মেথি গাছের পাতা সাধারণত গ্রামে-গঞ্জে শাক হিসেবে অনেক পরিচিত। এটি একটি ভেষজ উদ্ভিদ। এটি বিভিন্ন ধরনের কবিরাজি ওষুধ হিসাবে ও ব্যবহার করা হয়ে থাকে। মেথি গাছের পাতা যেমন উপকারী তেমনি গাছের বীজ কিন্তু দারুণ উপকারী। এটি ওজন কমানোর সাথে সাথে আমাদের চুলের যত্ন নিতে কিন্তু দারুণ ভাবে কাজ করে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন মেথির ব্যবহারে মাথা থেকে খুশকি একেবারে দূর হয়ে যায়????
আজ আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি মেথি দিয়ে তৈরি বিভিন্ন ধরনের হেয়ার প্যাক ব্যবহারে কিভাবে মাথা থেকে মাত্র ৭ দিনে খুশকি দূর করবেন।
মাত্র ৭ দিনে মেথি ব্যবহার করে খুশকি দুর করবেন যেভাবেঃ
প্রথমে মেথির যে হেয়ার প্যাক টি সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ গুলো লাগবে……
- ৩ টেবিল চামচ মেথি।
- ২ টেবিল চামচ পেঁয়াজের রস।
যেভাবে প্যাকটি তৈরি ও ব্যবহার করবেনঃ
- রাতের বেলায় পরিমাণমতো মেথি জলে ভিজিয়ে রাখবেন। সকালবেলা মেথি থেকে পানি গুলো আলাদা করে নিয়ে নিবেন এই পানির সাথে পরিমাণমতো পেঁয়াজের রস যোগ করে তৈরি করতে হবে মেথির অসাধারন হেয়ার প্যাক।
- পেঁয়াজের রসের সাথে মেথির এই মিশ্রণটি কিন্তু খুশকি দূর করতে দারুণ কাজ করে। এই মিশ্রণটি মাথায় দিয়ে অন্ততপক্ষে এক ঘন্টা থেকে দু’ঘণ্টা অপেক্ষার পরে শ্যাম্পু করে মাথা ধুয়ে ফেলতে হয়।
- এতে করে মাথা থেকে খুশকি চিরতরে দূর হয়ে যায়।
২। মেথির সাথে কালিজিরার তেল মিশিয়ে মাত্র ৭ দিনে খুশকি সমস্যা দূর করুনঃ
- এখন আপনাদের সাথে মেথির যে হেয়ারপ্যাক টি শেয়ার করতে যাচ্ছি এই প্যাকটি ব্যবহারে মাথা থেকে খুশকি দূর হয়ে যায়।
- পাশাপাশি চুলের গোড়া অনেক বেশি শক্ত হয় এবং এলার্জি জনিত কোন সমস্যা থাকলে তাও দূর হয়ে যায়।
এটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………
- ২ টেবিল চামচ মেথি,
- ২ টেবিল চামচ কালিজিরা তেল,
যেভাবে ব্যবহার করবেনঃ
- পরিমাণ মত মেথি নিয়ে গুঁড়ো করে ফেলতে হবে অর্থাৎ মেথিকে ভালোমতো শুকানোর পর এটি কে গুঁড়ো করে কালোজিরা তেলের সাথে মিশিয়ে আমরা এটি ব্যবহার করতে পারি।
- এতে করে মাথা থেকে খুশকি দূর হয়ে যায়।
৩। মেথির সাথে লেবুর রস মিশান, আর ৭ দিনে খুশকি দূর করুনঃ
এটি তৈরি করতে যে সকল উপকরণ লাগে………
- ২ টেবিল চামচ মেথির রস।
- ২ টেবিল চামচ লেবুর রস।
যেভাবে ব্যবহার করবেনঃ
- রাতে মেথি ভেজানো পানির সাথে পরিমাণমতো লেবুর রস মিশিয়ে মাথায় দিলে আমাদের মাথা থেকে খুশকি চিরতরে চলে যায়।
৪। মাত্র ৭ দিনে চুলের গোড়া শক্ত করে মাথা থেকে খুশকি দূর করতে মেথির সাথে আমলকির রসের অনন্য একটি হেয়ার প্যাকঃ
- এটি কিন্তু মাথার যত্নের পুরোপুরি একটি প্যাকেজ এর মত কাজ করে।
- চুলের গোড়া শক্ত করে চুল পড়া রোধ করে। পাশাপাশি খুশকিও দূর করে।
এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে…………
- ২ টেবিল চামচ মেথি,
- ২ টেবিল চামচ আমলকির রস,
- ২ চা চামচ এলোভেরা জেল।
ব্যবহার প্রণালিঃ
- রাতে ভেজানো মেথির পানি ছেঁকে নিয়ে তার সাথে আমলকীর রস যোগ করে পরিমাণমতো এলোভেরা জেল দিতে হবে। একটি মিশ্রণ তৈরি হবে।
- এরপর এই মিশ্রণ টি আমাদের মাথার তালুতে ভালোমতো ঘসে ঘসে লাগাতে হবে, যাতে তালুতে এই মিশ্রণটি পৌঁছে যায় এবং প্রত্যেকটি চুলের গোড়ায় যাতে এই মিশ্রণটি থাকে।
- অন্ততপক্ষে এক ঘন্টা পর্যন্ত এই মিশ্রণটি মাথায় রাখতে হবে এরপর শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে।
৫। মেথির সাথে চা পাতার লিকার মিশিয়ে হেয়ারপ্যাক বানান, যা ৭ দিনে আপনার মাথার খুশকি দূর করবেঃ
- এখন যে হেয়ার প্যাক টির কথা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই হেয়ার প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………
- ২ টেবিল চামচ মেথি,
- আধা কাপ চা পাতার লিকার,
- ২ টেবিল চামচ মেহেদি পাতা বাটা,
ব্যবহার করবেন যেভাবেঃ
- ভেজানো মেথির পানি ছেঁকে নেওয়ার পর তার সাথে পরিমাণমতো চায়ের লিকার যোগ করতে হবে।
- এর সাথে মেহেদি পাতা বাটা যোগ করে সেটি মাথায় লাগাতে হবে।
- এই মিশ্রণটি একসাথে অনেক ধরনের মাথার চুলের সমস্যার সমাধান করে। তাই নিয়মিত ভাবে এই প্যাকটি লাগানোর অভ্যাস করে নিতে হবে।
উপরে মেথির যে হেয়ারপ্যাক গুলো আজ আপনাদের সাথে শেয়ার করলাম প্রত্যেকটি হেয়ার প্যাক কিন্তু দারুণ ভাবে কাজ করে, মাথা থেকে খুশকি দূর করতে তাই চিন্তিত বা হতাশ না হয়ে নিয়মিতভাবে এগুলো ব্যবহার করুন এবং মাথা থেকে মাত্র ৭ দিনে খুশকি দূর করুন। ধন্যবাদ।