রূপচর্চা নিয়ে যখনই কথা আসে তখনই আমরা দেখি মেয়েরা নিজেদের রূপচর্চা নিয়ে যতটা সচেতন ছেলেরা ঠিক ততটা নয়। আবার অনেকের মধ্যেই এমন বদ্ধমূল ধারণা পরীলক্ষিত হয় যে রূপচর্চা শুধুমাত্র মেয়েদের জন্য। কর্মের তাগিদে অধিকাংশ ছেলেরাই দিনের বেশিরভাগ সময়ই বাইরে কাটায়। বাইরের ধুলোবালি ছেলেদের ত্বকে অত্যন্ত বিরূপ প্রভাব সৃষ্টি করে। ছেলেদের ত্বক মেয়েদের ত্বকের চেয়ে মোটা হয়। তাই এই ত্বকের জন্য বাড়তি যত্নের প্রয়োজন হয়। কিভাবে ছেলেদের ত্বকের যত্ন নিবেন এবং দাগহীন সজীব কোমল ত্বক লাভ করবেন তা নিয়ে আমাদের আজকের আলোচনা।তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক ছেলেদের ত্বকের যত্নে কিছু গুরুত্বপূর্ণ টিপস
ছেলেদের ত্বকের যত্নে কার্যকরী কিছু কৌশলঃ
★মুখের দাগএবং রোদে পোড়া দাগ দূর করতে উপকারি টিপসঃ
দিনের অধিকাংশ সময়ই ছেলেরা বাইরে কাটায় ফলে ময়লা, ধুলোবালি এবং সূর্যের তাপে তাদের চেহারা মলিন হয়ে যায় এবং ত্বকে ছোপ ছোপ দাগ পড়ে যায়। এসব দাগ এবং সূর্যের পোড়া দাগ থেকে রেহাই পাওয়ার উপায় হল
রুদে যাওয়ার প্রয়োজন থাকলে ছাতা ব্যবহার করা।
চোখের নিচের কালো দাগ দূর করতে সানগ্লাস ব্যবহার করা।
আপনার ত্বক যদি রোদে পুড়ে যাই তাহলে জামপাতা ও আম পাতা ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে তার মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে মুখে লাগান। এতে আপনার ত্বকের দাগ দূর হবে এবং ত্বক উজ্জ্বল হবে।
ত্বকে যদি রোদে পোড়া কালো ছোপ ছোপ দাগ হয় তাহলে চিনির রসের সাথে অল্প পরিমাণ লবণ মিশিয়ে মুখে দিয়ে ভালোভাবে ম্যাসাজ করুন।
বাইরে ধুলাবালি থেকে এসেই ত্বক ধুয়ে নিন। সাবানের পরিবর্তে ফেসওয়াশ ব্যবহার করুন।
মুখের কালো দাগ দূর করতে চাইলে টমেটো, শসা এবং পেঁপে পরিমাণমতো পরিষ্কার পাত্রে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। তারপর মিশ্রণটি মুখে লাগান। মিশ্রণটি শুকিয়ে গেলে তার ওপরে আবার মিশ্রণটি লাগান। এভাবে তিন থেকে চার স্তরে মিশ্রণটি লাগানোর পর শুকিয়ে গেলে মুখ ধুয়ে নিন। এটি ছেলেদের রূপচর্চার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কৌশল।
★ বলিরেখা দূর করার উপায়ঃ
বয়স বাড়ার সাথে সাথে ছেলেদের ত্বকে বলিরেখা দেখা দেয়। এই বলিরেখা থেকে রেহাই পেতে ব্যবহার করুনঃ
মধু আর লেবু একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। সেটি ত্বকে লাগিয়ে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করে ধুয়ে নিন।
সরাসরি রোদে যাওয়া থেকে নিজেকে এড়িয়ে চলুন।
ছেলেদের রূপচর্চায় দুধের সরের মধ্যে বাদাম মিশিয়ে ফেসমাস্ক তৈরি করুন এবং রাতে শোবার পূর্বে এটি ব্যবহার করুন। সকালে উঠে ব্যাসন দিয়ে ধুয়ে নিন। এতে ছেলেদের ত্বকের বলিরেখা দূর হয়।
প্রতিদিন সালাদ খান।
★ ছেলেদের রূপচর্চায় চোখের নিচের কালো দাগ দূর করার উপায়ঃ
রাতে শোবার আগে চোকে গোলাপজল দিন।
শসা এবং কাঁচা দুধের ক্রিম টা চোখে ব্যবহার করলে চোখের নিচের কালো দাগ কমে যায়।
★ছেলেদের ত্বকের তৈলাক্ত ভাব দূর করতে কার্যকরী কৌশলঃ
এলোভেরা রসের সাথে লেবুর রস অথবা। অর্ধেক পাকা টমেটোর রস ভালোভাবে মিশিয়ে নিয়ে ফেসপ্যাক তৈরি করে নিন। তারপর পরিষ্কার মুখে এটি লাগিয়ে 15 থেকে 20 মিনিট শুকাতে সময় দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে নিন।
চন্দন এর মধ্যে সামান্য গন্ধক মিশিয়ে ব্যবহার করুন।
বাইরে কিংবা ধুলাবালি থেকে এসেই ফেসওয়াশ ব্যবহার করে মুখ পরিষ্কার করে নিন।
উপরুক্ত কৌশল গুলো ছেলেদের রূপচর্চার অত্যন্ত কার্যকরি।
★ছেলেদের রূপচর্চা ব্রণের দাগ দূর করে উজ্জ্বল ত্বক পাওয়ার উপায়ঃ
দুধের সরের সঙ্গে গোলাপের পাপড়ি মিশিয়ে আপনার মুখে লাগান এতে মুখের উজ্জ্বলতা বাড়বে।
2 চা চামচ চন্দনের গুঁড়া এবং 2 চা চামচ কাঁচা হলুদ মিশিয়ে তৈরি করে নিতে পারেন ছেলেদের ত্বকের জন্য ব্রণের দাগ দূর করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফেসমাস্ক। মাস্ক টি মুখে লাগিয়ে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করে ধুয়ে নিন এবং ব্রণের দাগ দূর করুন।
চন্দন কাঠের গুডোর সাথে গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করে নিন এবং সেখানে তিন থেকে চার ফোঁটা লেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন । এই মিশ্রণটি ছেলেদের রূপচর্চার অত্যন্ত গুরুত্বপূর্ণ
ডিমের সাদা অংশ ব্রণের দাগ দূর করতে অত্যন্ত কার্যকরী। রাতে শোবার আগে ব্রণের জায়গায় সেটি ব্যবহার করুন।
ছেলেদের রূপচর্চার তুলসী পাতার রস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুলসী পাতার রস মুখে লাগিয়ে 15 থেকে 20 মিনিট পর সেটি ধুয়ে নিন। ছেলেদের ব্রণ সমস্যা এতে দূর হবে।
★ছেলেদের রূপচর্চায় ত্বকের যত্নে আরো কিছু কার্যকরী বিষয়ঃ
প্রতিদিন পরিমাণ মতো পানি পান করুন।
পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিন।
দুশ্চিন্তা ছেলেদের রূপচর্চায় অত্যন্ত বিরুপ ভূমিকা পালন করে। তাই যথাসম্ভব দুশ্চিন্তা এড়িয়ে চলুন
প্রতিদিন কম করে হলেও আধ ঘণ্টা ব্যায়াম করুন।
নিজেদের সুস্থ-স্বাভাবিক, সুন্দর, উজ্জ্বল, কোমল এবং সজীব ত্বক পেতে চাইলে ত্বকের যত্ন নিন। ছেলেদের রূপচর্চায় উপরে উল্লেখিত বিভিন্ন পদ্ধতি সমূহ অনুসরণ করে কার্যকরী ফলাফল লাভ করুন। সুস্থ এবং সুন্দর হোক আপনাদের ত্বক।
ধন্যবাদ