ণ ছেলেদের ত্বকের জন্য অত্যন্ত দুর্বিষহ একটি নাম। প্রায় কমবেশি সব ধরনের বয়সের ছেলেরা ব্রণ সমস্যায় জর্জরিত। এবং দিনের অধিকাংশ সময় বাইরে, ধুলাবালিতে এবং সূর্যের রুদের নিচে । থাকাই ত্বকে কালো কালো দাগের সৃষ্টি হয়। অনেকেই আছেন যারা এ সকল সমস্যা থেকে নিস্তার খুঁজে বেড়াচ্ছেন। তাই সেই সকল ছেলেদের জন্যই ব্রণের দাগ এবং ত্বকের কালো দাগ বা রোদে পোড়া দাগ দূর করে কিভাবে উজ্জ্বল ত্বক লাভ করা যায় সে বিষয়ে কিছু কার্যকরী টিপস নিয়ে এই আলোচনাটি সাজানো হয়েছে। তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক ছেলেদের ত্বকের উপরোক্ত সমস্যাগুলো থেকে পরিত্রাণের কার্যকরী কিছু কৌশল।
★ছেলেদের ত্বকের ব্রণের দাগ দূর করার কিছু কার্যকরী কৌশলঃ
মুলতানি মাটিঃ
ছেলেদের ত্বকে ব্রণ সমস্যার অন্যতম প্রধান কারণ হচ্ছে ত্বকের তৈলাক্ত ভাব।। মুলতানি মাটির ব্যবহার করলে ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর হয়। ফলে ব্রণের উপদ্রব কমে যায়।
শসাঃ
ব্রণ এবং ব্রণের দাগ দূর করতে চাইছে টিক্তক এর জন্য শসা এবং শসার রস অত্যন্ত কার্যকরী। শসার রস কোন বাটিতে নিয়ে মুখে ভালোভাবে পেস্ট করে নিলেই ব্রণ সমস্যা থেকে রেহাই পাবেন।
কাচা হলুদ এবং চন্দন কাঠের গুড়ার ফেসপ্যাকঃ
এক চা চামচ চন্দন কাঠের গুঁড়ো এবং 3 চিমটি কাঁচা হলুদের গুঁড়ো ভাল করে মিশিয়ে নিয়ে। তৈরি করে নিন ছেলেদের ত্বকের জন্য ব্রণ দূরীকরণে অত্যন্ত কার্যকরী ফেসপ্যাকটি। মুখ ভালোভাবে পরিষ্কার করে সেটি ব্যবহার করুন এবং 15 থেকে 20 মিনিট শুকানোর জন্য সময় দিয়ে পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে নিন।
পুদিনা পাতা এবং তুলসী পাতাঃ
পুদিনা পাতার রস এবং তুলসী পাতার রস দূরীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আপেল এবং মধুর ফেসপ্যাকঃ
ব্রণ দূরীকরণের ফেসপ্যাক গুলোর মধ্যে আপেল এবং মধুর ফেসপ্যাক সবচাইতে জনপ্রিয়। । আপেল ভালোভাবে ব্লেন্ড করে নিন তাতে 4 থেকে 5 ফোঁটা মধু দিয়ে তৈরি করে নিতে পারেন ছেলেদের ত্বকের ব্রণ দূর করতে অত্যন্ত কার্যকরী ফেসপ্যাকটি। মুখ পরিষ্কার করে ফেইস প্যাকটি লাগিয়ে 15 থেকে 20 মিনিট সময় দিয়ে পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে নিন। ভালো ফলাফলের জন্য সপ্তাহে চার থেকে পাঁচবার এ ফেইস প্যাক টি ব্যবহার করতে পারেন
গোলাপজল চন্দনকাঠের গুড়ো এবং লেবুর রসঃ
এক চা চামচ চন্দন কাঠের গুঁড়ো । একটা চামচ গোলাপজল এবং দুই থেকে তিন ফোঁটা লেবুর রস মিশিয়ে তৈরি করে নিন ছেলেদের ত্বকের ব্রণ দূরীকরণে অত্যন্ত কার্যকরী একটি ফেসপ্যাক।। পরিষ্কার নরম কিছু দিয়ে মুখে লাগিয়ে ভালোভাবে মালিশ করুন। 15 থেকে 20 মিনিট শুকানোর জন্য সময় দিয়ে পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এতে ব্রন সমস্যা দূরীভূত হবে।
★ছেলেদের ত্বকের যত্নে রোদে পোড়া দাগ দূর করে উজ্জ্বল ত্বক লাভের কার্যকরী উপায়।
অ্যালোভেরা, দুধ এবং কাঁচা হলুদের ফেসপ্যাকঃ
2 চা চামচ অ্যালোভেরার রস 2 চা চামচ দুধ এবং 2 থেকে 3 চিমটি কাঁচা হলুদের গুঁড়ো নিয়ে ফেসপ্যাক তৈরি করেনিন। মুখ ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ফেস মাস্ক টি মুখে ভালোভাবে মালিশ করুন 15 থেকে 20 মিনিট পর ধুয়ে নিন।
কাচা হলুদ, বেসন এবং টক দইঃ
দুই টেবিল-চামচ বেসন, এক চা-চামচ কাচা হলুদের গুঁড়া এবং এক টেবিল-চামচ টক দই মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। তুলার সাহায্যে প্যাকটি ত্বকে লাগান।15 থেকে 20 মিনিট পর ধুয়ে ফেলুন।
চন্দনঃ
চন্দনের গুড়ার সাথে চায়ের লিকার মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। রোদে পোড়া জায়গায়। মিশ্রণটির লাগিয়ে কিছু সময় পর ধুয়ে নিন।
মধু ও লেবুঃ
1 চা চামচ মধুর সাথে দুই থেকে তিন ফোঁটা লেবু মিশিয়ে নিয়ে মুখে ব্যবহার করুন এতে পোড়া চলে যাবে।
★ছেলেদের ত্বকের জন্য রোদে পোড়া দাগ দূর করতে ফেসপ্যাক গুলো ব্যবহারের উপকারিতাঃ
ফেসপ্যাকে ব্যবহৃত চন্দন আপনার ত্বকের বিভিন্ন দাগ সানবার্ন দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি ঘটায়। ত্বককে করে তোলে আকর্ষণীয়।
লেবু ত্বকের তৈলাক্ত ভাব দূর করে ত্বকের কোমলতা ধরে রাখে।
অ্যালোভেরা রয়েছে বিভিন্ন প্রাকৃতিক উপাদানে ত্বকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কাঁচা হলুদ ত্বকের উজ্জ্বলতার জন্য অত্যন্ত কার্যকরী।
ফেসপ্যা কে ব্যবহৃত উপাদানগুলো ত্বকের গভীরে গিয়ে ত্বকের মৃত লোমকূপ। সতেজ করে তোলে এবং ছেলেদের ত্বককে করে তোলে সজীব ও আকর্ষণীয়।
★ব্রণ এবং রোদে পোড়া দাগ থেকে রেহাই পেতে আরো কিছু গুরুত্বপূর্ণ উপায়ঃ
রোদে বের হওয়ার সময় ছাতা ব্যবহার করুন।
বাইরে থেকে এসে ধুলোবালি যুক্ত মুখ ফেসওয়াশ দিয়ে সাথে সাথে পরিষ্কার করে নিন।
চোখের নিচের কালো দাগ দূর করতে রোদে বেরোনোর সময় সানগ্লাস ব্যবহার করুন।
নিয়মিত গোসল করুন।
রুটিনমাফিক খাদ্যাভ্যাস গড়ে তুলুন।
ছেলেদের ত্বক মোটা হওয়াতে রূপচর্চার বিষয়ে কিছুটা সর্তকতা অবলম্বন করতে হবে। অন্যথায় বিভিন্ন স্কিন ডিজিজ হতে পারে। আমাদের উপরোক্ত আলোচনায় ব্যবহৃত ফেসপ্যাক গুলো সম্পুর্ন প্রাকৃতিক এবং ঘরে বসেই তৈরি করা যায়। ছেলেদের ত্বকের ব্রণ এবং রোদে পোড়া কালো দাগ দূর করে উজ্জ্বল এবং ফর্সা ত্বক পেতে আমাদের আলোচিত ফেসপ্যাক গুলো ব্যবহার করুন।
ধন্যবাদ