আজ আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে এলোভেরা জেল ঘরে বসে তৈরি করে ফেলতে পারবেন। সাথে সাথে কিভাবে সংরক্ষণ ও এটি ব্যবহার করবেন। এলোভেরা জেল আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। চিকিৎসা থেকে শুরু করে ভেসজ উপাদান, চুলের যত্নে, ত্বকের যত্নে বর্তমানে এর ব্যবহারের কোন জুড়ি নেই। এই এলোভেরা বাজারে অনেক ভাবে পাওয়া যায়। কিন্তু সবচেয়ে ভালো হয় যদি এটা আমরা সম্পূর্ণ ঘরোয়া ভাবে প্রকৃতি থেকে সংগ্রহ করি। তাই আপনাদের সাথে এলোভেরা কিভাবে ঘরোয়া ভাবে সংগ্রহ করা হয় সে বিষয়ে আলোচনা করব।
এলোভেরা জেল তৈরী ও সংরক্ষন করবেন যেভাবেঃ
১। ভিটামিন সি পাওডার দিয়ে এলোভেরা জেল সংরক্ষনঃ
- প্রাকৃতিক ভাবে ঘরে বসে খুব সহজে এলোভেরা জেল তৈরি ও সংরক্ষণ করা যায়।
- প্রথমে আমাদের যে কাজটি করতে হবে তা হলো এলোভেরা গাছ থেকে এলোভেরার কচি ডগা সংগ্রহ করতে হবে। একটু হলুদ ভাব চলে এসেছে বা বয়স হয়ে গেছে এই ধরনের ডালগুলো আমরা নেব না।
- আমরা কচি কচি বড় দেখে ডাল কাটবো। কিন্তু বন্ধুরা একটু খেয়াল রাখতে হবে এলোভেরা জেল এর সাথে সংশ্লিষ্ট সব ধরনের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ জীবাণুমুক্ত হতে হবে। তার সাথে সাথে পরিষ্কার হতে হবে। একটি ছুরি বা কাছি দিয়ে গাছ থেকে ডাল কাটব।
- ছুরি দিয়ে আলতোভাবে কেটে এলোভেরা ডাল থেকে সবুজ অংশটি আলাদা করে ফেলতে হবে। কিন্তু আলাদা করে ফেলার ১০-১৫ মিনিট আগে কাটা ঢালটি একটু ঝুলিয়ে রাখতে হবে।
- এতে করে এলোভেরা থেকে হলুদ জেলির মত অংশ পড়ে যাবে। এটি বিষাক্ত একটি এনজাইম পদার্থ যেটি আমাদের ত্বকের জন্য ক্ষতিকর।
- হলুদ অংশটি পড়ে যাবার পরে আমরা সুন্দর মত করে ডাল থেকে সবুজ অংশটি আলাদা করে নিব।
- এরপরে এলোভেরা জেলের ভিতর যে সবুজ জেলির মত পদার্থ থাকে সেটি আমরা ছোট ছোট টুকরো করে একটি বাটিতে নেওয়ার পরে, “ভিটামিন সি পাউডার” তার সাথে মিক্স করে আমরা অনেক দিন পর্যন্ত এই এলোভেরা জেল টি সংরক্ষণ করতে পারি।
- কিন্তু খেয়াল রাখতে হবে “ভিটামিন সি” যেহেতু পাউডার সেহেতু খুব ভালো করে এলোভেরার সাথে মিশিয়ে ফেলতে হবে। এবং একটি কাঁচের জারে এই মিশ্রণটি সংরক্ষণ করে রাখতে হবে।
- এটি যেকোন প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারব।
যেভাবে এলোভেরা জেল ব্যবহার কারা উচিত নাঃ
- একটি বিষয় লক্ষ্য রাখা উচিত, সেটি হল এলোভেরা জেল সংরক্ষণের যদি মন মানসিকতা আমাদের না থাকে তাহলে আমরা এভাবে সংরক্ষণ না করে তাৎক্ষণিকভাবে এলোভেরা ব্যবহার করতে পারি। কিন্তু এলোভেরা জেল সরাসরি ত্বকের জন্য অনেকের শুট করে না।
- অনেক সরাসরি এলোভেরা জেল ব্যবহার করলে এলার্জি সমস্যা দেখা দিতে পারে।
- তাই বন্ধুরা সরাসরি আমরা এলার্জি সমস্যা থেকে বাঁচতে সরাসরি এলোভেরা জেল আমরা মুখে বা ত্বকে লাগাবো না।
২। পানিতে সিদ্ধ করে এলোভেরা জেল সংরক্ষণ করাঃ
- প্রথমে আমরা এলোভেরা ঢাল থেকে সবুজ অংশ আলাদা করে সাদা অংশ গুলো নিয়ে নিব।
- এরপরে একটি পাতিলে কিছু পরিমাণ পানি চুলায় সিদ্ধ করতে দিবো, যখন পানি সিদ্ধ হয়ে আসবে তখন আমরা এলোভেরা জেল গুলো পানিতে ঢেলে দিব।
- এরপর সিদ্ধ হতে হতে পাতিলের উপরে ফেনার মতো হয়ে যাবে। খুব সাবধানতার সাথে এগুলো আমাদের সরিয়ে ফেলতে হবে। কারণ এগুলো আমাদের ত্বকের জন্য ক্ষতিকারক।
- এরপরে আরো সিদ্ধ করতে করতে যখন মিশ্রণ টি একটু আঠালো হয়ে যাবে তখন আমরা চুলা বন্ধ করে দিব।
- যখন মিশ্রণটি ঠান্ডা হয়ে যাবে তখন এই মিশ্রণটি আমরা একটি কাচের বোতলে বা বাটিতে সংরক্ষন করে রেখে দিব।
- এই ধরনের সংরক্ষণ খুব সহজে করে রাখা যায় এবং ফ্রিজে ও রেখে দেওয়া যায়। সেখান থেকে নিয়ে ও আমরা ব্যবহার করতে পারি।
কি কি কাজে এলোভেরা ব্যবহার করা যায়ঃ
ত্বকের যত্নে এলভেরার ব্যবহারঃ
- এলোভেরা জেল চুলের জন্য ও ত্বকের জন্য অনেক উপকারী।
- বিভিন্ন প্রাকৃতিক উপকরণ এর সাথে আমরা এলোভেরা জেল মিশ্রন করে আমাদের ত্বকে লাগাতে পারি।
- এলোভেরা জেল আমাদের ত্বকের বিভিন্ন ধরনের দাগ দূর করতে সাহায্য করে।
- এলোভেরার সাথে যদি আমরা সামান্য পরিমাণ মুলতানি মাটি ও মধু মিক্স করে ত্বকে ব্যবহার করি তাহলে আমাদের ত্বক থেকে বিভিন্ন ধরনের রোদে পোড়া দাগ সহ বলিরেখা দাগ দূর হয়ে যায়।
- তাছাড়াও এলোভেরা জেল এর সাথে ডিমের সাদা অংশ মিশিয়ে আমরা ফেইসপ্যাক হিসেবে ব্যবহার করতে পারি।
- এলোভেরা জেল এর সাথে টমেটো ও আলু, একটু মধু, কাঁচা হলুদ দিলে সেটা গোল্ড ফেসিয়ালের মতো আমাদের কাজ দেয়।
চুলের যত্নে এলোভেরার ব্যবহারঃ
- এছাড়াও এলোভেরা জেল চুলের যত্নে খুব বেশি কার্যকর ভূমিকা রাখে।
- নতুন চুল গজাতে এলোভেরা ও পেঁয়াজের রস দারুন কাজ করে।
- তাছাড়াও চুল লম্বা করার জন্য আমরা এলোভেরা সাথে কালিজিরা ব্যবহার করতে পারি।
- কালিজিরার তেলের সাথে সামান্য পরিমাণে এলোভেরা মিশিয়ে মাথায় লাগালে চুল ছেড়া ভাব দূর হয়ে যায়। এবং চুল অনেক লম্বা হয়।
- এলোভেরার সাথে যদি আমরা চা পাতা ও কেস্টর অয়েল মিক্স করে আমাদের মাথায় দিতে পারি তাহলে মাথা থেকে খুশকি দূর হয়ে যায়। সাথে সাথে চুলের গোড়া অনেক বেশি শক্ত হয়ে চুল পড়া রোধ করে।
তাহলে বন্ধুরা আমরা জানতে পারলাম এলোভেরা কিভাবে সংগ্রহ করা যায় এবং এলোভেরা জেল আমাদের ত্বকের ও চুলের জন্য কত টা কার্যকরী। তাই আমার বন্ধুদের কাছে আমার পরামর্শ সঠিক উপায়ে এলোভেরা জেল সংরক্ষণ করুন এবং আপনার ত্বক ও চুলের পরিপূর্ণ যত্ন নিন।