কেন আমাদের চুল লম্বা ও স্বাস্থ্যসম্মত হয়না

আসসালামুআলাইকুম বন্ধুরা,

আজ আপনাদের জন্য একটি চমৎকার বিষয় নিয়ে এসেছি, বিষয়টি হলো কেন আমাদের চুল লম্বা ও স্বাস্থ্যসম্মত হয়না।

আমাদের অনেক বন্ধুরা এই কারণগুলো জানতে চেয়েছেন। সত্যি বন্ধুরা আপনাদের কাছে যদি আপনাদের চুল লম্বা না হওয়ার বা স্বাস্থ্য সম্মত না হওয়ার কারণ গুলো জানা না  থাকে তাহলে খুব সহজে আপনারা আপনাদের সমস্যার সমাধান গুলো পেয়ে যাবেন। আপনাদের কথা মাথায় রেখে আজকে আমরা এ বিষয়টি শেয়ার করতে যাচ্ছি।

আজকে আমাদের শেয়ারের বিষয়টি হলো কোন কোন কারণে আমাদের চুল পুষ্টিকর লম্বা এবং স্বাস্থ্যসম্মত হয়না

  • হরমোনজনিত সমস্যা

হরমোনজনিত বা জেনেটিক্যাল সমস্যাটা আমরা মাতৃগর্ভ থেকে নিয়ে আসি।

বন্ধুরা আপনারা যদি বিভিন্ন কিছু ব্যবহার করার পরেও চুলের কোন প্রত্যাশিত উন্নতি না দেখেন, তখন আপনারা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। এবং ডাক্তার যদি আপনাদেরকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এটা নিশ্চিত করে যে আপনার হরমোন জনিত সমস্যার কারণে আপনি আপনার প্রত্যাশিত সুন্দর চুল পাচ্ছেন না তাহলে বন্ধুরা এই ক্ষেত্রে হতাশ হওয়া ছাড়া আর কোনো কারণ নেই। কারণ হরমোনজনিত সমস্যার  মেডিকেলে কোনো সমাধান নেই।

চুলের তাপ

দ্বিতীয় নাম্বার এই সমস্যাটির কারণে আমাদের চুল প্রত্যাশা অনুযায়ী হয় না, সেটি হলো চুলের তাপের কারণে। এখন বন্ধুরা জেনে নেওয়া যাক কিভাবে আমরা আমাদের চুলের তাপ বাড়ে যায়।

বন্ধুরা আমরা বিভিন্ন ধরনের ফাংশনে যখন এটেন্ড করি তখন চুল কে আমরা কোকড়ানো করি অথবা চুল স্ট্রেইট করে আয়রন মেশিনের সাহায্যে করি। এতে করে চুলের মধ্যখানে ভেঙে যায়, ফেটে যায় বা অপুষ্টির শিকার হয়ে যায় এবং শুষ্ক হয়ে যায়। যেখান থেকে আমাদের চুল তাদের স্বাভাবিক সচেতনতা সতেজতা ফিরে পায় না এছাড়াও আমরা যখন রোদে বের হই তখন মাথায় স্কাপ বা কাপড় ব্যবহার করি না,  যার কারণে সূর্যের রশ্মি সরাসরি আমাদের চুলে এসে পড়ে এতে করে আমাদের চুল এর সুব্রতা সতেজতা হারিয়ে ফেলে।

অপরিষ্কার

যে কারণটির কারণে আমাদের প্রত্যাশা অনুযায়ী হয় না সেটি হলো অপরিষ্কারের কারণে। আমদের যদি নিয়মিত মাথার চামড়া পরিষ্কার না থাকে সেখানে যদি নানারকম ময়লা থেকে যায়, তাহলে সেখান থেকে সতেজ এবং স্বাস্থ্যজ্জ্বল চুল আশা করাটাই বোকামী। ভালোভাবে বাড়িতে মাথার স্কাল্পে পরিষ্কার এর কোন বিকল্প নেই। তাই প্রতিদিন শ্যাম্পু দিয়ে আমাদেরকে পরিষ্কার করে রাখতে হবে। আমাদের মাথার স্কার্ফ বা চামড়াটা যাতে করে সেখান থেকে ভালো ভাবে বৃদ্ধি পেতে পারে।

রাতে চুল খোলা রাখা

যে কারণটি সেটি হলো রাতে চুল খোলা রাখা। রাতে যখন আমরা ঘুমাতে যায় তখন আমাদের উচিত কোনো কিছু দিয়ে চুল কে বেঁধে রাখা বিনুনী করে অথবা কমেন্ট করে অথবা মাথায় খাগড়া ইউজ করে আমাদের উচিত চুল কে  আটকে রাখা। আমরা যদি ঘুমানোর সময় খোলা রেখে ঘুমায় তাহলে বিভিন্ন ব্যবসার মধ্যে চুল ফেটে যেতে পারে। এই কারণে চুল তার সুস্থতা হারিয়ে ফেলতে পারেন।

টেনশন বা স্ট্রেস

চুল ঝরে পরা বা চুলের বৃদ্ধিতে ব্যাঘাত ঘটার একটি কারণ বর্তমান যুগ চলে এসেছে যা  চাইলে আমরা টেনশন ফ্রি বা stress-free থাকতে পারিনা তারপরেও আমাদের উচিত যতটুকু সময় পায় তার মধ্যে নিজেকে টেনশন ফ্রি রাখার। এতে করে নিজের মানসিকতা যেমন ঠিক থাকবে সাথে সাথে আমাদের চুলের বৃদ্ধি ও ভালো হবে।

চুলের আগা কেটে না ফেলা

অন্য আরেকটি কারণও রয়েছে যার জন্য আমাদের চুল প্রত্যাশিতভাবে পারেনা। সে কারণটাই হলো আমরা কিছুদিন পরপর চুলের আগা কেটে ফেলি না।

চুল লম্বা করার আশায় আমরা চুল সহজে কাটতে চায় না কিন্তু চুলের আগা যদি ফেটে যায় বা চুল যদি রুক্ষ শুষ্ক হয়ে যায় চুল দীর্ঘদিন ধরে যদি না কাটি তাহলে আমাদের উচিত চুলের আগার কিছু অংশ কেটে ফেলা। এতে করে চুল নতুনভাবে বৃদ্ধি পাওয়ার একটা সুযোগ পায়।

তাহলে বন্ধুরা উপরে যে কারণগুলো এখন আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এর মধ্য থেকে আপনার কোন কারণে বাড়ছে না সেটি আপনাকে প্রথমে শনাক্ত করতে হবে। এর পরে আমরা এ সকল কারণগুলো কিভাবে দূর করে আপনারা আপনাদের প্রত্যাশিত সুন্দর চুল  পাবেন। সেই বিষয়ে একটি পেইজে শেয়ার করব।