লম্বা, ঘন, মজবুত, উজ্জ্বল, সিল্কি চুল আমাদের সকলেরই প্রত্যাশিত। কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সিল্কি চুলের অধিকারী নয়। বিভিন্ন জন বিভিন্ন ভাবে পার্লারে গিয়ে দামী প্রসাধনী ব্যবহার করে অসংখ্য টাকা খরচ করে নিজেদের চুল সিল্কি করিয়ে থাকেন। তবে আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা সময় এবং সুযোগের অভাবে পার্লারে গিয়ে চুল সিল্কি করা তে পারেন না। আবার অনেকেই চুল সিল্কি করার জন্য সম্পূর্ণ প্রাকৃতিক উপায় খুঁজে আসছেন। সুপ্রিয় বন্ধুরা তাই আপনাদের জন্য শেয়ার করছি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি চুল কে সিল্কি, ঘন এবং মজবুত এবং লম্বা করার দু’টি অত্যন্ত কার্যকরী হেয়ার প্যাক। তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক মাত্র একবার ব্যবহারে শতভাগ চুল সিল্কি করার এবং চুল লম্বা ও ঘন করার অত্যন্ত কার্যকরী ঘরোয়া হেয়ার প্যাক সমূহ।
দ্রুত সময়ে চুল সিল্কি, লম্বা এবং ঘন করার ঘরোয়া উপায়ঃ
চুলকে সিল্কি, ঘন এবং লম্বা করার জন্য কিছু অত্যন্ত প্রাকৃতিক গুণসম্পন্ন উপাদান দিয়ে প্রথমে হেয়ার প্যাক তৈরি করতে হবে। নিম্নে দুটি অত্যন্ত কার্যকরী হেয়ার প্যাক বিস্তারিত আলোচনা করা হল।
চুল সিল্কি করতে এলোভেরা হেয়ার প্যাকঃ
এলোভেরায় বিদ্যমান এন্টি অক্সিডেন্ট উপাদান আমাদের চুলের জন্য অত্যন্ত কার্যকরী। অ্যালোভেরার রস জেল জাতীয় হওয়ায় এটি চুলকে সিল্কি করতে খুবই কার্যকরী। তাছাড়া এলোভেরা জেল মাথার ত্বকের ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং ছত্রাকের সংক্রমণ সম্পূর্ণরূপে দূর করে। চুলের গোড়া মজবুত করে। নতুন চুল গজাতে সাহায্য করে। ফলে নিয়মিত এলোভেরা জেলের হেয়ার প্যাক ব্যবহারে চুল হয়ে উঠে ঘন, কালো, রেশমি এবং উজ্জ্বল।
ব্যবহৃত উপাদানঃ
আধা কাপ এলোভেরা জেল।
2 টেবিল চামচ টক দই।
1 টেবিল চামচ পাতিলেবুর রস।
1 চা চামচ মধু।
হেয়ার প্যাক তৈরির প্রক্রিয়াঃ
একটি পরিষ্কার পাত্রের সবগুলো উপকরণ নিয়ে ভালোভাবে গুলিয়ে পেস্ট তৈরি করে নিন। তাহলেই চুলকে সিল্কি করার অত্যন্ত কার্যকরী একটি হেয়ার প্যাক তৈরি হবে।
এলোভেরা হেয়ার প্যাক চুলে ব্যবহার পদ্ধতিঃ
গোসলের এক ঘন্টা পূর্বে বা দিনের যেকোনো সময় অ্যালোভেরার হেয়ার প্যাক চুলে ব্যবহার করা যাবে।
পরিষ্কার মাথার ত্বকে, সম্পূর্ণ চুলে, চুলের গোড়ায় ভালোভাবে ম্যাসাজ করে হেয়ার প্যাক লাগিয়ে নিন।
চুলের ব্রাশ দিয়ে চুল ভালোভাবে আঁচড়ে নিন।
এরপর শাওয়ার ক্যাপ পরে নিন বা পরিষ্কার তোয়ালে দিয়ে চুল সমেত মাথা পেচিয়ে নিন।
30 থেকে 40 মিনিট অপেক্ষা করুন।
তারপর ভালভাবে শ্যাম্পু করে নিন।
আপনি চাইলে শুধু এলোভেরা জেল রাতে শোবার পূর্বে চুলে লাগিয়ে সকালে উঠে ধুয়ে নিতে পারেন।
অ্যালোভেরার এই হেয়ার প্যাক টি চুলকে দ্রুত সময়ে সিল্কি করতে খুবই কার্যকরী সপ্তাহে অন্তত একবার এটি চুলে ব্যবহার করবেন।
কলার হেয়ার প্যাকঃ
চুলকে সিল্কি করতে এবং চুলের ঘনত্ব বাড়াতে চুলকে দ্রুত সময়ে লম্বা করতে কলার এই হেয়ার প্যাক টি খুবই উপকারী। নিয়মিত ব্যবহারে এটি আপনার চুলকে সুস্থ-সুন্দর ঘনকালো উজ্জ্বল করে তুলবে। চুল পড়া রোধ করবে। খুশকি দূর করবে। চুলের আগা ফাটা রোধ করবে। চুলের গোড়া মজবুত করবে। নতুন চুল গজাতে সাহায্য করবে। সর্বোপরি আপনাকে কলার এই হেয়ার প্যাক টি আকর্ষণীয় চুলের অধিকারী করে তুলবে।
ব্যবহৃত উপাদানঃ
একটি পাকা কলা।
2 টেবিল চামচ টক দই।
2 টেবিল চামচ অলিভ অয়েল।
1 চা চামচ মধু।
1 চা চামচ লেবুর রস।
হেয়ার প্যাক তৈরির প্রক্রিয়াঃ
প্রথমে একটি পরিষ্কার পাত্রে পাকা কলা ভালোভাবে কচলে নিয়ে তার সাথে টকদই মিশিয়ে নিন । মিশ্রণটির সাথে প্রয়োজন অনুযায়ী লেবুর রস মধু এবং অলিভ অয়েল ভালো ভাবে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন।
কলার হেয়ার প্যাক চুলে ব্যবহারের পদ্ধতিঃ
পরিষ্কার মাথায়, মাথার স্কাল্পে, চুলের গোড়ায় এবং সম্পূর্ণ চুলে হেয়ার প্যাক টি ভালভাবে লাগিয়ে নিন।
চুলের গোড়ায় ঘষে ঘষে আলতো ভাবে তিন থেকে পাঁচ মিনিট ম্যাসাজ করুন।
এরপর হেয়ার ব্রাশের সাহায্যে চুল ভালোভাবে আঁচড়ে নিন।
25 থেকে 30 মিনিট অপেক্ষা করুন।
তারপর প্রথমে ঠান্ডা পরিষ্কার জলে চুল ধুয়ে নিয়ে তারপর শ্যাম্পু করে নিন।
স্থায়ীভাবে চুল সিল্কি করতে সপ্তাহে অন্তত একবার কলার এই হেয়ার প্যাক ব্যবহার করবেন।
বিঃদ্রঃ
চুল কালার করার হেয়ার প্যাক ব্যবহার করবেন না।
মাথায় ফুসকুড়ি বা অ্যালার্জির সমস্যা থাকাকালীন সময়ে হেয়ার প্যাক ব্যবহার করবেন না।
হেয়ার প্যাক ব্যবহার করে রোদে, গরম স্থানে যাবেন না।
হেয়ার প্যাক ব্যবহারের পর দ্রুত চুল শুকিয়ে নিবেন।
চুল সিল্কি করার ঘরোয়া উপায় উপরে উল্লেখিত পদ্ধতি অনুসরন করে যে কেউ ঘরে বসে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে নিজেদের চুলকে সিল্কি ঘন এবং লম্বা করে তুলতে পারবেন। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে নিজেদের চুলের যত্ন নিন।
ধন্যবাদ