মাত্র 15 মিনিটে ব্রণের দাগ দূর করতে টমেটোকে ত্বকে এইভাবে ব্যবহার করুন।

টমেটো অত্যন্ত সুস্বাদু একটি তরকারি হিসেবে আমাদের সকলের কাছে পরিচিত। তবে রূপচর্চায় টমেটো যে কতটা গুরুত্বপূর্ণ সেটি আমাদের অনেকের কাছেই অজানা। টমেটোতে রয়েছে ভিটামিন সি,কে, আয়রন, পটাশিয়াম এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, যা আমাদের ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী। ব্রণের দাগ আমাদের ত্বকের  স্বাভাবিক সৌন্দর্য নষ্ট করে তোলে। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে ব্রণের দাগ দূর করার উপায় খুঁজছেন। জেনে অবাক হবেন বন্ধুরা টমেটোতে রয়েছে ব্রণের দাগ সম্পূর্ণরূপে দূর করে ত্বককে উজ্জ্বল এবং ফর্সা করার অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান সমূহ। তাই ত্বকে কিভাবে টমেটো ব্যবহার করবেন তার বিস্তারিত নিয়ম নিয়ে এই আলোচনাটি সাজিয়েছে। তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক মাত্র 15 মিনিটে ব্রণের দাগ দূর করতে টমেটোকে ত্বকে কিভাবে ব্যবহার করবেন তার বিস্তারিত বর্ণনা।

 

মাত্র 15 মিনিটে ব্রণের দাগ দূর করতে টমেটোকে ত্বকে ব্যবহার করার পদ্ধতিঃ

প্রথম পদ্ধতিঃ

ব্রণের দাগ সম্পূর্ণরূপে দূর করে ত্বককে কোমল এবং মসৃণ করতে টমেটো ত্বকে ব্যবহারের জন্য দুটি ধাপ অতিক্রম করতে হবে নিন্মে তা আলোচনা করা হলো।

প্রথম ধাপঃ

টমেটো ত্বকে ব্যবহারের প্রথম ধাপটি হচ্ছে আপনার ত্বক ভালোভাবে ক্লিন করে নেয়া অর্থাৎ পরিষ্কার করে নেয়া।

 

1,,) আপনার ত্বকের জন্য উপযোগী যেকোনো ক্লিনজার দিয়ে ত্বক ভালোভাবে পরিষ্কার করে নিতে পারেন।

2,,)একটি লেবু স্লাইস করে কেটে নিয়ে তাতে আধা চা চামচ মধু দিয়ে আপনার ত্বকের ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে স্ক্রাব করে নিন।

এরপর কুসুম গরম জলে মুখ ধুয়ে নিন।

3,,) 2 চা চামচ অ্যালোভেরার জেল এ 1 চা চামচ লেবুর রস মিশিয়ে নিয়ে ভালোভাবে স্ক্রাব করে নিন।

এরপর কাছাপ তরল দুধ দিয়ে মুখ ধুয়ে নিন।

 

দ্বিতীয় ধাপঃ

ব্রন ও ব্রনের দাগ দূর করতে টমেটোর ফেসপ্যাক লাগানোর দ্বিতীয় এবং চূড়ান্ত ধাপ হচ্ছে টমেটোর ফেসপ্যাক এপ্লাই করা। প্রথমেই আপনাকে টমেটোর অত্যন্ত কার্যকরী একটি ফেসপ্যাক তৈরি করে নিতে হবে।

উপকরণসমূহঃ

একটি অর্ধেক পাকা টমেটোর রস।

2 চা চামচ চন্দন পাউডার।

একটা চামচ অ্যালোভেরার জেল।

এক চা চামচ মধু।

উপকরন সমুহ একটি পরিষ্কার পাত্রে নিয়ে ভালোভাবে মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। তাহলেই টমেটোর ফেসপ্যাক তৈরি হয়ে যাবে।

 

ব্যাবহার পদ্ধতিঃ

এবার তুলা অথবা পরিষ্কার নরম কিছু সাহায্যের সম্পূর্ণ মিশ্রণটি আপনার মুখে ভালভাবে লাগিয়ে নিন।

স্ক্রাবার অথবা হাতের সাহায্যে আলতোভাবে 7 থেকে 10 মিনিট ভালোভাবে স্ক্রাব করুন।

15 থেকে 20 মিনিট মিশ্রণটি ভালোভাবে শুকানোর সময় দিন।

এরপর পরিষ্কার ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন।

এই পদ্ধতিতে নিয়মিত আপনার ত্বকে টমেটোর ফেসপ্যাক টি ব্যবহার করলে অতি দ্রুত আপনার ত্বকের ব্রণ এবং ব্রণের দাগ সম্পূর্ণরূপে দূর হবে।

দ্বিতীয় পদ্ধতিঃ

ত্বক থেকে ব্রণের দাগ বলিরেখা কালো ছোপ ছোপ দাগ দূর করতে টমেটো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্বকে টমেটোর ব্যবহারের জন্য আমাদের দ্বিতীয় পদ্ধতিতে রয়েছে দুটি ধাপ। নিম্নে তা বিস্তারিত আলোচনা করা হলোঃ

প্রথম ধাপঃ

টমেটো ত্বকে ব্যবহারের প্রথম ধাপটি হচ্ছে ত্বক কে  ভালভাবে মাসাজ করে নেয়া। ত্বকে ম্যাসাজ করার জন্য আপনাকে প্রথমেই টমেটোর একটি মিশ্রণ তৈরি করতে হবে।

একটি অর্ধেক পাকা টমেটোর রস।

1 চা চামচ গোলাপ জল।

1 চা চামচ মধু।

2 চা চামচ বেসন।

একটি পরিষ্কার পাত্রে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি ঘন মিশ্রণ তৈরী করে নিন।

তুলা অথবা মুখের ব্রাশের সাহায্যে সম্পূর্ণ মুখে  ভালোভাবে স্ক্রাব করে লাগিয়ে নিন।

স্ক্রাবার অথবা হাতের সাহায্যে আলতোভাবে 7 থেকে 10 মিনিট ভালভাবে মাসাজ করুন।

সবশেষে গোলাপজল অথবা কাঁচা তরল দুধ দিয়ে মুখ ধুয়ে নিন।

 

দ্বিতীয় ধাপঃ

ত্বকে টমেটোর ব্যবহারের জন্য দ্বিতীয় পদ্ধতির চূড়ান্ত এবং শেষ ধাপ হচ্ছে ত্বকে টমেটোর ফেসপ্যাক এপ্লাই করা । নিন্ম লিখিত উপাদান গুলো দিয়ে প্রথমে টমেটোর ফেসপ্যাক তৈরি করে নিন।

উপকরন সমুহঃ

একটি পাকা টমেটো পেস্ট।

2 চা চামচ চালের গুঁড়া।

আধা চা চামচ হলুদ।

1 চা-চামচ অ্যালোভেরার জেল।

2 চা-চামচ কাঁচা তরল দুধ।

উপকরণসমূহ একটি পরিষ্কার পাত্রে নিয়ে কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরী করে নিন। তাহলে টমেটোর ফেসপ্যাক টি ব্যবহারের জন্য তৈরি হয়ে যাবে।

 

তুলার সাহায্যে সম্পূর্ণ মুখে ফেসপ্যাকটি ভালোভাবে স্ক্রাব করে লাগিয়ে নিন।

5 থেকে 10 মিনিট ভালভাবে মাসাজ করুন।

15 থেকে 20 মিনিট সম্পূর্ণভাবে শুকানোর জন্য সময় দিয়ে কুসুম গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন।

উপরোক্ত পদ্ধতিতে নিয়মিত টমেটোর ফেসপ্যাক টি আপনার ত্বকে ব্যবহার করলে ত্বকের ব্রণের দাগ সহ সকল সম্পূর্ণরূপে দূর হয়ে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ফর্সা এবং আকর্ষনীয়।

বিশেষ দ্রষ্টব্যঃ

উপরে বর্ণিত টমেটোর ফেসপ্যাক এর কোন উপকরণ আপনার ত্বকের জন্য এলার্জিক হলে তা ব্যবহার থেকে সম্পূর্ণরূপে দূরে থাকুন।

টমেটোর ফেসপ্যাক মুখে লাগিয়ে রোদে এবং ধুলাবালি যুক্ত স্থানের যাবেন না।

টমেটোর ফেসপ্যাক ব্যবহারের পর পরই আপনার ত্বক ময়েশ্চারাইজ করে নিবেন।

ত্বকে ম্যাসাজ করার সময় অতিরিক্ত প্রেসার দিবেন না।

 

ব্রণের দাগ সহ ত্বকের সকল ধরনের দাগ দূর করে ত্বক কে, কোমল, মসৃণ, আকর্ষণীয় এবং সুস্থ রাখতে নিয়মিত টমেটোর ফেসপ্যাক ব্যবহার করুন। নিজেদের ত্বকের যত্ন নিন।

ধন্যবাদ।