ইনস্ট্যান্ট ফর্সা ত্বক পেতে কফির ফেসপ্যাক ও ব্যবহার

কফি পান করতে কে না ভালোবাসে? ক্লান্তি দূর করে নিমিষেই আপনার মেজাজকে ফুরফুরে করে তুলতে পারে এক কাপ কফি। তবে শুধু মেজাজ ফুরফুরে করে না এই কফি ত্বকের যত্ন নিয়ে ত্বক কেও ফুরফুরে বানায়। সৌন্দর্য চর্চায়ও কফির ব্যবহার রয়েছে। কফি একটা তরল পানীয় হিসেবে আমরা খেয়ে থাকি। কিন্তু তা ত্বকের যত্নে ও উপকারী। তাই ত্বকের যত্নে কফি ব্যবহার করা হয়।

কফি নিয়ে কিছু জরুরি কথা–

কফিতে থাকা ভিটামিন ও অ্যাসিডিক উপাদান ত্বকের যত্নে অনন্য।পানীয় হিসেবে কফির জনপ্রিয়তা তুঙ্গে। এক চুমুকেই চাঙ্গা করে শরীর, মন দুটোই। এই কফিই সৌন্দর্যচর্চার উপাদান হিসেবে বেশ কাজের ও জনপ্রিয়। ত্বকের যত্নে কফি ব্যবহার করা হচ্ছে। কেননা ত্বক ও চুলের পরিচর্যায় কফির জুড়ি মেলা ভার। দিনভর বাইরে থাকার কারণে ত্বকে নানা রকম দূষণ দেখা দেয়। ব্যাকটেরিয়া, ভাইরাস কিংবা ছত্রাকের সংক্রমণও হতে পারে। এর কোনোটাই ক্ষতির কারণ হয়ে উঠবে না, যদি কফির সুরক্ষিত দেয়াল থাকে আপনার ত্বকে। রেড বিউটি পারলার অ্যান্ড স্যালনের রূপবিশেষজ্ঞ আফরোজা পারভিন বলেন, ‘কফির মধ্যে এমন কিছু উপাদান রয়েছে, যা ত্বকের স্তরে জমে থাকা ধুলোবালি পরিষ্কার করে ফেলে। সেই সঙ্গে এতে থাকা ক্যাফিক অ্যাসিড উপাদান ত্বকের বন্ধ হয়ে যাওয়া রোমকূপের মুখ খুলে দেয়, তার ফলে আপনার ত্বকটাও হয়ে উঠবে মসৃণ। তাই ত্বকের যত্নে কফি ব্যবহার করা হয়।

ইনস্ট্যান্ট ফর্সা ত্বক পেতে কফির ফেসপ্যাক ও ব্যবহার–

আমরা সবাই চাই আমাদের সবার ত্বক উজ্জ্বল সুন্দর হোক। আর সে বিষয়ে আমরা সকলেই অনেক বেশি যত্নবান। কিন্তু চাই তাড়াতাড়ি ফল পেতে। অনেকে তাড়াতাড়ি ফলাফল না পেয়ে ত্বকের আর যত্ন নে না। তাই তাদের জন্যে ত্বকের যত্নে কফি। আসুন জেনে নেই ত্বকের যত্নে কফির কিছু সহজ ব্যবহার–

রুক্ষতা ভাব মিটাতে কফির ব্যবহার–

  • আমাদের যাদের রুক্ষ শুষ্ক ত্বক আমরা কতো কিছুই না ব্যবহার করি ত্বকের এই রুক্ষতা দূর করার জন্যে। ত্বকের যত্নে যেমন কফি ব্যবহার করছি ঠিক তেমনি ত্বকের রুক্ষতা দূর করতে কফি ব্যবহার করা হয়।

প্রয়োজনীয় উপকরণঃ

  1. এক চামচ কফি পাউডার
  2. এক চামচ দানাদার চিনি
  3. আধা চা চামচ তরল দুধ
  4. এক স্লাইস লেবুর রস

প্রথমে এই সবকয়টি উপাদান একটি বাটিতে নিয়ে ভালোভাবে মেশান। খেয়াল রাখতে হবে মিশ্রণটি জেনো খুব বেশী পাতলা হয়ে না যায়; যদি খুব বেশী পাতলা হয়ে যায় তাহলে অবশ্যই অল্প করে কফি পাউডার যোগ করতে হবে। মিশ্রণটি স্ক্রাবের মত মুখে কমপক্ষে পাঁচ থেকে সাত মিনিট ম্যাসাজ করতে হবে।

নাইট ক্রিম হিসেবে কফির ব্যবহার–

  • রাতে ঘুমাতে যাওয়ার আগে অনেকে ক্রিম লোশন ব্যবহার করেন। যাকে সচরাচর নাইট ক্রিম বলা হয়। ত্বকের যত্নে কফি যেভাবে ব্যবহার করা হচ্ছে এখন নাইট ক্রিমেও কফি ব্যবহার দেখা যায়।

প্রয়োজনীয় উপকরণঃ

  1. এক চামচ কফি
  2. এক চামচ এলোভেরা জেল
  3. এক চামচ গ্লিসারিন
  4. একটি ভিটামিন ই ক্যাপসুল

প্রথমে একটি বাটিতে এই সব কয়টি উপাদান একসাথে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার মিশ্রণ হাতে নিয়ে হালকা হাতে ম্যাসাজ করে রাতে শুয়ে পড়ুন। তবে তৈলাক্ত ত্বক যাদের তারা ভিটামিন ই ক্যাপসুল টা বাদ দেবেন। অনেকেরই সারারাত এটি মেখে শুতে যদি অসুবিধা হয় তাহলে আধঘন্টা মেখে ঠাণ্ডা জলে ধুয়ে রাতে শুতে যান।নাইট ক্রিম হিসেবে এই প্যাক টি ব্যবহার করুন ফল পাবেন।

চোখের ফোলাভাব দূর করতে কফির ব্যবহার–

  • চোখের ফোলা ভাব ও কালো দাগ দূর করতে কফি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। ত্বকের যত্নে কফির ব্যবহারের পাশাপাশি ত্বকের এই যত্ন গুলো নিয়ে থাকে কফি। তাই আসুন জেনে নেই সহজ ফেস প্যাক।

প্রয়োজনীয় উপকরণঃ

  1. এক চা চামচ কফি
  2. হাফ কাপ পানি

প্রথমে হাফ কাফ পানিতে ১ চা চামচ কফি মিশিয়ে পেস্ট তৈরি করুন। এরপর তা চোখের পাতায় ও চোখের নিচে দিয়ে রাখুন চোখ বন্ধ করে। ৫ মিনিট পর তুলা ভিজিয়ে তুলে ফেলুন এবং পানি দিয়ে ধুয়ে ফেলুন। চোখের ফোলা ভাব কমবে ও চোখের নিচে কালো দাগ দূর হবে।

ত্বকের বলিরেখা, শুষ্কতা ও কালো দাগ দূর করতে কফির ব্যবহার–

  • বলিরেখা, শুষ্কতা এবং কালো দাগ দূর করে ত্বকে প্রাকৃতিকভাবে পুষ্টি জোগাতে এই ফেসপ্যাক ব্যবহার করা যায়। ত্বকের যত্নে যেমন কফি ব্যবহার হয় ঠিক তেমনি কালো দাগ দূর করা ত্বকে শুষ্কতা ভাব দূর করতে কফি ব্যবহার করা হয়।

প্রয়োজনীয় উপকরণঃ

  1. এক টেবিল চামচ কফি পাউডার
  2. এক টেবিল চামচ মধু

প্রথমে এই উপাদান দুটি ভালো করে মিশিয়ে নিন। তারপর মুখে লাগিয়ে নিন। এবার ত্বকে ঘুরে ঘুরে  স্ক্রাব করে নিন। শুকানোর জন্য ২০ মিনিট অপেক্ষা করুন। এবার ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে ফেলুন এবং হালকা কোনো ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন।

পরিশেষে আমরা জানতে পারলাম কফির সহজ কিছু ব্যবহার। তাই এখম শুধু চুমুক দিয়ে কফি খেলেই হবে না, ত্বকের যত্নে কফি ব্যবহার করতে হবে।