেন না।

৪। ব্রনের দাগ তাৎক্ষণিক ভাবে হারিয়ে ফেলতে কফির ব্যবহারঃ

এই প্যাকটি ব্যবহারের মধ্য দিয়ে আমাদের ত্বকের ব্রণের সমস্যা দূর হয়ে যাবে। এই প্যাকটি ব্যবহারের মধ্য দিয়ে দীর্ঘমেয়াদি ব্রণের দাগ তাৎক্ষণিক ভাবে কত সহজে চলে যাবে তা আপনারা বুঝতেই পারবেন না।

এ প্যাকটি তৈরি করতে কি কি উপকরণ লাগে…………

  • ১ চা চামচ কপি পাউডার।
  • ২ চা চামচ নিমপাতার রস।
  • ১ চা চামচ লেবুর রস।
  • ২ চা চামচ কাঁচা হলুদের পেস্ট।
  • ২ চা চামচ গোলাপজল।

যেভাবে ব্যবহার করবেনঃ

  • উপকরণ গুলো একসাথে ভালো মতো মিশিয়ে নেবেন।
  • কিন্তু প্যাকটি ব্যবহার করার আগে যেই আরেকটি কাজ আপনার করতে হবে সেটি হল টক দই ও মুলতানি মাটি মিশিয়ে একটি প্যাক তৈরি করে মুখে লাগিয়ে ১০ মিনিট পরে মুখ টি ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।
  • এতে করে আপনার ত্বক থেকে সমস্ত ময়লা ও দাগ চলে যাবে।
  • এরপর প্রথমে মিক্স করা প্যাকটি আপনার মুখের উপর লাগাবেন। অন্ততপক্ষে ২০ মিনিট অপেক্ষা করতে হবে।
  • এরপর হালকা উষ্ণ পানি দিয়ে মুখ ধুয়ে ফেলবেন।
  • বন্ধুরা আপনারা বিশ্বাস করতে পারবেন না দীর্ঘস্থায়ী ব্রণের দাগ কত সহজে যেতে বসেছে অর্থাৎ এটি নিয়মিত ব্যবহারের মধ্য দিয়ে আপনারা আপনাদের ত্বকে ব্রণের দীর্ঘমেয়াদি দাগ খুব সহজে নিয়ে যেতে পারেন।
  • আর তাৎক্ষণিক কোথাও বের হবার আগে এই প্যাকটি ব্যবহার করতে ভুলবেন না। কারণ এটি আপনার ব্রণের দাগ অনেক বেশি কমিয়ে দেয়। যার কারণে আপনি যেকোন ধরনের মেকাপ নিতে আর সমস্যা হবে না।
  • কারণ এই প্যাকটি ব্যবহারের মধ্য দিয়ে আপনার দাগগুলো অনেকটা মিনিমাইজ হয়ে যায়।

উপরে যে সকল কফির প্যাক গুলো আপনাদের সাথে শেয়ার করলাম এগুলোর মধ্যে যে কোন একটি প্যাক আপনি ব্যবহার করে তাৎক্ষণিক বের হতে পারবেন। কারণ এই প্যাকগুলো ব্যবহারের মধ্য দিয়ে আপনার ত্বকে তাৎক্ষণিক অনেক বেশি সুন্দর ও উজ্জ্বল দেখাবে প্রাকৃতিকভাবেই।