মাত্র ১০ দিনে চুলের আগা ফাটা সম্পূর্ণরূপে রোধ করে দীর্ঘ ঘন সুন্দর এবং ঝলমলে চুল পাওয়ার কার্যকরী উপায়।  

বর্তমান সময়ে চুলের আগা ফাটা সমস্যা তীব্র আকার ধারণ করেছে। চুলে মাত্রাতিরিক্ত শ্যাম্পুর ব্যবহার, অনিয়মিত আঁচড়ানো, পুষ্টিহীনতা, হেয়ার কালার করা  এবং বিভিন্ন ধরনের কেমিক্যালযুক্ত জেল ব্যবহারের ফলে চুলের আগা ফাটা সমস্যা দেখা দেয় । চুলের আগা ফেটে গেলে চুলের স্বাভাবিক সৌন্দর্য সম্পূর্ন নষ্ট হয়ে যায়, চুল আর লম্বা হয় না এবং কাপড়ের আশঁ ওটার মত দেখায়।

চুলের আগা ফাটার কারণে আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা বিভিন্ন বিব্রতকর অবস্থার সম্মুখিন হয়ে হীনমন্যতায় ভোগেন।

তাই চুলের আগা ফাটা রোধ করে দীর্ঘ, সুন্দর, উজ্জ্বল, ঝলমলে চুল প্রাপ্তির জন্য আপনাদের শেয়ার করছি অত্যন্ত কার্যকরী কিছু উপায়। যা মাত্র 15 দিনে আপনার চুলের আগা ফাটা সমস্যা সম্পূর্ণরূপে দূর করবে। তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে মাত্র 15 দিনে চুলের আগা ফাটা সমস্যা দূর করে দীর্ঘ,ঘন, উজ্জল এবং ঝলমলে চুল পাওয়ার কার্যকরী কিছু উপায়।

 

চুলের আগা ফাটা রোধ করে চুল ঘন কালো দীর্ঘ এবং ঝলমলে করার উপায় সমূহঃ

কিছু অনন্য প্রাকৃতিক গুণসম্পন্ন উপাদান এর মিশ্রণের সাহায্যে তৈরি হেয়ার প্যাক ব্যাবহার করে  চুলের আগা ফাটা রোধ করা সম্ভব । নিম্নে তেমনই দু’টি অত্যন্ত কার্যকরী হেয়ার প্যাক বিস্তারিত আলোচনা করা হলোঃ

 

জবা ফুলের হেয়ার প্যাকঃ

চুলের যত্নে জবা ফুল অত্যন্ত কার্যকরী চুলের আগা ফাটা রোধ করে চুলকে দীর্ঘ ঘন মজবুত এবং ঝলমলে করতে জবাফুলের হেয়ার প্যাক খুবই উপকারী।

 

উপকরন সমুহঃ

তিনটি জবা ফুল।

আধা কাপ নারিকেল তেল।

চল্লিশটি সতেজ নিমপাতা।

 

হেয়ার প্যাক তৈরির প্রক্রিয়াঃ

প্রথমেই একটি পাত্রে নারিকেল তেল হালকা আঁচে গরম করে নিন।

এবার তেলের উপর জবা ফুল এবং নিম পাতা দিয়ে দিন।

7 থেকে 10 মিনিট ভালোভাবে হালকা আঁচে গরম করে নিন।

এরপর পাত্রটিকে নামিয়ে রেখে  মিশ্রণটি ঠান্ডা হওয়ার সময় দিন।

মিশ্রণ থেকে তেল ছেঁকে নিয়ে জারে সংরক্ষণ করুন।

তাহলেই তৈরি হয়ে যাবে চুলের আগা ফাটা রোধ করতে অত্যন্ত কার্যকরী একটি হেয়ার প্যাক।

 

চুলে হেয়ার প্যাক টি ব্যবহার পদ্ধতিঃ

আগা ফাটা রোধ করার জন্য প্রথমেই চুলের যে অংশ থেকে আগা ফেটেছে সে বরাবর কেটে নিতে হবে।

এরপর হেয়ার ব্রাশ এর সাহায্যে সম্পূর্ণ চুলে, চুলের গোড়ায়, মাথার স্কাল্পে ভালোভাবে প্যাক টি  লাগিয়ে নিতে হবে।

বড় দাঁত ওয়ালা চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিতে হবে।

এবার শাওয়ার ক্যাপ পরে নিন অথবা পরিষ্কার তাওয়েল দিয়ে চুল সমেত মাথা বেঁধে নিন।

30 থেকে 40 মিনিট অপেক্ষা করুন।

তারপর ভার্জিন শ্যাম্পু দিয়ে মাথা ভালোভাবে ধুয়ে ফেলুন।

নিয়মিত ব্যবহারে আপনার চুলের আগা ফাটা সম্পূর্ণ বন্ধ হবে।

উপরে উল্লেখিত হেয়ার প্যাক সমূহ নিয়মিত ব্যবহারে আপনার চুলের আগা ফাটা সম্পূর্ণরূপে বন্ধ হবে। তাই স্থায়ীভাবে চুলের আগা ফাটা রোধ করে দীর্ঘ, লম্ব,  ঘন ও মজবুত চুলের অধিকারী হওয়ার জন্য সপ্তাহে অন্তত দুবার হেয়ার প্যাক গুলো ব্যবহার করবে।