আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা নতুন চুল গজাতে এবং চুল ঘন, কালো, মসৃণ ও উজ্জ্বল করতে প্রাকৃতিক উপায় খুঁজে আসছেন। তাই সুপ্রিয় বন্ধুরা আপনাদের জন্য শেয়ার করছি অনন্য প্রাকৃতিক উপাদানে তৈরি অত্যন্ত কার্যকরী কিছু হেয়ার প্যাক। যা ব্যবহারে মাত্র সাতদিনই আপনার নতুন চুল গজাবে চুল হয়ে উঠবে ঘন কালো মসৃণ এবং উজ্জ্বল । তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে প্রাকৃতিক উপায়ে নতুন চুল গজানোর উপায় সমূহ।
দ্রুত চুল গজানোর কার্যকরী ঘরোয়া উপায়ঃ
দ্রুত সময়ে চুল গজাতে এবং ঘন, কালো, উজ্জ্বল ও মসৃণ চুল পেতে কিছু অনন্য প্রাকৃতিক গুণসমৃদ্ধ উপাদান এর মিশ্রণের হেয়ার প্যাক তৈরি করে ব্যবহার করতে হবে নিম্নে তেমনই অত্যন্ত কার্যকরী কিছু হেয়ার প্যাক বিস্তারিত আলোচনা করা হলো।
নতুন চুল গজাতে পেঁয়াজের হেয়ার প্যাকঃ
উপকরণ সমূহঃ
আধা কাপ পেঁয়াজের রস।
2 টেবিল চামচ নারকেল তেল।
1 চা চামচ লেবুর রস।
1 চা চামচ মধু।
হেয়ার প্যাক তৈরির প্রক্রিয়াঃ
প্রথমে পিয়াঁজের চামড়া ছিলে নিয়ে ভালোভাবে ধুয়ে নিন।
এরপর পেঁয়াজগুলো ভালোভাবে ব্লেন্ড করে বা পিসে নিন।
এরপর একটি পাতলা পরিষ্কার কাপড়ে পেঁয়াজের পেস্ট গুলো দিয়ে ভালোভাবে চেপে পেঁয়াজের রস বের করে নিন।
এবার একটি পরিষ্কার বাটিতে পেঁয়াজের রসের সাথে অন্যান্য সব উপকরণ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
তাহলেই তৈরি হয়ে যাবে নতুন চুল গজাতে অত্যন্ত কার্যকরী পেঁয়াজের রসের একটি হেয়ার প্যাক।
নতুন চুল গজাতে হেয়ার প্যাকটি ব্যাবহারের নিয়মঃ
পরিষ্কার মাথায় পেঁয়াজ এর হেয়ার প্যাক টি ব্যবহার করবেন।
হেয়ার ব্রাশ এর সাহায্যে চুলের গোড়া মাথার স্ক্যাল্প এবং সম্পূর্ণ চুলে হেয়ার প্যাক এর মিশ্রণটি ভালভাবে লাগিয়ে নিন।
5 থেকে 7 মিনিট চুলের গোড়া আলতো ভাবে ম্যাসাজ করুন।
এবার শাওয়ার ক্যাপ বা পরিষ্কার তোয়ালে দিয়ে চুল সমেত মাথা ভালোভাবে বেধে নিন।
25 থেকে 30 মিনিট অপেক্ষা করুন।
এরপর তোয়ালে বা শাওয়ার ক্যাপ খুলে নিয়ে প্রথমে পানি দিয়ে চুল ধুয়ে নিয়ে সবশেষে শ্যাম্পু দিয়ে মাথা ভালো ভাবে পরিস্কার করে নিন।
নতুন চুল গজাতে হেয়ার প্যাকটির উপকারিতাঃ
পেঁয়াজে রয়েছে প্রচুর পরিমানে কার্বোহাইড্রেট, ফাইবার এবং ফসফরাস। যা আমাদের মাথার ত্বকে নতুন চুল গজাতে সাহায্য করে।
চুল পড়া সম্পূর্ণরূপে রোধ করে।
খুশকি সম্পূর্ণরূপে দূর করে।
মাথার ত্বকের বিভিন্ন ক্ষতিকারক ছত্রাকের সংক্রমণ দূর করে।
চুল ঘন, কালো, মজবুত এবং লম্বা করে তোলে।
নোটঃ
হেয়ার প্যাক অবশ্যই পরিস্কার মাথার চুল এবং ত্বকে ব্যবহার করবেন।
মাথায় ফুসকুড়ি বা এলার্জির সমস্যা থাকা কালিন সময়ে হেয়ার প্যাক ব্যবহার করবেন না।
চুল কালার করালে হেয়ার প্যাক ব্যবহার করবেননা।
হেয়ার প্যাক লাগিয়ে রোদে গরম স্থানে এবং ধুলাবালি যুক্ত স্থানে যাবেন না।
হেয়ার প্যাক ব্যবহারের পর অবশ্যই আপনার চুল দ্রুত শুকিয়ে নিবেন।
দ্রুত সময়ে চুল গজাতে এবং চুলকে ঘন কালো উজ্জ্বল ও মসৃণ করে তুলতে উপরে উল্লেখিত হেয়ার প্যাক দু’টি অত্যন্ত কার্যকরী। তাই সপ্তাহে অন্তত একবার হেয়ার প্যাক গুলো ব্যবহার করবেন।