বর্তমান সময়ে নারী-পুরুষ সকলের ক্ষেত্রেই চুল ভেঙে যাওয়া একটি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন উপায় অবলম্বন করার পরেও যারা সঠিক সমাধান পাচ্ছেন না। তাদের জন্য শেয়ার করছি কালোজিরার তেলের অত্যন্ত কার্যকরী প্যাক যা ব্যবহারে দ্রুত সময়ে আপনার চুল ভেঙে যাওয়া এবং ছিড়ে যাওয়া সম্পূর্ণ বন্ধ হবে। চুল হয়ে উঠবে অতি আকর্ষণীয় ঝলমলে এবং মজবুত।
কালোজিরার তেল এবং কালোজিরার হেয়ারপ্যাক এ ব্যবহৃত সবগুলো উপকরণ প্রাকৃতিক হওয়ায় এটি ব্যবহারে তেমন পার্শ্ব-প্রতিক্রিয়ার কোনো সম্ভাবনা থাকেনা। তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক দ্রুত সময়ে চুল ভেঙে যাওয়া রোধ করে সুন্দর, ঝলমলে ও আকর্ষণীয় চুল পেতে কালোজিরা তেলের অত্যন্ত কার্যকরী ব্যবহার।
চুল পড়া বন্ধ করে সুন্দর ও ঝলমলে চুল প্রাপ্তির জন্য কালোজিরার তেলের কার্যকরী ব্যবহারঃ
কালোজিরার তেল চুলে সরাসরি ব্যবহার করার চেয়ে কিছু প্রাকৃতিক উপাদানের মিশ্রণে হেয়ার প্যাক তৈরি করে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। নিম্নে তেমনি অত্যন্ত কার্যকরী হেয়ার প্যাক বিস্তারিত আলোচনা করা হলো।
কালোজিরার তেল ও লেবুর হেয়ার প্যাকঃ
ব্যবহৃত উপাদান সমূহঃ
২ টেবিল চামচ কালোজিরা তেল
২ চা চামচ লেবুর রস
২ চা চামচ মধু
২ টেবিল-চামচ অ্যালোভেরা জেল।
হেয়ার প্যাক তৈরীর প্রক্রিয়াঃ
প্রথমে কালোজিরার তেল এবং এলোভেরা জেল একটি পরিষ্কার বাটিতে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
মিশ্রণটির সাথে মধু এবং লেবু ভালোভাবে গুলিয়ে তৈরি করে নিন কালোজিরার তেলের অত্যন্ত কার্যকরী একটি হেয়ার প্যাক।
চুলে হেয়ার প্যাকটি ব্যবহারের প্রক্রিয়াঃ
হেয়ার ব্রাশ এর সাহায্যে চুলের গোড়া, মাথার স্ক্যাল্প এবং সম্পূর্ণ চুলে কালোজিরার তেলের হেয়ার প্যাক টি ভালভাবে লাগিয়ে নিন।
আঙুলের সাহায্যে তিন থেকে পাঁচ মিনিট আলতো ভাবে চুলের গোড়া ম্যাসাজ করুন।
এবার শাওয়ার ক্যাপ পরে নিন বা পরিষ্কার তোয়ালে দিয়ে চুল সমেত মাথা পেচিয়ে নিন।
40 থেকে 50 মিনিট অপেক্ষা করুন।
এরপর প্রথমে ঠান্ডা জলে চুল ধুয়ে নিয়ে, সবশেষে শ্যাম্পু দিয়ে মাথা ভালোভাবে পরিষ্কার করে নিন।
প্রায় সব রোগের ওষুধ হিসেবে খ্যাত কালোজিরা চুলের যত্নে অত্যন্ত কার্যকরী। কেননা কালোজিরাতে রয়েছে ভিটামিন বি ১,১৫, ফসফরাস, জিংক, ক্যালসিয়াম, আয়রন এবং প্রচুর পরিমাণে কপার । যা আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী এটি চুলের গোড়া এবং চুলকে মজবুত করে চুল ভেঙে যাওয়া রোধ করে সেই সাথে নতুন চুল গজাতেও কালোজিরার তেল অত্যন্ত কার্যকরী।
কালোজিরা তেলের হেয়ার প্যাক নিয়মিত ব্যবহারে আপনার চুল ভেঙে যাওয়া সম্পূর্ন বন্ধ হবে এবং সেই সাথে চুল হয়ে উঠবে মজবুত উজ্জ্বল সুন্দর এবং ঝলমলে।
কালোজিরার তেল এর হেয়ার প্যাক চুল ভেঙ্গে যাওয়া সম্পূর্ণরূপে বন্ধ করে। চুলের গোড়া মজবুত করে, চুলকে সুন্দর, ঘন, কালো, মসৃণ এবং ঝলমলে করে তুলে। তাই সপ্তাহে অন্তত দুবার কালোজিরার তেলের তৈরি হেয়ার প্যাক সমূহ ব্যবহার করুন।