দাঁতের যত্নে টুথপেস্ট অত্যন্ত কার্যকরী একটি উপাদান। কিন্তু রূপচর্চায় যদি টুথপেষ্ট এর কথা বলি তাহলে অনেকেই হয়তো অবাক হবেন। মোটেও অবাক হওয়ার কিছু নেই বন্ধুরা টুথপেস্ট এর সঠিক ব্যবহার পদ্ধতি জেনে ত্বকে ব্যবহার করলে এটি আমাদের ত্বকে অত্যন্ত কার্যকরী প্রভাব বিস্তার করে। টুথপেস্ট আমাদের ত্বক থেকে ব্রন ও ব্রনের দাগ, ব্ল্যাকহেডস দূর করতে খুবই উপকারী। মলিন বিবর্ণ কালো ঠোঁটকে সম্পূর্ণ গোলাপি ও মসৃণ করে তুলতে টুথপেস্ট অত্যন্ত কার্যকরী। তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক কালো ঠোঁট গোলাপি করতে, ত্বকের ব্ল্যাকহেডস, ব্রণ এবং ব্রণের দাগ দূর করতে টুথপেস্ট এর সঠিক ব্যবহার পদ্ধতি সমূহ।
কালো ঠোঁট গোলাপি করতে টুথপেস্ট এর ব্যবহারঃ
কাল এবং মলিন ঠোঁটকে অতিমাত্রায় উজ্জ্বল এবং গোলাপী করতে টুথপেষ্ট অত্যন্ত কার্যকরী
নিন্মে ঠোঁট গোলাপি করে তুলতে টুথপেস্ট এর দুটি ব্যবহার আলোচনা করা হলোঃ
প্রথম পদ্ধতিঃ
সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার পর 1 চা চামচ পরিমাণ টুথপেস্ট আপনার হাতে নিন।
আঙুলের সাহায্যে পেস্ট গুলো সম্পূর্ণ ঠোঁটে ভালভাবে লাগিয়ে নিন।
3 থেকে 5 মিনিট অপেক্ষা করুন।
তারপর নরম পাতলা ব্রাশ দিয়ে আপনার ঠোট আস্তে আস্তে স্ক্রাব করে নিন অন্তত তিন মিনিট।
সবশেষে ঠোঁট পরিষ্কার করে নিন।
নিয়মিত ব্যবহারে আপনার ঠোঁট হয়ে উঠবে সম্পূর্ণ গোলাপি।
দ্বিতীয় পদ্ধতিঃ
টুথপেষ্ট এবং কিছু কার্যকরী মিশ্রণ এর সাহায্যে প্রথমে একটি প্যাক তৈরি করে নিনঃ
1 চা চামচ টুথপেস্ট।
আধা চা চামচ মধু।
এক চা-চামচ চিনি।
উপকরণসমূহ প্রথমে ভালোভাবে মিশিয়ে নিন।
আপনার ঠোঁটে লাগিয়ে নিয়ে অন্তত তিন থেকে 5 মিনিট অপেক্ষা করুন।
এরপর ব্রাশের সাহায্যে আস্তে আস্তে সম্পূর্ণ ঠোঁটে স্ক্রাব করুন।
এভাবে 5 মিনিট স্ক্রাব করার পর ঠাণ্ডা জলে ধুয়ে পরিষ্কার করে নিন।
বিঃদ্রঃ
কালারফুল টুথপেস্ট নেয়ার চেয়ে সাদা কালারের টুথপেস্ট ব্যবহার করুন যেমনঃ কোলগেট।
ঠোঁট ব্রাশ দিয়ে ম্যাসাজ করার সময় অতিরিক্ত চাপ দিবেন না।
দ্রুত উজ্জ্বল এবং ফর্সা ঠোঁট পেতে নিয়মিত টুথপেষ্ট এর পদ্ধতিসমূহ ব্যবহার করুন।
ব্ল্যাকহেডস, ব্রণ এবং ব্রণের দাগ দূর করতে টুথপেস্ট এর ব্যবহার সমূহঃ
ত্বক থেকে ব্ল্যাকহেডস, ব্রণ এবং ব্রণের দাগ দূর করতে টুথপেস্টের অত্যন্ত কার্যকরী 3 টি মিশ্রণ নিম্নে আলোচনা করা হলঃ
লেবু এবং টুথপেষ্টঃ
1 চা চামচ টুথপেস্ট।
1 চা চামচ লেবুর রস।
ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রথম মিশ্রণটি তৈরি করে নিন।
আপনি চাইলে একটি লেবু লম্বা করে স্লাইস করে কেটে নিয়ে তার উপর টুথপেস্ট ছড়িয়ে দিয়ে ঘষে ঘষে সম্পূর্ণ মুখে ব্যবহার করতে পারেন।
প্রাকৃতিক ব্লিচ হিসেবে লেবু অত্যন্ত কার্যকরী মুখের কালো দাগ ও ব্রণ এবং ব্রণের দাগ দূর করতে তাই এই মিশ্রণটি খুবই উপকারী।
টুথপেস্ট এবং বেসনঃ
ব্ল্যাকহেডস, ব্রণ এবং ব্রণের দাগ দূর করে চেহারায় স্বাভাবিক সৌন্দর্য বৃদ্ধি করতে টুথপেষ্টের এই মিশ্রণটি খুবই কার্যকরী।
1 চা-চামচ টুথপেস্ট।
1 চা চামচ এলোভেরা জেল।
একটি ভিটামিন ই ক্যাপসুল।
এক চা চামচ বেসন।
উপকরণ গুলি একটি পরিষ্কার পাত্রে নিয়ে ঘন মিশ্রণ তৈরী করে নিন।
টুথপেস্ট এবং চালের গুঁড়াঃ
টুথপেষ্টের এই মিশ্রণটি মাত্র একবার ব্যবহার করলেই ফলাফল আপনি বুঝতে পারবেন। নিয়মিত ব্যবহারে দ্রুত সময়ে আপনার ত্বক থেকে ব্ল্যাকহেডস, ব্রণ এবং ব্রণেরদাগ সম্পূর্ণরূপে দূর হবে।
1 চা চামচ টুথপেস্ট।
1 চা চামচ চালের গুঁড়া।
2 চা চামচ টমেটোর রস।
আধা চা চামচ মধু।
উপকরণ গুলি একটি পরিষ্কার পাত্রে নিয়ে ভালোভাবে মিশিয়ে মিশ্রণ তৈরী করে নিন।
টুথপেস্ট এর মিশ্রন ত্বকে ব্যবহারের পদ্ধতিঃ
প্রথমে আপনার ত্বক ভালোভাবে পরিস্কার করে নিন।
হাতের সাহায্যে মিশ্রণটি সম্পূর্ণ মুখে ভালোভাবে স্ক্রাব করে লাগিয়ে নিন।
5 থেকে 7 মিনিট স্ক্রাব করুন।
10 থেকে 15 মিনিট শুকানোর জন্য সময় দিন।
সবশেষে ঠান্ডা পরিষ্কার জলে মুখ ধুয়ে নিন।
বিঃদ্রঃ
টুথপেস্ট অথবা অন্যান্য উপকরণ ব্যবহারে আপনার ত্বকে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে তা ব্যবহার বন্ধ করুন।
টুথপেস্ট নির্বাচন করার সময় সাদা রঙের টুথপেস্ট ব্যবহার করলে ভাল ফল পাবেন।
টুথপেস্ট এর মিশ্রন লাগিয়ে রোদে এবং ধুলাবালি যুক্ত স্থানে যাবেন না।
দ্রুত সময়ে ব্ল্যাকহেডস, ব্রণ এবং ব্রণের দাগ দূর করতে টুথপেষ্ট মিশ্রন সমূহ নিয়মিত ব্যবহার করুন।
দাঁতের যত্ন নেয়ার পাশাপাশি আমাদের ত্বক এবং ঠোঁটের যত্নে টুথপেস্ট অত্যন্ত কার্যকরী। যে কেউ ঘরে বসে মিশ্রণ সমূহ তৈরি করে ত্বকের যত্ন নিতে পারবেন। তাই আমাদের নির্দেশিত পন্থা অনুসরণ করে ব্ল্যাকহেডস এবং দাগ মুক্ত ত্বকের অধিকারী হন। ঠোঁট কে করে তুলোন সম্পূর্ণ গোলাপি।