ফল হিসাবে কিন্তু পাকা কলার জুড়ি মেলা ভার, এবং পাকা কলা তে এত বেশি প্রোটিন থাকে যে আমাদের শরীরকে সুস্থ রাখতে পাকা কলা কিন্তু দারুণ কাজ করে। কিন্তু এ পাকা কলা যে আমাদের রূপচর্চার একটি দারুন উপকরণ হিসেবে ব্যবহৃত হতে পারে তা আপনাদের অনেকেরই এই বিষয়ে ধারণা নেই। পাকা কলার চামড়া থেকে শুরু করে পাকা কলা কিন্তু ত্বকে নিয়মিত ব্যবহারে আমরা স্থায়ীভাবে আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল ও প্রাণবন্ত করে তুলতে পারি। হ্যা বন্ধুরা,আজ আমার আলোচনার বিষয় রূপচর্চায় পাকা কলার তৈরি চমৎকার চমৎকার কিছু ফেইসপ্যাক সম্পর্কে। যেগুলো ব্যবহারের মধ্য দিয়ে আমরা আমাদের ত্বককে অনেক সুন্দর এবং ফর্সা করে তুলতে পারি। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পাকা কলার দারুণ সব ফেইসপ্যাক।
ত্বক কে খুব তারাতারি সুন্দর ও ফর্সা করতে কলার কার্যকরী ফেইসপ্যাকঃ
- কলার এই ফেইসপ্যাক গুলো ব্যবহারের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন দীর্ঘস্থায়ী ফর্সা ত্বক। তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাওয়া যাক কলার তৈরি অসাধারণ সেই ফেইসপ্যাক গুলো নিয়ে।
১। স্থায়ী ভাবে ত্বক কে ফর্সা ও মসৃণ দেখাতে কলার ফেইসপ্যাকঃ
প্রথমে যে ফেইসপ্যাকটি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে যাব এই ফেইসপ্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে…………
- ১ টি পাকা কলার পেস্ট,
- ২ টেবিল চামচ এলোভেরা জেল,
- ২ টেবিল চামচ গোলাপজল,
যেভাবে ব্যবহার করবেনঃ
- উপকরণ গুলো একসাথে ব্লেন্ডার করে চমৎকার এ প্যাক টি তৈরি করবেন।
- তা যদি আপনারা ঘুমানোর আগে ত্বকে লাগাতে পারেন অন্ততপক্ষে ২০ মিনিটের জন্য, তাহলে আপনারা কিন্তু পেয়ে যাবেন অনেক সুন্দর ফর্সা ত্বক। এবং নিয়মিত ব্যবহারে এটি ত্বককে স্থায়ীভাবে ফর্সা করার জন্য কাজ করবে।
- বাজারে যত ধরনের ফর্সা হওয়ার ক্রিম পাওয়া যায় এই ধরনের ক্রিম গুলো ব্যবহারে অনেক সাইড ইফেক্ট থাকে।
- কিন্তু আমার দেওয়া কলার এই ফেইসপ্যাক ত্বকের ব্যবহারে ১০০% কার্যকারী।
- কোন ধরনের সাইডএফেক্ট injectable oxymetholone online ছাড়াই এটি আপনাদের স্থায়ী ভাবে ফর্সা করবে যদি নিয়মিত করতে পারেন।
২। ত্বকের লাবন্যতা ফিরিয়ে আনতে কলার ফেইসপ্যাকঃ
এখন যে প্যাক টি আপনাদের সাথে শেয়ার করব এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে……………
- ১ টি পাকা কলার পেস্ট,
- ২ চা চামচ কফি পাউডার,
- ১ টেবিল চামচ ভাতের মাড়,
যেভাবে ব্যবহার করবেনঃ
- উপকরণ গুলো একসাথে ব্লেন্ডার করে আমরা কিন্তু চমৎকার একটি ফেইসপ্যাক তৈরি করে ফেলতে পারি।
- এই ফেইসপ্যাকটি আমরা নিয়মিত ব্যবহারের মাধ্যমে আমরা কিন্তু আমাদের ত্বক কে স্থায়ীভাবে ফর্সা করতে পারি।
৩। ত্বকের কালো দাগ দূর করতে কলার ফেইসপ্যাকঃ
এখন আপনাদের সাথে যে ফেইসপ্যাক টি শেয়ার করতে যাচ্ছি এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………………
- ১ টি পাকা কলার পেস্ট,
- ১ টেবিল চামচ টক দই,
- ২ টেবিল চামচ বীট্রুটের রস,
ব্যবহার করবেন যেভাবেঃ
- এই তিনটি উপকরণ ভালোমতো ব্লেন্ডার করে আপনারা এই প্যাকটি তৈরি করবেন।
- এই প্যাক টি যদি নিয়মিত আপনাদের ত্বকে ব্যবহার করেন, আপনারা পেয়ে যাবেন স্থায়ী ফর্সা ও দাগ মুক্ত ত্বক।
- চমৎকার সুন্দর এবং ফর্সা ত্বক সবার এ কাম্য। তা ধরে রাখার জন্য অবশ্যই আপনাকে নিয়মিত আমাদের এই কলার ফেইসপ্যাক গুলো ব্যবহার করতে হবে অন্ততপক্ষে সপ্তাহে দুইবার।
বন্ধুরা উপরে কলার যে প্যাক গুলো নিয়ে আজ আমি আপনাদের সাথে আলোচনা করেছি, প্রত্যেকটি আলাদা আলাদা জায়গা থেকে আপনাদের আলাদা আলাদা কার্যকারিতা দেবে। তাই আপনার পছন্দমত এবং হাতের উপকরণ এর উপর ভিত্তি করে যেকোনো একটি প্যাক আপনি পছন্দ করে ব্যবহার করা শুরু করে দিতে পারেন।
তাহলে বন্ধুরা ত্বক কে স্থায়ী ফর্সা করনের জন্য আর চিন্তিত না হয়ে আমাদের দেওয়া কলার এই প্যাকগুলো আপনারা নিয়মিত ব্যবহার করুন। আর ত্বক কে স্থায়ীভাবে ফর্সা করে ফেলুন। ধন্যবাদ।