জানা-অজানা বিভিন্ন কারণে আমাদের চোখের নিচে কালো দাগ পড়ে থাকে। চোখের নিচের কালো দাগ চেহারার সৌন্দর্য নষ্ট করে দেয় । আমরা অনেকেই চোখের নিচের কালো দাগ সমূহ দূর করতে বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করে থাকি। কেউ কেউ সুফল ফেলেও বেশীরভাগ সময়ই দেখা যায় কেমিক্যাল ব্যবহারের ফলে চোখের নিচের দাগ তো যাই না বরং ত্বকের ক্ষতি সাধন হয়ে যায়। তাহলে বন্ধুরা কিভাবে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে চোখের নিচের কালো দাগ পার্শপ্রতিক্রিয়াহীন ভাবে দূর করবেন সেই বিষয়েই আমাদের আলোচনা সাজিয়েছি। তাহলে চলুন দেখে নেয়া যাক চোখের নিচে কালো দাগ পড়ার কারণ এবং তা থেকে পরিত্রাণের সহজ উপায়।
★★চোখের নিচের কালো দাগ কি এবং কেন হয়ঃ
চোখের নিচের কালো দাগ কে আন্ডার আই ডার্ক সার্কেল বলা হয়ে থাকে। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় এটিকে পেরিঅরবিটাল, পিগমেন্টেশন বা ড়ার্কেনিং বলা হয়ে থাকে। চোখের নিচের দাগ এর সাথে সরাসরি কোনো শারীরিক অসুস্থতার যোগাযোগ নেই। শুধুমাত্র সৌন্দর্যের সাথে সম্পৃক্ত।
★চোখের নিচে কালো দাগ হওয়ার কারণসমূহঃ
মানসিক চাপ বা দুশ্চিন্তাঃ
নিচে কালো দাগ পড়ার প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে মানসিক চাপ এবং দুশ্চিন্তা। কোন বিষয়ে অতিরিক্ত চিন্তা করলেই চোখের নিচে কালি দাগ পড়ে যায়।
অপর্যাপ্ত ঘুমঃ
অপর্যাপ্ত ঘুমের কারনে চোখের নিচে কালো দাগ পড়ে যায়। কেউ যদি দিনে কম করে হলেও 6 থেকে 7 ঘণ্টা না ঘুমায় তাহলে তার চোখের নিচের দাগ সার্কেল দেখা দেয়।
পানিশূন্যতাঃ
শরীর পানি শূন্যতায় ভোগে শরীর থেকে অনেক বেশি পরিমাণ পানি বেরিয়ে গেলে ত্বক শুষ্ক হয়ে যায় এবং শরীর দুর্বল হয়ে যায়। ফলে চোখের নিচে কালো দাগ দেখা দেয়।
জিনগত কারণঃ
চোখের নিচের কালো দাগ অনেক সময়ই বংশপরম্পরায় হয়ে থাকে। জিনগত কারণে চোখের নিচের কালো দাগ হয়।
চুলকানোঃ
আমাদের চোখের নিচের অংশের ত্বক অত্যন্ত নরম এবং কোমল হয়। অতিরিক্ত চুলকানো এবং ঘষাঘষির কারণেও চোখের নিচের কালো দাগ দেখা দেয়।
★★চোখের নিচে কালো দাগ দ্রুত সময়ে দূর করার জন্য কার্যকরী উপায় সমূহঃ
দুধ এবং কাজু বাদামঃ
পরিমাণমতো দুধের সাথে কাজু বাদামের গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করে নিন তারপর মিশ্রণ টি চোখের চারপাশে লাগিয়ে কিছু সময় পরে ধুয়ে নিন।
কাঁচা আলুঃ
কাঁচা আলু কুচি কুচি করে কেটে নিয়ে অথবা ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে । চোখের চারপাশের কালো দাগের উপর দিয়ে দিন। শুকানোর জন্য 15 থেকে 20 মিনিট সময় দিয়ে ধুয়ে নিন। ভালো ফলাফলের জন্য দিনে দুবার এবং কমপক্ষে টানা এক সপ্তাহ এই পেস্টটি ব্যবহার করুন।
শসাঃ
কাঁচা শসা ঠান্ডা করে স্লাইস করে কেটে নিয়ে বুকের উপর 10 মিনিট রেখে দিন। যেটি চোখের নিচের কালো দাগ দূর করতে অত্যন্ত সহায়ক।
গোলাপজলঃ
আমরা সকলেই জানি স্কিন কেয়ার এর জন্য গোলাপজল অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক তেমনি চোখের নিচের কালো দাগের জন্য গোলাপজল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছোট পরিষ্কার কাপড়ের টুকরা গোলাপ জলে ভিজিয়ে চোখের উপরে রেখে দিন এতে করে চোখের নিচের কালো দাগ দূর হবে।
আলমন্ড অয়েলঃ
সেনসিটিভ ত্বকের জন্য আলমন্ড অয়েল অতন্ত গুরুত্বপূর্ণ। রাতে শুতে যাওয়ার পূর্বে চোখের উপরে এবং চারপাশে দুফোটা আমন্ড অয়েল লাগিয়ে নিন এবং সকালে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন।
টমেটোঃ
এক চা চামচ টমেটো রসের সাথে দুই থেকে তিন ফোঁটা লেবুর রস মিশিয়ে চোখের চারপাশে লাগিয়ে দিন এতে করে চোখের নিচের কালো দাগ দূর হয়ে যাবে।
ঠান্ডা চায়ের ব্যাগঃ
প্রথমেই চায়ের ব্যাগ টি ঠান্ডা করে নিন এবং চোখে লাগিয়ে 15 থেকে 20 মিনিট সময় নিয়ে পরিষ্কার করে নিন।
কমলার রসঃ
চোখের নিচের কালো দাগ দূর করার জন্য কমলার রস অত্যন্ত উপযোগী। কমলার রসের সাথে দুফোটা গ্লিসারিন মিশিয়ে আপনার চোখের চারপাশে ব্যবহার করলে চোখের কালো দাগ তো যাবেই বরং চোখের উজ্জলতাও ফুটে উঠবে।
★এছাড়াও চোখের নিচে কালো দাগ না চাইলে কিছু নিয়ম কানুন মেনে চলুনঃ
পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম গ্রহণ করুন।
রোদে বের হওয়ার সময় ছাতা ব্যবহার করুন অথবা সানগ্লাস ব্যবহার করুন।
চোখের নিচে বাচ্চুকে বেশি পরিমাণ ঘষাঘষি করবেন না।
প্রতিদিন পরিমাণমতো পানি পান করুন।
অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না।
বাইরের ধুলোবালি থেকে এসেই মুখ পরিষ্কার করে নিন।
আপনার সৌন্দর্যকে বাড়িয়ে তুলতে এবং চেহারাকে আকর্ষণীয় করে রাখতে চোখের নিচের কালো দাগ দূর করার জন্য আমাদের উপরুক্ত কৌশল সমূহ অনুসরণ করতে পারেন। নিজেদের সৌন্দর্যের যত্ন নিন সুন্দর থাকুন সুস্থ থাকুন।
ধন্যবাদ