এলোভেরার যে ৪ টি হেয়ার প্যাক যা আপনার চুলের সমস্যার সমাধান দিবে

চুলের সমস্যা সমাধানে আজকে এলোভেরার ৪ টি প্যাক নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। বন্ধুরা, এলোভেরা প্রাকৃতিক ভাবে সংগ্রহ করা হয়ে থাকে। এলোভেরা সরাসরি আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি। কিন্তু যে অবস্থায় প্রকৃতি থেকে পায়, সেই অবস্থায় কিন্তু ব্যবহার করা যায়না। সামান্য একটু প্রসেসের মধ্যে দিয়ে খুব সহজে এলোভেরা গাছ থেকে আমরা এলোভেরা জেল সংগ্রহ করে নিতে পারি। এবং চুলের সমস্যা সমাধান করতে আরও একটু বেশী যদি সংরক্ষন করতে চান,  তাহলে কিভাবে তা করবেন ও চুলের সমস্যা সমাধানে এলোভেরার ব্যবহার সম্পর্কে আপনাদের সাথে বিভিন্ন বিষয় শেয়ার করা হবে।

এলোভেরার উপকারীতাঃ

এখন আমরা এলোভেরার কিছু উপকারিতার কথা আপনাদের সাথে শেয়ার করবো।

  • বন্ধুরা এলোভেরা প্রাকৃতিক ভাবে পাওয়া এমন একটি উপাদান যা ওষুধ, রূপচর্চা বা চুলের যত্নে অতুলনীয় ভাবে কাজ করে থাকে।
  • চুলের সমস্যা সমাধানে এলোভেরা কে এইভাবে ব্যবহার করুনঃ

আজ চুলের যত্নে যে সকল প্যাক আপনাদের সাথে শেয়ার করবো এই প্যাকগুলো আপনারা নিয়মিত ব্যবহারের মধ্য দিয়ে চুলের যেকোন ধরনের সমস্যা খুব সহজে সমাধান করতে পারবেন।

চুল পড়া রোধ করতে এলোভেরা জেল ও পেঁয়াজের রসের ব্যবহারঃ

এই প্যাকটি আমাদের চুল পড়া রোধ করবে, সাথে সাথে চুলের গোড়া অনেক বেশি শক্ত করবে ও আমাদের চুল কাল থেকে নতুন চুল গজাতে সাহায্য করবে। এমন গুরুত্বপূর্ণ প্যাক টি তৈরি করতে যে সকল উপকরণ লাগে তা হল……………

  • ২ টেবিল চামচ এলোভেরা জেল।
  • ২ টেবিল চামচ পেঁয়াজের রস।
  • ১ চা চামচ লেবুর রস।

যেভাবে ব্যবহার করবেনঃ

  • সব উপকরণ একসাথে করে এটি আমাদের মাথার তালুতে খুব যত্ন করে লাগাতে হবে।
  • এমন ভাবে লাগাতে হবে যাতে প্রতিটি চুলের গোড়ায় গিয়ে এই মিশ্রণটি পৌঁছে যায়।
  • গোসলের আগে অন্ততপক্ষে ৩০ মিনিটের জন্য এই মিশ্রণটি মাথায় রাখতে হবে। গোসলের সময় শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে।
  • সপ্তাহে অন্তত তিনবার এই প্যাক টি ব্যবহার এর মধ্য দিয়ে দুই সপ্তাহের মধ্যে দারুন একটি পরিবর্তন আপনি দেখতে পাবেন।
  • আপনার চুলের গোড়া শক্ত হবে।
  • চুল ঝরা একেবারে কমে যাবে।
  • সাথেসাথে নতুন চুল গজাবে কারণ আমরা জানি এলোভেরা ও পেঁয়াজ আলাদা আলাদাভাবে কিন্তু নতুন চুল গজাতে কাজ করে থাকে।

চুল কালো করতে এলোভেরার সাথে কমলার রস ও নিম পাতার রসঃ

এই প্যাকটি আমাদের চুলের ফ্যাকাশে ভাব দূর করবে। চুলের রং অনেক বেশি কালো করবে। সাথে সাথে আমাদের চুলের ফাটা দাগ দূর করে চুলকে অনেক লম্বা করবে। এই প্যাক টি তৈরি করতে যে সকল উপকরণ গুলো লাগে………

  • ২ টেবিল চামচ এলোভেরা জেল।
  • ২ চা চামচ কমলার রস।
  • ২ চা চামচ নিমপাতা।
  • ১ চা চামচ মধু।

ব্যবহার প্রণালীঃ

  • উপকরণ গুলো একসাথে করে খুব সুন্দর ভাবে আলতো আলতো ভাবে মাথার ত্বকে ম্যাসাজ করতে হবে।
  • এমন সুন্দর করে লাগাতে হবে যাতে প্রতিটি চুলের গোড়ায় গিয়ে এই মিশ্রণটি পৌঁছে যায়।
  • বন্ধুরা ২ঘন্টা পর্যন্ত এটি আমরা মাথায় রাখতে পারি। তারপর গোসলের সময় শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে।
  • এই প্যাক টি ব্যবহার করে দুই সপ্তাহ বা তিন সপ্তাহের মধ্যে আপনি একটি সম্পূর্ণ রেজাল্ট পাবেন।

চুলকে সিল্কি ও শাইনি করতে এলোভেরার সাথে কেস্টর অয়েল ও মেহেদি পাতার রসঃ

এই প্যাকটি আমাদের চুলকে সিল্কি করতে, সাথে সাথে অনেক শাইনি করতে সহায়তা করে। এটি নিয়মিত ব্যবহারের মধ্য দিয়ে আপনাদের চুল অনেক বেশি সিল্কি ও স্ট্রেইট হয়ে যাবে। এই গুরুত্বপূর্ণ প্যাকটি তৈরি করতে কি কি উপকরণ লাগে…………

  • ২ টেবিল চামচ এলোভেরা জেল।
  • ২ চা চামচ কেস্টর অয়েল।
  • ২ টেবিল চামচ মেহেদি পাতার রস।
  • ১ টেবিল চামচ পাকা টমেটো।

যেভাবে ব্যবহার করবেনঃ

  • উপকরণ গুলো একসাথে করে আমাদেরকে ঠিক মাথার তালুতে লাগাতে হবে।
  • খুব ভালো মতো আস্তে আস্তে আমাদের মাথার তালুতে এই মিশ্রণটি লাগিয়ে ৩০ মিনিট পর্যন্ত স্থায়ী করতে হবে।
  • এরপরে গোসলের সময় এই প্যাকটি শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে।

মাথার খুশকি দুর করতে এলোভেরার সাথে লেবুর রস ও আমলকীর রসঃ

এই প্যাক টি তৈরি করার জন্য যে সকল উপকরণ গুলো লাগবে……।।

  • ২ টেবিল চামচ এলোভেরা জেল।
  • ২ চা চামচ লেবুর রস।
  • ২ চা চামচ আমলকীর রস।

ব্যবহার করবেন যেভাবেঃ

  • এই তিনটি উপকরণ ভালোমতো মিক্স করে আপনারা যদি আপনাদের মাথায় লাগাতে পারেন, তাহলে এক সপ্তাহের মধ্যে সম্পূর্ণ খুশকিমুক্ত চুল আপনারা পাবেন।
  • ১-২ঘন্টা অপেক্ষা করতে হবে, তারপর গোসলের সময় শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলতে হবে।

যে সকল উপকরণ গুলোর মধ্য দিয়ে আজকে এগুলো তৈরি করা হয়েছে এই প্যাকগুলো চুলের যত্নে সর্বোৎকৃষ্ট।তাই চুলের সমস্যায় কোন ধরনের চিন্তা না করে আমাদের দেওয়া পরামর্শ অনুযায়ী এগুলো ব্যবহার করুন। আর হাতের কাছে সাফল্যটা অনুভব করুন।