সুপ্রিয় বন্ধুরা, গলা ও ঘাড়ের কালো দাগ দূর করতে চমৎকার কিছু উপায় আপনাদের সাথে আজ শেয়ার করতে যাচ্ছি। বন্ধুরা আমাদের ঘাড় এবং গলার রং কালো হওয়ার কারণে শরীরের বাকি অংশ ফর্সা হলেও তা ভালো মতো করে ফুটে ওঠে না কারণ মুখ ফর্সা হবে হোক মুখে নিচের অংশটা কালো হলে পুরো শরীরকে কালো দেখায় এবং ঘাড কালো হওয়ার কারণে আমাদের অনেক সময় বিভিন্ন পোশাক পরার পরেও নিজেকে ভালো দেখায় না। তাই বন্ধুরা, আমাদের গলা ও ঘাড়ের কালো দাগ গুলো আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন করে। এ ধরনের কালো দাগগুলো বিভিন্ন কারণে হতে পারে। কালো দাগ দূর করার আগে আমাদেরকে এই কালো দাগগুলো কেন হয় সেটা জানতে হবে। কারণ আমরা যদি শুধু সমাধানের দিকে ছুটি কিন্তু কি কারণে হয় সেগুলো যদি না জানি তাহলে, কারণগুলো চিহ্নিত না করে উপায় অবলম্বন করা কোন বুদ্ধিমানের কাজ হবে না। সেটা লক্ষণ না বুঝে ওষুধ খাবার মত হবে। তাই লক্ষণ প্রথমে ঠিক করতে হবে এবং এই সমস্যাগুলো যাতে আমরা দ্বিতীয়বার ফেইস না করি সে বিষয়ে সতর্ক হতে হবে।
কী কারণে গলায় ও ঘাড়ে দাগ হয়ে থাকেঃ
দাগ দূর করার উপায় আমাদের জানতে হলে আগে জানতে হবে কী কারণে গলায় ও ঘাড়ে দাগগুলো হয়ে থাকে।
১। বংশগত কারণঃ
- বংশগত কারণ যেকোন সমস্যার বৃহৎ একটা কারণ হিসেবে স্থান দখল করে থাকে।
২। রোদের কারণেঃ
- রোদে বের হওয়ার সময় ঘাড়ে এবং গলায় কাপড় না থাকলে সরাসরি সূর্যের অতিবেগুনি রশ্মি তার উপর পড়ে এবং চামড়া পুডে যাওয়ার হাত থেকে রক্ষা করতে ত্বকে প্রচুর পরিমাণে মেলানিন উৎপন্ন করে। আমাদের এই মেলানিন যত বেশি উৎপন্ন হবে তত আমাদের বিভিন্ন সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে পারবে।
- মেলানিন উৎপন্ন হওয়া আমাদের ত্বকের জন্য ভালো কিন্তু মেলানিন যত উৎপন্ন হবে ততো বেশি গায়ের রঙ কালো হয়ে যায়।
- এই কারণে বন্ধুরা আমাদের বের হওয়ার সময় গলায় ও ঘাড়ে কাপড় না থাকার কারণে আমাদের গলা ও ঘাড়ের চামড়া কালো হয়ে যায়।
৩। খুববেশি আঁটসাঁট কাপড় পড়ার কারণেঃ
- বন্ধুরা আমরা যখন আঁটসাঁট কাপড় পড়ি এবং সে কাপড় যদি চেপে ধরে, বা বেশি টাইট হয় তাহলে আমাদের গলা ও ঘাড়ের চামড়া কালো হয়ে যেতে পারে।
৪। ঘামের কারণেঃ
পরবর্তী যে কারণে গলা ও ঘাড়ের কালো দাগ হতে পারে তা হল বিভিন্ন ঘাম জনিত সমস্যার কারণেও হতে পারে অথবা গরমের দিনে একটানা গোসল না করলে অথবা ঘামের কারণ হতে পারে।
পরামর্শঃ
এখন আপনাদের কাছে আমার একটাই পরামর্শ, সেটি হলো এই কারণগুলো যাতে না হয় সেদিকে লক্ষ রাখতে হবে। কারণ বুঝতে পারলে তার সমাধান খুব সহজে করা যায়। তাহলে বন্ধুরা আমরা আশা করব গরমের দিনে আপনার অবশ্য ছাতা নিয়ে বের হবেন এবং ঢিলেঢালা জামা পড়বেন।
পাশাপাশি নিয়মিত গোসল করবেন তাহলে আমাদের বংশগত বা জিনগত বৈশিষ্ট্যের কারণে হওয়া ছাড়া অন্য কোন কারণে কালো দাগ হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে।
ঘাড়ের ও গলার কালোদাগ প্রতিকার করার উপায়ঃ
- ঘাডে ও গলায় এই কালো দাগ যদি হয়ে যায় এর পরবর্তী কি ব্যবস্থা নিলে এই কালো দাগ গুলো দূর করা যাবে এই বিষয়ে আলোচনা করছি।
- বন্ধুরা বিভিন্ন ধরনের বাজারে মেডিসিন বা কেমিক্যাল প্রোডাক্ট পাওয়া যায় যা দ্বারা সাময়িকভাবে কালো দাগ গুলো দূর করা যায়। কিন্তু ঘরোয়া উপকরনের সমন্বয়ে তৈরি করা প্যাক দিয়ে যে ভাবে আপনারা ঘাডের ও গলার কালো দাগ দূর করতে পারবেন তা তত বেশি কার্যকরী হবে।
- তার সাথে সাথে অনেক দীর্ঘস্থায়ী হবে। তাই আমরা আশা করব সব সময় ঘরোয়া পদ্ধতি অনুসরণ করার।
আজকে আপনাদের জন্য চমৎকার কিছু আমি টিপস বা প্যাক নিয়ে এসেছি যে প্যাকগুলো ব্যবহারের মধ্য দিয়ে খুব সহজে গলা ও ঘাড়ের কালো দাগ দূর করে ফেলতে পারেন।
তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক সে প্যাক গুলো কি কি???
১। মুলতানি মাটি ও এলোভেরা জেল ব্যবহার করে গলার ও ঘাড়ের কালো দাগ দূর করার উপায়ঃ
এটি তৈরি করতে যে সকল উপকরণ গুলো লাগবে……
- ২ টেবিল চামচ মুলতানি মাটি।
- ২ টেবিল চামচ এলোভেরা জেল।
- ২ চা চামচ মধু।
ব্যবহার প্রণালিঃ
- মুলতানি মাটি ও এলোভেরা জেল এবং মধুর মিশ্রন তৈরী করা এই প্যাকটি গ্রীষ্মের দিনে অথবা শীতের দিনে অথবা যে কোন সিজনে আমরা এটি ব্যবহার করতে পারি এবং চমৎকার ফলাফল ও পাওয়া যায়।
- সবগুলো উপকরণ একসাথে ব্লান্ডার করে ফেলার পর এই প্যাকটি আমরা আমাদের ঘাড়ে লাগাতে পারি। বন্ধুরা, এলোভেরা জেল এর পরিমাণ একটু বেশি করে নিবেন যাতে করে এটি একটু ভেজা ভেজা থাকে। বেশি শুষ্ক না হলেও পানি এড করবেন না। এতে প্যাক এর গুনাগুন নষ্ট হয়ে যাবে।
২। কাঁচা হলুদ, দুধ এবং চিনির মিশ্রনের মাধ্যমে গলা ও ঘাড়ের কালো দাগ দূর করবেন যেভাবেঃ
এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………
- ২ টেবিল চামচ কাঁচা হলুদ বাটা।
- ২ চা চামচ চিনি।
- ২ টেবিল চামচ তরল দুধ।
ব্যবহার প্রণালিঃ
- এই উপকরণ গুলোর মিশ্রণ থেকে আপনারা তৈরি করে ফেলতে পারেন চমৎকার একটি প্যাক।
- যখন প্যাকটি তৈরি হয়ে যাবে এটি ঘাড়ে এবং গলায় লাগিয়ে অন্ততপক্ষে ২০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে।
৩। পাকা টমেটোর সাথে গোলাপের পাপড়ি গুড়োর মিশ্রনে ফেইসপ্যাকঃ
এটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………
- ১ টি পাকা টমেটোর পেস্ট।
- ২ টেবিল চামচ গোলাপের পাপড়ি গুড়ো।
- ২ চা চামচ লেবুর রস।
যেভাবে ব্যবহার করবেনঃ
- উপকরন গুলো একসাথে এড করার পরে এই প্যাকটি তৈরি হয়ে যাবে। এবং এটি আমাদের ঘাড়ে ও গলায় লাগানোর পরে আমাদের গাড এবং গলা থেকে কালো দাগ চিরদিনের জন্য চলে যাবে।
৪। মুলতানি মাটির সাথে ক্যাস্টর অয়েল এর মিশ্রণে অসাধারণ ফেইসপ্যাকঃ
এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে…………
- ২ টেবিল চামচ মুলতানী মাটি।
- ৩ টেবিল চামচ নারকেল বাটা।
- ২ চা চামচ ক্যাস্টর অয়েল।
ব্যবহার পদ্ধতিঃ
- উপকরণ গুলো ভালোমত মিক্স করার পরে আমরা প্যাকটি তৈরি করে ফেলতে পারি। এবং এটি ঘাড়ে এবং গলায় লাগালে খুব দ্রুত কালো দাগ চলে যাবে।
৫। গাজরের পেস্ট এর সাথে বেসনের মিশ্রণে গলার ও ঘাড়ের কালো দাগ দূর করবেন যেভাবেঃ
এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………
- ২ টেবিল চামচ গাজরের পেস্ট।
- ২ চা চামচ অলিভ অয়েল।
- ২ টেবিল চামচ কলার চামড়ার পেস্ট।
ব্যবহার করবেন যেভাবেঃ
- এই তিনটি উপকরণ একসাথে ব্লেন্ডার করে ঘাড়ে গলায় লাগাতে হবে। এবং লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে।
৬। এভোকাডো ও গোলাপ জল এবং নিমপাতার মিশ্রণে গলার ও ঘাড়ের কালো দাগ দূর করুন এইভাবেঃ
যে যে উপকরণ গুলো লাগবে……
- ২ টেবিল চামচ এবাকেডোর রস।
- ৩ চা চামচ গোলাপ জল।
- ২ চা চামচ নিম পাতার রস।
ব্যবহার করবেন যেভাবেঃ
- এটি তৈরির সাথে আমাদের বাড়তি করে একটু ক্যাস্টর অয়েল যোগ করতে হবে। হাতের কাছে ক্যাস্টর অয়েল না থাকলে গ্লিসারিন ও লাগানো যায়।
- ভালো মতো করে প্যাকটি তৈরি করে ফেলার পর আমরা এটি আমাদের ঘাড়ে ও গলায় লাগাবো।
- এটি কিন্তু দারুণ কার্যকরী গলা এবং ঘাড়ের কালো দাগ দূর করতে।
৭। কাঁচা পেঁপে,চন্দনের গুঁড়া ও হলুদের মিশ্রণের মাধ্যমে গলার ও ঘাড়ের কালো দাগ দূর করবেন যেভাবেঃ
এটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে…………
- ২ টেবিল চামচ কাঁচা পেঁপের রস।
- ২ চা চামচ চন্দনের গুঁড়া।
- ২ চা চামচ পুদিনাপাতার রস।
- ২ টেবিল চামচ হলুদের পেস্ট।
যেভাবে ব্যবহার করবেনঃ
- সব গুলো উপকরণ একসাথে ব্লান্ডার করে ফেলার পরে এটি ঘাড়ে ও গলায় লাগিয়ে ২০-২৫ মিনিট অপেক্ষা করতে হবে।
- এরপর ধুয়ে ফেলতে হবে।
উপরে আজকে আপনাদের সাথে গলা ও ঘাড়ের কালো দাগ দূর করার যে অসাধারণ প্যাক গুলো আলোচনা করলাম এগুলো এত বেশি কার্যকরী এবং ফলদায়ক যে আপনারা বুঝতেই পারবেন না কোনটা সবচেয়ে বেশি কার্যকরী।
তাই বন্ধুরা আমরা আশা করবো যে কোন একটি আপনার পছন্দমত এবং হাতের কাছে উপকরণ এর উপর ভিত্তি করে বেছে নিয়ে নিয়মিত ভাবে ব্যবহার করুন এবং গলা ও ঘাড়ের কালো দাগ নিয়ে দুশ্চিন্তা বাদ দিয়ে দিন।