ত্বকের দাগ দূর করতে এলোভেরা দিয়ে এই নাইট ক্রিম গুলো ঘরে বসে বানিয়ে নিন

সুপ্রিয় বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করব ত্বকের বিভিন্ন ধরনের দাগ দূর করতে এলোভেরার নাইট ক্রিম কিভাবে বানাবেন সে সম্পর্কে।  আমাদের ত্বকে বিভিন্ন ধরনের দাগের উপস্থিতি দেখা যায়। দৈনন্দিন জীবনে বিভিন্ন কর্ম ব্যস্ততার মধ্য দিয়ে আমাদের চেহারা বা ত্বকে অনেক ধরণের দাগ হয়ে থাকে। এ দাগ গুলো দূর করতে বিভিন্ন ধরনের সানস্ক্রিম,বা ঘরোয়া পদ্ধতি ব্যবহার করলেও আমাদের ত্বক পুরোপুরি দাগ মুক্ত হয়ে উঠেনা। ত্বকের দাগ সম্পূর্ণ রিপিয়ার হওয়ার জন্য উপযুত্ত সময় হল রাতের বেলা। আমরা যখন ঘুমিয়ে থাকি তখন আমাদের ত্বকে যে সকল হরমোন এবং টিস্যুস্তর থাকে যা আমাদের ত্বককে রিপেয়ারিং এর কাজ করে থাকে তা সম্পূর্ণরূপে কার্যকরী হয় রাতের বেলায়। তাই রাতের বেলায় এই টিস্যুস্তর ও হরমোনকে আরো বেশি কার্যকরী করে তুলতে আমরা বিভিন্ন ধরনের নাইট ক্রিম ব্যবহার করতে পারি।

ত্বকের যত্নে নাইট ক্রিমের উপকারিতাঃ

  • নাইট ক্রিম ব্যবহার করার ফলে টিস্যু গুলোর কার্যকারিতা বেড়ে যায় এবং কাজ করতে সহজ হয়। তাই আমাদের উচিত ভালো মানের নাইট ক্রিম ব্যবহার করা আর সেটা যদি হয় প্রাকৃতিক ভাবে এবং প্রকৃতি থেকে সরাসরি সংগ্রহীত তাহলে সবচেয়ে ভালো হয়।

তাই আপনাদের জন্য আজ নিয়ে এলাম এলোভেরা জেল দিয়ে ঘরোয়া কিছু নাইট ক্রিমের বিষয়গুলো। যে গুলো ব্যবহারের মধ্য দিয়ে খুব সহজে আমরা আমাদের ত্বকের বিভিন্ন ধরনের দাগ দূর করতে পারি।

তাহলে বন্ধুরা, দেখে নেওয়া যাক কোন দাগের জন্য কিভাবে আপনারা কোন এলোভেরা নাইট ক্রিম টি ব্যবহার করবেন।

১। ব্রণের দীর্ঘস্থায়ী দাগ দূর করতে ঘরোয়া ভাবে বানানো এলোভেরার নাইট ক্রিমঃ

এটি আমাদের মুখ থেকে ব্রণ এর বিভিন্ন দীর্ঘস্থায়ী গর্ত দূর করে ফেলে এই ক্রিম টি বানাতে যে সকল উপকরণ লাগবে………

  • এলোভেরা জেল।

শুধুমাত্র এলোভেরা জেল কেই  নাইট ক্রিম হিসাবে আমরা ব্যবহার করতে পারি।

এলোভেরা কে নাইট ক্রিম হিসাবে ব্যবহারের নিয়মঃ

  • এলোভেরা বাগান থেকে সরাসরি এলোভেরা জেল সংগ্রহ করার চেষ্টা করবেন। কারণ প্রাকৃতিক ভাবে সংগৃহীত এলোভেরা জেল এর কার্যকারিতা সবচেয়ে ভালো হয়।
  • আমরা চাইলে এই জেল গুলো সংরক্ষন করতে পারি অনেকদিন ধরে।সে ক্ষেত্রে প্রকৃতি থেকে সংগৃহীত এলোভেরা জেল এর সাথে সামান্য পরিমাণ প্রিমরোজ অয়েল মিক্স করে আমরা এলোভেরা জেল কে অনেকদিন ধরে সংগ্রহ করে রাখতে পারি।
  • রাতে যখন আমরা ঘুমাতে যাব, তার আগে আমাদের মুখটি ভালো মতো পরিষ্কার করে নিব।এরপর এলোভেরা জেল আমরা মুখে লাগিয়ে নিব।
  • ১০মিনিট সময় দিবো যাতে এলোভেরা জেল শুকিয়ে যায়। যাতে আমরা বিছানায় গেলে সেটা বালিশের সাথে লেগে না যায়।
  • শুকিয়ে গেলে তখন আমরা ঘুমিয়ে পড়তে পারবো। রাতের বেলায় এই এলোভেরা জেল আমাদের ত্বকে রিপেয়ারিং এর কাজ করে।
  • অর্থাৎ মুখে যত ধরনের দাগ রয়েছে তা দূর করতে অনেক বেশি সাহায্য করে।

২।রোদে পোড়া দাগ সহ বিভিন্ন অ্যালার্জি জনিত দাগ দূর করতে এলোভেরার নাইট ক্রিমের ব্যবহারঃ

  • এই নাইট ক্রিম টি আমাদের মুখ থেকে রোদে পোড়া দাগ সহ বিভিন্ন অ্যালার্জি জনিত দাগ দূর করতে সাহায্য করে।
  • পাশাপাশি বিভিন্ন ধরনের চোখের নিচের দাগ বা ঘাড়ের পিছনে দাগ দূর করতেও সাহায্য করে।

কীভাবে এই নাইট ক্রিম টি আপনি ব্যবহার করবেনঃ

  • এ নাইট ক্রিম তৈরি করতে এলোভেরা জেল এর সাথে আমাদেরকে যোগ করতে হবে সামান্য পরিমাণ মধু, এবং সামান্য পরিমাণে চন্দনের গুঁড়া।
  • উপকরণ গুলো একসাথে মিক্স করে আমরা আমাদের ত্বকে লাগাতে পারি।
  • রাতের বেলায় এই প্যাকটি লাগিয়ে অন্তত ৩০ মিনিট অপেক্ষার পর একটি টিস্যু দিয়ে ভালোমতো আমরা সেটা মুছে ফেলব।
  • মুছে নেওয়ার পরে আমরা ঘুমিয়ে পরবো।

বন্ধুরা, এই প্যাকটি সারারাত যদি আমাদের মুখের মধ্যে থাকে তাহলে আমাদের মুখে বিভিন্ন ধরনের দাগ দূর হয়ে যায়।

বন্ধুরা, উপরে এলোভেরার যে নাইট ক্রিম ঘরে বসে বানানোর কথা আপনাদের সাথে শেয়ার করলাম। প্রত্যেকটি নাইট ক্রিম আলাদা আলাদাভাবে আমাদের ত্বক থেকে বিভিন্ন ধরনের দাগ ছোপ দূর করতে সাহায্য করে।

চেহারার দাগ নিয়ে আর চিন্তিত না হয়ে শুধুমাত্র এলোভেরার তৈরি নাইট ক্রিম গুলো ব্যবহার করে ত্বক কে দাগহীন করে তুলুন। ধন্যবাদ।