এক রাতের মধ্যেই আপনার ত্বক আপনার ফর্সা উজ্জ্বল হয়ে যাবে যদি এই ফেসপ্যাকটি ব্যবহার করেন !

সুপ্রিয় বন্ধুরা, ত্বক কে ফর্সা করতে চান ??? আপনার ত্বক কালো বলে খুব মন খারাপ। এই কালো ত্বক নিয়ে কি আপনি খুব বিরক্ত। আর এই কালো ত্বক ফর্সা করার গোপন একটা বাসনা আপনার মনের মধ্যে সদা জাগ্রত। সেই কারণেই আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নাইট ক্রিম ব্যবহার করে থাকেন। এবং এই সব ক্রিমের মধ্যে বিভিন্ন ধরনের সাইড এফেক্ট থাকে, এটা জানা সত্ত্বেও আমরা কিন্তু এই নাইট ক্রিম গুলো ব্যবহার করে থাকি। কিন্তু বন্ধুরা, যদি আপনাদের সাথে এমন কোন টিপস শেয়ার করতে আমরা পারি যার কোন ধরনের সাইডএফেক্ট থাকবে না এবং এক রাতের মধ্যেই আপনার ত্বক আপনার প্রত্যাশার চেয়ে উজ্জ্বল হয়ে যাবে এবং সেটা সম্পূর্ণ ঘরোয়া উপকরণ এর মাধ্যমে তাহলে নিশ্চয়ই এর চেয়ে খুশির আর কিছুই হতে পারে না। কারণ সুন্দর প্রত্যেকটা মানুষ হতে চায়। সুন্দরেরা আরো বেশি সুন্দর হতে চায়। আর কালোদের কথা তো বাদই দিলাম। সৌন্দর্য তাদের জন্য আলাদিনের-আশ্চর্য-প্রদীপ।

রাতের মধ্যে ফর্সা ত্বক পেতে যা করতে হবে

  • ১ রাতের মধ্যে ফর্সা ত্বক পেতে বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক আজকের টিপস টি। যা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।
  • বন্ধুরা আজকের যে টিপসটি আজ আপনাদের সাথে শেয়ার করব এই টিপসটি আপনারা রাতের বেলায় ব্যবহার করবেন এবং ব্যবহার করতে যে সকল উপকরণ লাগবে চলুন সেই সম্পর্কে একটু জেনে নিই।

১। রাতারাতি ত্বক কে ফর্সা করতে নাইট ক্রিম এর পরিবর্তে ন্যাচারাল প্যাক ব্যবহারঃ

  • রাতারাতি ফর্সা ও উজ্জ্বল ত্বক পেতে নাইট ক্রিম এর পরিবর্তে আপনারা আমাদের আজকের দেওয়ার টিপস টি ব্যবহার করতে পারেন। এবং আজকের এই টিপসটি আপনাদের সাথে শেয়ার করব এটি কিন্তু আপনারা ফ্রিজে রেখে আজ থেকে চার দিন পর্যন্ত সংরক্ষণে রাখতে পারেন।

এ প্যাক টি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………

  • ২ টেবিল চামচ বিটরুট এর পেস্ট,
  • ২ টেবিল চামচ পাকা পেঁপের পেস্ট,
  • ২ টেবিল চামচ পাকা টমেটোর পেস্ট,
  • ২ চা চামচ কফি পাউডার,
  • ২ টেবিল চামচ গরুর দুধ,
  • ২ চা চামচ মধু,

যেভাবে ব্যবহার করতে হয়ঃ

  • উপরে দেওয়া উপকরণ গুলোর সাথে আঙ্গুরের রস বা আপেলের রস, অথবা ভাতের মাড়, কাঁচা হলুদ বাটা এবং পরিমাণমতো টক দই একসাথে ভালোমতো ব্লান্ডার করে নিবেন।
  • প্যাক টা তৈরি করে ৫-৭ মিনিট পর্যন্ত রেখে দিতে হবে। যেন একটি উপকরণ আরেকটি উপকরণের সাথে ভালো ভাবে মিক্স হতে পারে।
  • প্যাক টি ৫-৭ মিনিট রেখে দেওয়ার পরে আপনার ঘুমানোর অন্ততপক্ষে ১০ থেকে ১৫ মিনিট আগে প্যাকটি মুখে দিবেন।
  • প্যাক টি মুখে দেওয়া ১০-১৫ মিনিট হয়ে গেলে টিস্যুর সাহায্যে এটি মুছে ফেলবেন।
  • অথবা সারারাত এমনভাবে ঘুমাবেন যাতে মুখের সাথে বালিশের খুব বেশি ঘর্ষণ না লাগে। ভুলে ও পানি দিয়ে মুখ ধুবেন না। এতে পর্যাপ্ত কার্যকারিতা নাও হতে পারে।
  • তাই রাতে টিস্যু দিয়ে মুছে সকালবেলা উঠে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলবেন।
  • মুখ ধুয়ার পরে নিজের চেহারাকে যখন নিজে দেখবেন, তখন সত্যিই আপনারা নিজেকে বিশ্বাস করতে পারবেন না যে, এক রাতে কিভাবে এটা সম্ভব হয়। অবাক হওয়ার মত আপনার ত্বক ফর্সা হয়ে যাবে।

বন্ধুরা সত্যিই এই প্যাকটি এতটা কার্যকরী এবং এতটা দ্রুত কাজ করে  সবাই এখন এই প্যাকের উপরে নির্ভর করতেছে। তাহলে আর দেরি না করে ইনস্ট্যান্ট ত্বককে ফর্সা করতে চাইলে এই প্যাকটি ব্যবহার করে ফেলুন। ধন্যবাদ।