মাত্র ১ দিনে ত্বকের রং উজ্জ্বল করতে বাড়িতেই করে নিন গোল্ড ফেসিয়াল

মাত্র একদিনে কিভাবে ঘরে বসে গোল্ড ফেসিয়াল করা যায় এ বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো। বন্ধুরা, পার্লারে গিয়ে যে ফেসিয়াল আমরা করি তাতে যে ধরনের ইংরেডিয়েন্ট বা উপকরণ গুলো দিয়ে ফেসিয়াল প্যাক গুলো তৈরি করা হয় তার মধ্যে খাঁটি বা অথেন্টিক হবার সভাবনা থেকে খুবই কম। বাজারের যেকোন প্রসাধনীর ভেজালের পরিমাণ অনেক বেশি। তাই সম্পূর্ণ খাঁটি উপকরণ দিয়ে আমরা চাইলে ঘরে বসে খুব সুন্দর করে ফেসিয়াল করে ফেলতে পারি। বন্ধুরা ফেসিয়ালের বাজারজাত প্যাকেজে যে ধরনের উপকরণ গুলো থাকে এই ধরনের উপকরণ গুলো বাড়িতে সংগ্রহ করে আমরা খুব সহজে গোল্ড ফেসিয়াল করে ফেলতে পারি।

ঘরে বসে ফেসিয়াল করার উপকারীতাঃ

  • ব্যস্ত জীবনে পার্লারে গিয়ে ফেসিয়াল নিয়মিতভাবে করা আমাদের পক্ষে সম্ভব নাও হতে পারে।
  • একটু সময় নিয়ে ঘরে বসে খুব সহজে যে কোন ফাংশন এর আগে আমরা ঘরে বসে ফেসিয়াল করে নিতে পারি।
  • এতে করে আমাদের ত্বক থাকবে উজ্জ্বল ও প্রাণবন্ত।
  • প্রাকৃতিক ভাবে পাওয়া উপাদান নিয়ে ঘরে ফেসিয়াল করলে ১ দিনের মধ্যে আমরা আমাদের সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারি।

মাত্র ১ দিনে কিভাবে ঘরে বসে আপনারা ফেসিয়াল করবেন

  • ফেসিয়াল করার জন্য যে সকল উপকরণ আপনার হাতের কাছে রাখতে হবে…………

২ টেবিল চামচ তরল দুধ

কয়েকটি তুলার বল

১ চা চামচ লেবুর রস

২ চা চামচ কাঁচা হ্লুদ বাটা

১ চা চামচ মধু

১ চা চামচ টক দই

২ চা চামচ আলুর রস

১ চা চামচ চিনি

২ চা চামচ এলোভেরা

২ টেবিল চামচ চালের গুড়া

১টি তোয়ালে।

যেভাবে ফেসিয়াল প্যাক টি বানাবেনঃ

এখন আসা যাক কীভাবে এই  ফেসিয়ালের পুরো প্যাকটি আমরা সম্পূর্ণ ঘরোয়া উপাদান নিয়ে বানাব।

  • ফেসিয়ালের প্যাকেজ টি সম্পন্ন করার জন্য আমাদেরকে চারটা ধাপে আগাতে হবে।

প্রথম ধাপে…………

  • ১ দিনে ত্বক কে উজ্জ্বল ও সুন্দর করতে ঘরোয়া ভাবে যে ফেসিয়াল করতে যে বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে সেটি হল মুখ পরিষ্কারের বিষয়টি।
  • প্রথমে মুখ ভালোমতো ফেসওয়াস দিয়ে ধুয়ে নেওয়ার পরে একটি পাকা টমেটো দিয়ে পুরো মুখটা ভালো মতো করে ঘষে পরিষ্কার করে ফেলতে হবে।
  • এরপর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলার পরে একটি তুলার বলে কাঁচা দুধ মিশিয়ে মুখে লাগিয়ে পরিষ্কার করে নিতে হবে। এতে করে আমাদের মুখের লোম কুপের যে ময়লা আবর্জনা লেগে থাকত তা উঠে আসবে।
  • সাথে সাথে আমাদের লোমকূপগুলো অনেক পরিস্কার হয়ে যাবে।

২য় ধাপে..

  • যে কাজটা আমাদের করতে হবে সেটি হল স্ক্রাবিং। বন্ধুরা এই স্ক্রাবিং করার শর্ত হলো মুখে যতই দাগ থাকে তা পরিস্কার হবার পাশাপাশি ত্বক অনেক বেশি নরম করে ফেলবে।
  • সাথে সাথে ত্বকের ব্লাড সার্কুলেশন এর মাত্রা বাড়িয়ে দিবে। এতে করে আমাদের ত্বক উজ্জ্বল ও প্রাণবন্ত দেখাবে।.
  • স্ক্রাবিং করার জন্য একটি বাটি তে চিনির সাথে পানি মিশিয়ে কাঁচা হ্লুদ চাক চাক করে কেটে এটি চিনির মিশ্রণের সাথে লাগিয়ে দিতে হবে।
  • ৫ মিনিট সময় নিয়ে আস্তে আস্তে এই স্ক্রাবিং করতে হবে।
  • এভাবে দুইবার আমরা স্ক্রাবিংয়ের কাজটি করে ফেলব।

৩য় ধাপ…

  • স্ট্রিমিং অর্থাৎ গরম ভাব নেওয়া।
  • পানি গরম করার পর একটু ঠান্ডা হয়ে আসলে তাঁতে তোয়ালে ভিজিয়ে ভালোমতো পানি ঝেড়ে ফেলতে হবে।
  • তারপরে তোয়ালে আমাদের মুখে লাগাতে হবে। অন্ততপক্ষে ৫ বার এই বিষয়টি করতে হবে।
  • অথবা আরেকটি যে বিষয়টি আমরা করতে পারে সেটি হল পানি গরম করার পরে আমরা তার ওপর দূরত্ব রেখে মাথার ওপরে একটি কাপড় দিয়ে ভালোমতো ভাব নিবো। যেটা আমরা সর্দি ঠান্ডা লাগলে করে থাকি।
  • এটি আরও বেশি কার্যকরী কারণ এটি করলে মুখের সাথে সাথে আমাদের নাক দিয়ে ঢুকে যায় এতে করে আমাদের মস্তিষ্কে খবর দেওয়া হয় এবং স্নায়ু অনেক বেশি তৎপর থাকে। যা আমাদের মুখের সৌন্দর্য বাড়াতে আরো বেশি সাহায্য করে।
  • ৪র্থ ধাপ…

যে বিষয়টি এখন আমাদের করতে হবে সেটি হলো গোল্ডেন ফেসিয়াল এর পরিপূর্ণ প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ আমাদের লাগে সেগুলো হল……

  • ২ টেবিল চামচ তরল দুধ
  • ১ চা চামচ লেবুর রস (অয়েলি ত্বকের জন্য লেবুর রসের পরিবর্তে মধু নিতে পারেন)
  • ২ চা চামচ কাঁচা হ্লুদ বাটা
  • ১ চা চামচ মধু
  • ১ চা চামচ টক দই
  • ২ চা চামচ আলুর রস
  • ২ চা চামচ এলোভেরা
  • ২ টেবিল চামচ চালের গুড়া
  • ১টি তোয়ালে।

এখন সম্পূর্ণ উপকরণগুলো একটি বাটি তে নিয়ে মিশ্রণ তৈরী করে সেটি মুখে লাগাতে হবে। অন্ততপক্ষে ২০-৩০ মিনিটের মত রেখে দিতে হবে।

এরপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলার পর তোয়ালে দিয়ে আলতো কড়ে মুখ মুছে নিতে হবে। এর মধ্য দিয়ে আমাদের ঘরে বসে গোল্ডেন ফেসিয়াল করা শেষ হবে।

নোটঃ

শুষ্ক ত্বকের জন্য একটু অলিভ অয়েল ব্যবহার করতে পারেন

বন্ধুরা এই প্রচেষ্টার মধ্য দিয়ে ১ দিনে ত্বক অনেকাংশে ফর্সা ও উজ্জ্বল করে ফেলতে পারে এবং এটা অনেক বেশী কার্যকর হবে।  ধন্যবাদ।