চুল দ্রুত লম্বা করতে ও চুল পড়া বন্ধ করতে কালোজিরা তেল তৈরি ও ব্যবহারের নিয়ম

সুপ্রিয় বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটি বিষয় আর তা হলো চুলের যত্নে কালোজিরা তেল তৈরি ও ব্যবহারের নিয়ম। বন্ধুরা তার আগে জেনে নিতে হবে কালিজিরা জিনিসটি কি এবং এর গুণগত মান গুলো কিরকম। কালিজিরা সাধারণত মৌসুমী ফসল গাছ। অর্থাৎ বছরের নির্দিষ্ট একটি সময়ে এই ফসল চাষ করা হয় এবং এই ধরনের ফসল থেকে কালিজিরা বীজ সংগ্রহ করা হয়। বিভিন্ন ভেষজ ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। তাছাড়া কালোজিরা বিভিন্ন খাবারে দিলে  খাবারে নতুন স্বাদ নিয়ে আসে। যা অনেকের কাছে অনেক বেশি প্রিয়।

বিভিন্ন ক্ষেত্রে কালিজিরার ব্যবহারঃ

  • আমরা বিভিন্ন ধরনের খাবার যেমন মিষ্টি জাতীয় খাবার এবং বিভিন্ন ধরনের নাস্তায় কালোজিরা ব্যবহার করে থাকি।
  • ওষুধ,খাবার যেকোন ক্ষেত্রে কালোজিরা ব্যবহার করে আমরা যদি তা গ্রহণ করতে পারি তা আমাদের শরীরের জন্য খুবই উপকারী।

আর আজ এই কালোজিরা দিয়ে আমরা চুলের যত্নে এটি কিভাবে ব্যবহার করব তা সম্পর্কে আপনাদের জানাব।

চুলের যত্নে কালিজিরার ব্যবহারঃ

  • কালিজিরা আমাদের মাথার চুলের যত্নে কতটা কার্যকরী সেটা আমরা সবাই জানি। কিন্তু কিভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে অনেকের ধারণা থাকে না। তাই আমরা আজ ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনারা কালিজিরার তেল তৈরি করে সংরক্ষণ করবেন এবং তা মাথায় লাগাবেন, সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব।

ঘরে বসে কালিজিরা তেল বানাতে যেসব উপকরন লাগবেঃ

কালিজিরার তেল তৈরি করতে যে সকল উপকরণ গুলো হাতের কাছেই রাখতে হবে………

  • কালিজিরা।
  • মেথি।
  • ক্যাস্টর অয়েল।
  • নারিকেল তেল।
  • সরষে বাটা।

ঘরে বসে যেভাবে কালিজিরা তেল বানাতে হয়ঃ

  • প্রথমেই সরষে বাটা এবং কালোজিরা ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে। যাতে তেমন কোন আদ্রতা এই বীজের মধ্যে না থাকে।
  • এরপর মেথি, সরষে বাটা ও কালিজিরা এই তিনটি উপকরণই শিলপাটায় বেটে নিতে হবে। যাতে একেবারে গুড়ো হয়ে যায়।
  • এরপরে একটি পাতিলে ক্যাস্টর অয়েল ও নারিকেল তেল পরিমাণমতো দিতে হবে।
  • তার সাথে যোগ করতে হবে বেটে নেওয়া সেই মেথি, কালোজিরা এবং সরষে বাটার পেস্ট।
  • ৫ মিনিট এই মিশ্রণটি সিদ্ধ করতে হবে অল্প আঁচে। বেশি আঁচে আমরা দিব না। কারণ বেশি আঁচে উপকরণের গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে।
  • এর পরেই আমরা তার সাথে সামান্য পরিমাণে এলোভেরা জেল যোগ করে আরো পাঁচ মিনিট সিদ্ধ করে নিব।
  • আরো পাঁচ মিনিট সিদ্ধ করার পর চুলা বন্ধ করে দিতে হবে। সম্পূর্ণ মিশ্রণ টি যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই মিশ্রণটির সাথে ভিটামিন এ ক্যাপসুল মিশাতে হবে।
  • পাশাপাশি বাজারে আরো দুটি চমৎকার তেল পাওয়া যায় কিন্তু তার নাম আমরা বলব না। কারণ বেশিরভাগ ক্ষেত্রে এগুলো পাওয়া যায় না বিদেশ থেকে আমদানি করতে হয়।
  • কিন্তু বন্ধুরা, এই দুটি তেল ছাড়াও চমৎকারভাবে কালোজিরা দিয়ে আমরা তৈরি করে ফেলতে পারি অসাধারণ কালিজিরার তেল।
  • আমাদের তৈরিকৃত এই কালিজিরার তেল কাঁচের বোতলে সংরক্ষণ করবেন এবং সংরক্ষণ করা তেল আপনারা অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন,কোন ধরনের সাইডএফেক্ট ছাড়াই।

নোটঃ এক্ষেত্রে একটি কথা বলে রাখা ভাল, সেটি হল প্লাস্টিকের বোতলে এই ধরনের তেল সংরক্ষণ করা যাবে না। তা চুলের ক্ষতি করে।

তাহলে খুব সহজে আপনারা জানতে পারলে কিভাবে কালোজিরা দিয়ে তেল তৈরি করা যায়।

যেভাবে তেলটি আপনি ব্যবহার করবেনঃ

  • রাতের বেলায় ঘুমানোর আগে এই তেল মাথায় দিয়ে সারারাত এই তেল মাথায় রেখে সকালে গোসলের সময় শ্যাম্পু করে ফেলতে হবে।
  • সপ্তাহে অন্তত তিনবার এই তেল ব্যবহারের মধ্য দিয়ে তিন থেকে চার মাসের মধ্যে আপনার চুলের সব ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে।
  • এই তেল ব্যবহারে…
  • চুল পড়া রোধ হবে,
  • চুলের বৃদ্ধি স্বাভাবিক হবে,
  • চুলের গোড়া শক্ত হবে,
  • খুশকির সমস্যা দূর হবে,
  • এর পাশাপাশি চুলের সৌন্দর্য অনেক বৃদ্ধি পাবে।

তাহলে বন্ধুরা, নিয়মিতভাবে আমরা এই কালোজিরার তেল তৈরি করব।  এবং আমাদের চুলের যত্নে ব্যবহার করব। আশাকরি যা অনুকরণ বা অনুসরণ করতে আপনাদের বলা হয়েছে তার ব্যতিক্রম আপনারা করবেন না এবং নিয়মিত ব্যবহারে ভালো একটি ফলাফল আপনারা অবশ্যই পাবেন।