চুলের সাথে সাথে সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে কেস্টর অয়েলের যে ব্যবহার না জানলেই নয়

কেস্টর অয়েল কিন্তু অনেক গুণে গুণান্বিত একটি প্রাকৃতিক উপাদান।  এটি আমাদের বিভিন্ন ধরনের উপকার করে থাকে। ওষুধ হিসাবে আমরা কেস্টর অয়েল ব্যবহার করতে পারি। সাথে সাথে চুল ও ত্বকের যত্নের জন্য এই কেস্টর অয়েলের কাজটা কিন্তু খুব বেশি কার্যকরী প্রভাব রাখে।  আজ আমরা আপনাদের চুল এবং ত্বকের ক্ষেত্রে কেস্টর অয়েল এর উপকারিতা সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ চুলের যত্নে ও ত্বকের যত্নে কেস্টর অয়েল কতটা উপকারী সেটা আজকে আপনাদের সাথে আলোচনা করব।

চুল কে ঘন ও নতুন চুল গজাতে কেস্টর অয়েল কিভাবে কাজ করে????

বন্ধুরা, চুলকে ঘন ও নতুন চুল গজাতে কেস্টর অয়েলের যে ব্যবহার আমরা করি তা তৈরি করতে যে সকল উপকরণ লাগে…………

  • ২ টেবিল চামচ কেস্টর অয়েল।
  • ২ টেবিল চামচ পেঁয়াজের রস।

যেভাবে এই প্যাকটি তৈরি ব্যবহার করবেনঃ

  • একটি বাটিতে কেস্টর অয়েল এর সাথে পেঁয়াজের রস মিশিয়ে চুলের তালুতে ভালোমতো করে লাগাতে হবে, অর্থাৎ মাথার তালুতে অর্থাৎ মাথার ত্বকে লাগালে চুল এর প্রতিটি গোড়ায় গিয়ে এই মিশ্রণটি পৌঁছায়।
  • এতে আমাদের চুলের গোড়া শক্ত হয়।
  • চুলের গুড়া শক্ত করার পাশাপাশি নতুন চুল গজাতে অনেক বেশি সাহায্য করে।

চুল ঘন ও কালো দেখাতে যত্নে কেস্টর অয়েলের কাজঃ

এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে…………

  • ২ টেবিল চামচ কেস্টর অয়েল।
  • ২ টেবিল চামচ কালিজিরার তেল।

যেভাবে ব্যবহার করবেনঃ

  • একটি কেস্টর অয়েল এর বোতলের মধ্যে কালিজিরার তেল ঢুকিয়ে দিলে আমরা এই প্যাক দীর্ঘদিন সংরক্ষণ এ রাখতে পারি।
  • আর এটা স্বাভাবিক যেরকম আমরা মাথায় তেল ব্যবহার করি, সেই রকম যদি আমরা মাথায় ব্যবহার করতে পারি তাহলে আমাদের চুলের রুক্ষতা ভাব চলে যাবে। সাথে সাথে চুলের ফাটা দাগ দূর করে চুলকে অনেক বেশি লম্বা করবে।

চুলকে ঘন লম্বা করতে কেস্টর অয়েলের কাজঃ

এই প্যাকটি ব্যবহারে যে সকল উপকরণ লাগে…………

  • ২ টেবিল চামচ কেস্টর অয়েল।
  • ২ টেবিল চামচ এলোভেরা জেল।
  • ১ টেবিল চামচ চা পাতা।

যেভাবে ব্যবহার করবেনঃ

  • উপকরণ তিনটি একসাথে মিশে মাথার তালুতে ভালোমতো করে লাগাতে হবে, যাতে করে প্রতিটি চুলের গোড়ায় গিয়ে পৌঁছে।
  • গোসলের আগে এটি আমরা মাথায় দিব। এবং অন্ততপক্ষে ২ ঘন্টা আমরা এটি মাথায় রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলব।
  • এতে করে আমাদের প্রত্যাশা অনুযায়ী আমরা ফলাফল পাব।

কেস্টর অয়েল চুলের যত্নের পাশাপাশি ত্বকের যত্নে ও কিন্তু খুব বেশি কার্যকর ভূমিকা রাখে। আজ আপনাদের জন্য কেস্টর অয়েল এর তৈরি কিছু চমৎকার চমৎকার ফেইসপ্যাক আপনাদের সাথে শেয়ার করব যে ফেইসপ্যাক গুলো ব্যবহারের মধ্য দিয়ে আমাদের ত্বক উজ্জ্বল ও অনেক প্রাণবন্ত দেখাবে।

শরীর থেকে বলিরেখা দূর করতে কেস্টর অয়েলের কাজঃ

  • দীর্ঘস্থায়ী দাগ দূর করতে বা রোদে পোড়া ভাব দূর করতে পাশাপাশি আমাদের ত্বক থেকে মাতৃজনিত দাগ দুর করতে এই প্যাকটি ব্যবহার ক্রুন।

এটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………

  • ১ চা চামচ কেস্টর অয়েল।
  • ১ চা চামচ এলোভেরা জেল।
  • ১ চা চামচ মধু।
  • ১ চা চামচ লেবুর রস।

যেভাবে বানাবেনঃ

  • উপকরণগুলো একসাথে করে এই প্যাকটি তৈরি করতে হবে।
  • তারপরে এই মিশ্রণ টি আমাদের ত্বকে যেখানে এই ধরনের সমস্যা গুলো রয়েছে তার ওপর লাগিয়ে দিতে হবে।
  • গোসলের আগে এই প্যাকটি আমাদের শরীরে লাগিয়ে ২০-২৫ মিনিট অপেক্ষা করার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।

চোখের নিচের কালো দাগ বা বগলের নিচের কালো দাগ দুর করতে কেস্টর অয়েলের কাজঃ

এই প্যাকটি কিন্ত আমাদের বগলের নিচের কালো দাগ বাঁ চোখের নিচের কালো দাগ দূর করতে সহায়তা করে। এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………

  • ২ টেবিল চামচ কেস্টর অয়েল।
  • ২ টেবিল চামচ মুলতানি মাটি।
  • ১ চা চামচ কফি পাওডার।
  • ১ চা চামচ লেবুর রস।

যেভাবে ব্যবহার করবেনঃ

  • উপকরণ গুলো একসাথে করে আমাদের শরীরের যে অংশে কালো দাগ রয়েছে তাতে আমরা লাগাবো।
  • সপ্তাহে অন্তত তিনবার এই প্যাকটি ব্যবহার এর মধ্য দিয়ে আমাদের ত্বক হয়ে যাবে সাথে সাথে অনেক উজ্জ্বল ও ফর্সা।
  • শরীরে যত ধরনের কালো দাগ আছে সব দুর হয়ে যাবে।

মুখ থেকে ব্ল্যাকহেডস দুর করতে কেস্টর অয়েলের কাজঃ

এই প্যাকটি ব্যবহারের মধ্য দিয়ে আমাদের মুখ থেকে বিভিন্ন ধরনের ব্ল্যাকহেডস দূর করার মধ্য দিয়ে সাথে সাথে মুখের মৃতকোষ কে সরিয়ে  আমাদের ত্বক উজ্জ্বল ও ফর্সা করে দিবে।

এই প্যাকটি  তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………

  • ২ টেবিল চামচ কেস্টর অয়েল।
  • ১ টেবিল চামচ গোলাপের পাপডির শুকনো গুড়া।
  • ১ চা চামচ অলিভ অয়েল।

যেভাবে ব্যবহার করতে হবেঃ

  • উপকরণ গুলো একসাথে করে প্যাকটি তৈরি করতে হবে।
  • এরপর এটি আমাদের মুখে ও শরীরের যে অংশে এই ধরনের ব্ল্যাকহেডস এর সমস্যা রয়েছে সেখানে লাগাতে হবে।
  • ত্বকের উপর লাগানোর পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।

 

উপরের প্যাক গুলো থেকে আমরা জানতে পারলাম কেস্টর অয়েল আমাদের ত্বকের কোন কোন উপকার করে থাকে। আমরা যদি এগুলো নিয়মিত অনুসরণ করি তাহলে চুল ও ত্বকের  সমস্যা গুলো খুব সহজে সমাধান করতে পারবো। ধন্যবাদ।