গরমের দিনে কালো ত্বককে ফর্সা ও উজ্জ্বল করতে ঘরোয়া যে নাইট ক্রিম ব্যবহার করবেন

গরমের দিনে আমাদের ত্বক কত কিছুই না সহ্য করে। গরমের দিনে  আল্ট্রাভায়োলেট রশ্মি যখন সরাসরি আমাদের ত্বকের উপরে পড়ে আমাদের ত্বক পুড়ে যায়, কালচে কালচে দাগের সৃষ্টি হয়, মেছতার মতো সমস্যা দেখা দেয়, আর অতিরিক্ত গরমে ঘামের কারণে ঘামাচি উঠে বিভিন্ন ধরনের এলার্জির মতো সমস্যা দেখা দিয়ে থাকে। আর ত্বকে  অতিরিক্ত পরিমাণ ঘামের কারণে ত্বকের জৈবিক তেল বের হয়ে যায় এবং ত্বক অনেক বেশি রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। তাই গরমের দিনে ত্বকের একটু বেশি যত্ন নেওয়া উচিত। বন্ধুরা আমরা ত্বকের যত্ন নেওয়ার জন্য রাতের বেলা কিন্তু দীর্ঘ একটা সময় পেয়ে থাকি। আর রাতের বেলা আমাদের ত্বক কিন্তু প্রাকৃতিক ভাবে নিজেকে ডিফেন্ড করে নিতে পারে।  আর তাই রাতের বেলা আমরা যদি ত্বকের একটু বাড়তি যত্ন নিয়ে থাকি, সেটা আমাদের ত্বককে আরও বেশী সুন্দর এবং রিফাইন হতে সহায়তা করবে।

গরমের দিনে ত্বককে ফর্সা উজ্জ্বল করতে ঘরে বসে যে নাইট ক্রিম গুলো তৈরি করবেনঃ

  • বন্ধুরা, গরমের দিনে ত্বককে ফর্সা ও উজ্জ্বল করতে এবং সারাদিনের কর্মব্যস্ততার মধ্য দিয়ে ত্বকের যে পরিমাণ ক্ষতি হয়ে যায় তা পূরণ করতে আমরা বাজারে পাওয়া বিভিন্ন ধরনের নাইট ক্রিম ব্যবহার করে থাকি।
  • নাইট ক্রিম ব্যবহার করা ভালো কিন্তু বাজার থেকে কেনা নয়,এই সব ক্রিমের মধ্যে বিশ্বস্ততা ও সফলতা থাকে না। কারণ বিভিন্ন ভেজালের সমারোহ বিভিন্ন কেমিক্যাল আমাদের ত্বকের কোষগুলো কে নষ্ট করে দেয়।
  • তাই বন্ধুরা, ত্বকের বিষয়ে কোন ধরনের রিক্স না নিয়ে আরো বেশি কার্যকর ফলাফল পেতে আমরা যদি প্রাকৃতিক উপকরণ এর সমন্বয়ে কিছু নাইট ক্রিম ঘরে বসে তৈরি করতে পারি এবং তা যথাযথভাবে ব্যবহার করতে পারি তাহলে গরমের দিনে আমাদের ত্বক যে পরিমাণ ক্ষতির সম্মুখীন হয় তা পুষিয়ে নিতে পারবে।
  • পাশাপাশি কালো ত্বক কে আরও সুন্দর করে গড়ে তুলতে পারবেন।

তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে সরাসরি দেখে নেওয়া যাক কোন কোন নাইট ক্রিম গুলো আপনি গরমের দিনে রাতে ব্যবহার করবেন এবং কোন কোন উপকরনের মাধ্যমে তৈরি করবেন……

গরমের দিনে কালো ত্বক কে ফর্সা করতে ঘরোয়া নাইট ক্রিম

এ নাইট ক্রিম তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………

  • ২ চা চামচ নিমপাতার রস,
  • ২ টেবিল চামচ কেস্টর অয়েল।
  • ২ টেবিল চামচ গোলাপের পাপড়ি গুঁড়ো,

যেভাবে ব্যবহার করবেনঃ

  • একটি পাত্রে কেস্টর অয়েল গরম করে নিতে হবে সেটি নামিয়ে রেখে তার সাথে সামান্য পরিমাণে দারুচিনি এলাচ এর গুড়ো মিক্স করে ফেলতে হবে এবং তার সাথে একেক করে বাকি উপকরণগুলো দিয়ে চমৎকার একটি নাইট ক্রিম তৈরি করে ফেলতে হবে। 
  • বন্ধুরা এই নাইট ক্রিম তৈরি হয়ে গেলে আপনারা এটি মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট সময় পরে টিস্যু দিয়ে মুখ মুছে ফেলবেন এবং সকালবেলা ঘুম থেকে উঠে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলবেন।
  • এভাবে তৈরিকৃত নাইটক্রিম ফ্রিজে সংরক্ষণ করে আপনারা চার থেকে পাঁচ দিন ব্যবহার করতে পারেন।

গরমের দিনে ঘরে বসে নাইট ক্রিম তৈরি করে কালো ত্বক কে ফর্সা করবেন যেভাবেঃ

এখন যে নাইট ক্রিম টি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এ নাইট ক্রিম টি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে…

  • ২ টেবিল চামচ অলিভ অয়েল,
  • ২ টেবিল চামচ এলোভেরা জেল,
  • ১ টেবিল চামচ গ্লিসারিন

যেভাবে তৈরি করবেন

  • একটি বাটিতে পরিমাণমতো অলিভ অয়েল দিবেন। অলিভ অয়েল গরম করে তার সাথে এলোভেরা জেল যোগ করবেন।
  • এরপর তৈল ঠান্ডা হয়ে এলে গ্লিসারিন যোগ করে ভাল্ভাবে মিশিয়ে নিলেই আপনার নাইট ক্রিম তৈরি হয়ে যাবে
  • এই নাইট ক্রিম টি আপনার মুখে লাগিয়ে ৫ মিনিট ত্বক ম্যাসাজ করুণ। ৫ মিনিট ঘুমিয়ে যান।
  • সকালবেলা উঠে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবেন ।
  • এইভাবে ক্রিমটি কিছুদিন ব্যবহার করলে আপনাদের ত্বক উজ্জ্বল ও ফর্সা হয়ে যাবে । তার সাথে সাথে ত্বকের দাগ ছোপও দূর হয়ে যাবে।
  • উপরে যে ২টি নাইট ক্রিম আজ আপনাদের সাথে শেয়ার করলাম প্রত্যেকটি নাইট ক্রিম আমি আপনাদের কে দায়িত্ব নিয়ে বলতে পারি বাজার থেকে কেনা নাইট ক্রিম এর চেয়ে হাজার গুনে ভালো উপকার পাবেন।

নিয়মিত ব্যবহারের মধ্য দিয়ে কালো ত্বক কিন্তু অনেক উজ্জ্বল ও ফর্সা হয়ে যাবে এবং গরমের দিনে দিনের বেলায় যে সকল সমস্যা আপনার ত্বক সহ্য করে এই ক্রিমটি ব্যবহারে তা সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে এবং আপনার ত্বক আরও বেশি প্রাণবন্ত হয়ে যাবে।

তাই আশা করব গরমের দিনে কালো ত্বকের সৌন্দর্য উজ্জলতা নিয়ে চিন্তিত না হয়ে আমাদের দেওয়া নাইট ক্রিম গুলো রাতে একবার মাত্র ব্যবহার করে দেখুন এবং ফলাফল কতটা কার্যকরী তা আপনারা নিজেরা দেখুন। ধন্যবাদ।