রান্নাঘরে তরকারির জন্য মসলা হিসেবে পেঁয়াজ সুপরিচিত। নতুন চুল গজাতে এবং ঘন কালো মসৃণ চুলের যত্নে পেঁয়াজ যে কত গুরুত্বপূর্ণ তা হয়তো অনেকেরই অজানা। পেঁয়াজের অনন্য প্রাকৃতিক গুণাগুণের জন্য এর রস বহুকাল ধরেই চুলের যত্নে ব্যবহৃত হয়ে আসছে। তাই যাঁদের চুল পাতলা এবং বিবর্ণ তাদের জন্য শেয়ার করছি পেঁয়াজের রসের অত্যন্ত কার্যকরী কিছু হেয়ার প্যাক মাত্র 7 দিন নিয়মিত ব্যবহারে আপনার মাথায় নতুন চুল গজাবে এবং চুল হয়ে উঠবে ঘন, কালো, রেশমী ও মসৃণ। পেন্সিল হেয়ার প্যাক গুলো সম্পূর্ণ প্রাকৃতিক ভাবেই এগুলো ব্যবহারের কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা থাকেনা। তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক ঘন, কালো, উজ্জ্বল, মসৃণ চুল পেতে এবং নতুন চুল গজাতে পেঁয়াজের অত্যন্ত কার্যকরী কিছু হেয়ার প্যাক।
মাত্র 7 দিনে নতুন চুল গজাতে এবং চুল ঘন কালো ও মসৃণ করতে পেঁয়াজের হেয়ার প্যাক সমূহঃ
পেয়াজে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, ভিটামিন সি, বি, ফাইবার এবং পটাশিয়াম। যা আমাদের মাথার ত্বকে নতুন চুল গজাতে সাহায্য করে সেই সাথে চুলকে করে তুলে ঘন কালো মজবুত এবং মসৃণ। পেঁয়াজের রস সরাসরি মাথায় ব্যবহার না করে বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে মিশিয়ে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। তাই বিভিন্ন প্রাকৃতিক উপাদানে তৈরি গুরুত্বপূর্ণ দুটি হেয়ার প্যাক নিম্নে আলোচনা করা হল।
পেঁয়াজ এবং ডিমের হেয়ার প্যাকঃ
নতুন চুল গজাতে চুল পড়া বন্ধ করতে এবং চুলকে ঘন কালো ও উজ্জ্বল করতে পেঁয়াজ ও ডিমের হেয়ার প্যাক টি অত্যন্ত কার্যকরী।
উপকরন সমুহঃ
2 টেবিল চামচ পেঁয়াজের রস।
একটি ডিমের সাদা অংশ।
1 চা চামচ লেবুর রস।
চুলের পরিমাণ অনুযায়ী উপকরণগুলো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন।
হেয়ার প্যাক তৈরির প্রক্রিয়াঃ
একটি মাঝারি পেঁয়াজ প্রথমে চামড়া ছিলে নিবেন।
পেঁয়াজ টি ভালোভাবে পিশে নিয়ে তার থেকে রস বের করে নিবেন।
একটি পরিষ্কার বাটিতে পেঁয়াজের রসের সাথে ভালোভাবে মিশিয়ে তাতে লেবুর রস যোগ করুন। তিনটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে অত্যন্ত কার্যকরী একটি পেঁয়াজের হেয়ার প্যাক।
চুলে ব্যবহারের প্রক্রিয়াঃ
পরিষ্কার মাথার ত্বকে পেঁয়াজের হেয়ার প্যাক ব্যবহার করবেন।
হেয়ার প্যাক এর মিশ্রণটি হেয়ার ব্রাশ এর সাহায্যে চুলের গোড়ায়, মাথার ত্বকে এবং সম্পূর্ণ চলে ভালোভাবে আচঁড়ে লাগিয়ে নিন।
চুলের গোড়ায় আঙুলের সাহায্যে তিন থেকে পাঁচ মিনিট ঘষে ঘষে আলতো ভাবে ম্যাসাজ করুন। এতে করে আপনার চুলের ফলিকল এ রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে।
শাওয়ার ক্যাপ বা পরিষ্কার তোয়ালে দিয়ে মাথা চুল সমেত বেঁধে নিন।
এভাবে এক ঘণ্টা অপেক্ষা করুন।
তারপর প্রথমে পরিষ্কার পানি দিয়ে চুল ধুয়ে নিয়ে, সবশেষে ভেষজ শ্যাম্পু দিয়ে মাথা ভালোভাবে পরিষ্কার করে নিন।
পেঁয়াজ এর হেয়ার প্যাক টি নিয়মিত ব্যবহারে আপনার মাথায় অতি দ্রুত সময়ে নতুন চুল গজাবে এবং চুল হয়ে উঠবে দ্রুত ঘন, কালো, মসৃণ এবং শাইনি।
বিঃদ্রঃ
মাথায় ফুসকুড়ি বা অ্যালার্জির সমস্যা থাকলে হেয়ার প্যাক ব্যবহার করবেন না।
চুল কালার করলে হেয়ার প্যাক ব্যবহার করা থেকে বিরত থাকুন।
হেয়ার প্যাকে ব্যবহৃত সব ধরনের উপাদান ভেষজ ফলের দোকান, সুপার শপ এবং প্রসাধনীর দোকানে পাওয়া যাবে।
হেয়ার প্যাক ব্যবহারের পর চুল ভেজা রাখবেন না দ্রুত শুকিয়ে নেবেন।
নতুন চুল গজানোর জন্য এবং দ্রুত সময়ে চুল ঘন, কালো, উজ্জ্বল ও মসৃণ করতে পেঁয়াজ এর হেয়ার প্যাক গুলো অত্যন্ত উপকারী। তাই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন নিতে পেঁয়াজের হেয়ার প্যাক গুলো ব্যবহার করুন।