কার্যকরী ফল পেতে ত্বকের যত্নে এলোভেরা এভাবে ব্যবহার করুন

ত্বকের যত্নে অ্যালোভেরার বিদ্যমান উপাদান যে কি পরিমান গুরুত্বপূর্ণ ও কার্যকরী সেটা আমাদের সকলেরই জানা। ত্বকে বিভিন্ন প্রসাধনী তৈরিতে প্রায় সবধরনের ক্রিমেই অ্যালোভেরার জেল ব্যবহৃত হয়। ত্বকের যত্নে আমরা বিভিন্ন জন বিভিন্ন ভাবেই এলোভেরা জেল ব্যবহার করে থাকি। কিন্তু এর সঠিক ব্যবহার পদ্ধতি এবং কিভাবে করলে কার্যকরী ফল পাওয়া যাবে সেটি সম্পর্কে আমরা সকলেই জ্ঞাত নই। তাই কার্যকরী ফল পেতে একইভাবে এবং কোন পদ্ধতিতে এলোভেরা ব্যবহার করবেন সেটি নিয়েই আমাদের আজকের আলোচনা। তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক কার্যকর ফলাফল পেতে এলোভেরার সঠিক ব্যবহার পদ্ধতি।

অ্যালোভেরা কিঃ

অ্যালোভেরা হচ্ছে সজীব এক ধরনের ভেষজ এবং  ঔষধি  গুণাবলী সমৃদ্ধ সবুজ রঙের একটি  উদ্ভিদ।

যার  পাতার মধ্যে থেকেই মূলত এলোভেরা জেল বা রস নিয়ে  ব্যবহার করা হয়। দেহের বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুটি ক্ষেত্রেই এলোভেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ত্বকের যত্নে এলোভেরা ব্যবহারের গুরুত্বঃ

★ অ্যালোভেরা বিদ্যমান এন্টি অক্সিডেন্ট এবং এন্টি ব্যাকটেরিয়াল উপাদান ত্বক থেকে ব্যাকটেরিয়া নিরাময় করে ত্বককে সতেজ করে রাখে।

★ অ্যালোভেরার জেল ত্বকে ব্রণ দূর করে।

★ ত্বকের বিভিন্ন দাগ যেমন বুড়িয়ে যাওয়া ভাব বলে রাখা ইত্যাদি দূর করে।

★ রোদে পোড়া দাগ অ্যালোভেরার জেল খুব সহজেই দূরীভূত করে।

★ অ্যালোভেরার জেল ত্বককে গভীর থেকে উজ্জ্বল করে তোলে।

★ অ্যালোভেরার জেলে রয়েছে ভিটামিন এ, বি, বি1,বি2 সহ ভিক্রন্ত গুরুত্বপূর্ণ কিছু উপাদান।

★ যা ত্বকের গভীরে গিয়ে ত্বকের লোমকূপের শক্তি যোগায়।

★ প্রায় সব ধরনের ত্বকেই বিভিন্ন ফেসপ্যাক যোগ করে এলোভেরা জেল ব্যবহার করা যায়।

★ সম্পূর্ণ প্রাকৃতিক হওয়ায় অ্যালোভেরার জেল এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া থাকে না।

★ এটি আপনার ত্বককে মসৃণ এবং কোমল করে তোলে।

★ শুধু উজ্জ্বলতার জন্যই নয় বর্তমানে এলোভেরা জেল ত্বকের  রোগ নিরাময়ের জন্য ব্যবহৃত হচ্ছে।

★ ত্বকের মৃত কোষ গুলোকে অ্যালোভেরার জেল সতেজ করে তোলে।

ত্বকের যত্নে কার্যকরী ফল পেতে এলোভেরা জেল ব্যবহারের পদ্ধতিঃ

★ প্রথমেই অ্যালোভেরার পাতা সংগ্রহ করে নিয়ে  ভালোভাবে সেটি পরিষ্কার করে নিন।

★ পরিষ্কার কোন চাকু দিয়ে  অ্যালোভেরা পাতা কেটে নিয়ে মাঝখানে বিদ্যমান জেলাসমূহ চামচ বা আঙুলের সাহায্যে বের করে নিন।

★ অ্যালোভেরার জেল সমূহ কোন পরিষ্কার পাত্রের নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন।

★ ব্যবহারের পূর্বে আপনার ত্বক ভালোভাবে ধুয়ে নিন।

★নরম কিছু যেমন তোলা বা মুখের ব্রাশ দিয়ে অ্যালোভেরার জেল আপনার মুখে মালিশ করুন।

★ ত্বকে কিছুক্ষণ ভালোভাবে স্ক্রিপ্ট করে নিন।

★মনে রাখবেন মালিশের সময় ত্বকের উপর যেন অতিরিক্ত চাপ না পড়ে।

★ অ্যালোভেরার জেল শুকানোর জন্য 25 থেকে 30 মিনিট সময় দিন।

★  সম্পূর্ণভাবে শুকিয়ে গেলে আপনার ত্বক পরিষ্কার করে নিন।

★★ত্বকের যত্নে কার্যকরী ফল পেতে অ্যালোভেরার জেল ব্যাবহারের যে সমস্ত বিষয় মেনে চলবেনঃ

★ অপ্রাপ্তবয়স্কদের ত্বকে এলোভেরা জেল ব্যবহারের বিরত থাকুন।

★ অ্যালোভেরার জেল সরাসরি মুখে না লাগিয়ে শরীরের অন্য কোন অংশে লাগিয়ে অ্যালোভেরার জেল আপনার জন্য এলার্জি কিনা সেটি পরখ করে নিন।

★ ব্যবহারের পর আপনার ত্বক যদি লালচে দাগ ধারণ করে অথবা চুলকায় তাহলে এলোভেরা ব্যবহার থেকে বিরত থাকুন।

★ অ্যালোভেরার জেল লাগিয়ে রোদে বের হবেন না।

★ অ্যালোভেরা পাতা কাটার পর কিছুক্ষণ সময় নিন। তাহলে দেখবেন কাটা অংশ থেকে কিছু হলুদ নির্যাস বা রস বের হচ্ছে।। পরিষ্কার  কিছু দিয়ে প্রথমেই সেগুলো পরিষ্কার করে নিন অন্যথায় এগুলো এলার্জির কারণ হতে পারে।

★★ত্বকের যত্নে প্রত্যাশিত ফল পেতে অ্যালোভেরায় তৈরি  এই সমস্ত ফেসপ্যাক ব্যবহার করতে পারেনঃ

★ অ্যালোভেরার জেল এবং মধুর ফেসপ্যাক।

★ অ্যালোভেরার জেল, কাঁচা হলুদ, এবং দুধের ফেসপ্যাক।

★ এলোভেরা জেল এবং শসার ফেসপ্যাক।

★ অ্যালোভেরার জেল এবং লেবু ও টমেটোর ফেসপ্যাক।

★ অ্যালোভেরার জেল গোলাপজল এবং মুলতানি মাটির ফেসপ্যাক।

★ অ্যালোভেরার জেল বাদামের গুঁড়ো এবং মধুর ফেসপ্যাকঃ

উপরুক্ত ফেসপ্যাক গুলো আপনার ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী এবং ফলপ্রসূ। কিভাবে এবং কোন নিয়মে  তৈরি করে ব্যবহার করবেন তার বিস্তারিত বর্ননা জানতে আমাদের ফেসপ্যাক জনিত কলামগুলো পড়ুন।

সংকর জাতি হিসেবে আমাদের ত্বক অত্যন্ত বৈচিত্র্যময়। ভৌগোলিক অবস্থান এবং আবহাওয়ার পরিবর্তন জনিত কারণে আমাদের ত্বক আরও বৈচিত্র ধারণ করে। তাই ত্বকের যত্নে আমরা কখন কি ব্যবহার করব সেটি নিয়ে দোটানায় থাকি। অ্যালোভেরার জেল এমন একটি উপাদান যা সবসময়ই আপনার ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী এবং গুরুত্বপূর্ণ।। তাই সুপ্রিয় বন্ধুরা উপরুক্ত নিয়মকানুন মেনে ত্বকের যত্নে এলোভেরা জেল ব্যবহার করুন এবং প্রত্যাশিত ফলাফল অর্জন করুন।