ঘাড়ের কালো দাগ দূর করার সহজ উপায়,ঘাড় সহ সব ধরণের কালো দাগ দূর হবেই

ঘাড়ের পিছনে কালো দাগ নিয়ে নিশ্চয়ই আপনারা অনেক চিন্তিত।  বুঝতে ও পারেন না কিভাবে এই কালো দাগগুলো হয়ে যায়। আবার বুঝতে যখন পারেন তখন এই দাগ গুলোর সমাধান আপনারা হাতের কাছে পান না। ঘাডের এ ধরনের কালোদাগ কিন্তু যে কোনো ধরনের সৌন্দর্যকে ম্লান করে দেয়। বিভিন্ন কারণে এই ঘাড়ে দাগগুলো আমাদের হয়ে থাকে। প্রথমে আমাদের জানতে হবে কেন আমাদের ঘাড়ে দাগগুলো হয় এবং যখন আমরা এই ঘাড়ের দাগ হওয়া থেকে নিজেদের রক্ষা করতে পারব তখনই আমরা এই ঘাড়ের দাগগুলো একেবারে দূর করার উপায় ব্যবহার করতে পারব। তাই আজ আমার আলোচনার মূল বিষয় থাকবে ঘাড় সহ সব ধরণের কালো দাগ দূর করার সহজ উপায়।

প্রথমে যে কারণগুলো আজকে আমি চিহ্নিত করব আপনারা এই কারণগুলো এভয়েড বা এড়িয়ে চলার চেষ্টা করবেন। এতে করে ভবিষ্যতে ঘাড়ের কালো দাগ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন।

আর বর্তমানে আপনার ঘাড়ে যে দাগ রয়েছে তা দূর করার জন্য চমৎকার চমৎকার কিছু টিপস শেয়ার করতে যাচ্ছি।

তাহলে বন্ধুরা, প্রথমে জেনে নিই

কেন ঘাড়ে কালো দাগ হয়ে থাকেঃ

১। সূর্যের অতিবেগুনি রশ্মির কারনেঃ

  • ঘাড়ে কালো দাগ হওয়ার প্রথম যে কারণ আপনাদের সাথে শেয়ার করব তা হল সূর্যের অতিবেগুনি রশ্মি যদি আমাদের ঘাড়ে সরাসরি এসে পরে আর এই অতিবেগুনি রশ্মি থেকে আমাদের চামড়া কে রক্ষা করার জন্য ঘরে প্রচুর পরিমাণে মেলানিন উৎপাদন করে থাকে। আরে মেলানিন উৎপাদনের কারণে আমাদের ঘাড়ের ত্বক কালো হয়ে যায়।
  • তাই আমাদের উচিত হবে যখনই আমরা বের হব। ঘাড়ে যাতে রোদ না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। ছাতা নিয়ে বের হওয়ার চেষ্টা করব অথবা ঘাড়ে যাতে আমাদের কাপড় থাকে সেদিকে লক্ষ্য রাখবো।

২। চর্ম রোগের কারণেঃ

  • এখন যে সমস্যাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তা হলো অতিরিক্ত পরিমাণ গরমে ঘাড়ে যদি কোন চর্ম রোগের সৃষ্টি হয়, যেটা প্রথমে দেখতে ঘামাচির মত,পরে সেটার বিস্তার ঘটে গিয়ে আমাদের ঘাড়ের রঙ কে কালো করে ফেলে।
  • তাই আমরা চেষ্টা করবো নিয়মিত গোসল করে ফেলতে এবং শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। যাতে বিভিন্ন ব্যাকটেরিয়া ও জীবাণু সংক্রমণ শরীরের না ঘটে। এলার্জির উৎপাদন হবার সম্ভাবনা কমে যায়।

এছাড়াও জন্মগত কারণে, অথবা গোসলের সময় বেশি যদি আমরা নেটের সাহায্যে ঘষামাজা করি, অথবা ফিটিংসে জামা কাপড় পড়ি, তাহলে আমাদের ঘাড়ে কালো দাগ সৃষ্টি করতে অনেকাংশে দায়ী হয়ে থাকে।

কিন্তু বর্তমানে যাদের ঘাড়ে কালো দাগ হয়ে গেছে সেই কালো দাগ দূর করতে চমৎকার চমৎকার কিছু টিপস আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি…………

ঘাড়ের কালো দাগ দূর করতে ঘরোয়া কিছু প্যাকঃ

প্রথমে যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করব তা তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………

  • ২ চা চামচ কফি পাউডার,
  • ২ টেবিল চামচ মুলতানি মাটি,

যেভাবে ব্যবহার করবেনঃ

  • কফি পাউডার ও মুলতানি মাটির সাথে সামান্য পরিমাণে লেবুর রস যোগ করে এই প্যাকটি তৈরি করে আমরা যদি তা ঘাড়ে লাগায় এবং ২০ মিনিট পরে ধুয়ে ফেলি সেটি আমাদের ঘাড় থেকে কালো দাগ দূর করে দিবে।

ঘাড়ের কালোদাগ দূর করতে নিমপাতার সাথে পাকা কলার প্যাকঃ

এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে..

  • ২ টেবিল চামচ নিমপাতার পেস্ট,
  • ১ চা চামচ নারিকেল তেল,
  • ১ টি পাকা কলার পেস্ট,

যেভাবে তৈরি করবেনঃ

  • কিছু পরিমাণ নারিকেল তেল এবং পাকা কলা ভালোমতো মেখে নিবেন। এরপর একটি পাত্রে নিমপাতা সিদ্ধ করে নিবেন। সিদ্ধ করা নিম পাতার পানির সাথে নারিকেল ও কলার মিশ্রণ একসাথে করে ব্লান্ডার করে নিয়ে এই প্যাকটি তৈরি করে নিবেন।
  • সিদ্ধ করা প্যাক টি ঘাড়ের ওপর লাগিয়ে অন্ততপক্ষে ২০ মিনিট অপেক্ষার পর ধুয়ে ফেলতে হবে। এটা কয়েকবার লাগালে আপনার ঘাড় থেকে কালো দাগ দূর হয়ে যাবে।

তাহলে বন্ধুরা, উপরের প্যাক গুলো প্রথমবার ব্যবহারেই কিন্তু আপনারা  হাতেনাতে ফলাফল পাবেন। তাহলে বন্ধুরা আমরা আশা করব ঘাড়ের দাগ নিয়ে দুশ্চিন্তা না করে আজকে আমাদের দেওয়া প্যাকগুলো যথাযথ নিয়মে অনুসরণ ও ব্যবহার করবেন এবং ঘাড় থেকে কালো দাগ আলাদা করে ফেলবেন।

ধন্যবাদ।