মাত্র ১বার ট্মেটো দিয়ে এইভাবে ফেসিয়াল করে নিলে ত্বক ফর্সা ও উজ্জ্বল হয়ে যাবে

সবজি হিসেবে আমরা টমেটো খেয়ে থাকলেও এই টমেটো কিন্তু ত্বক ফর্সা করতে বা উজ্জ্বল করতে ও পরিষ্কার করার পাশাপাশি চুলের যত্ন নিতে অনেক বেশি কার্যকর ভূমিকা রাখে। আজকে আমরা টমেটো দিয়ে ফেসিয়াল তৈরীর মধ্য দিয়ে কিভাবে ত্বক উজ্জ্বল ও ফর্সা করতে পারব তা আপনাদের বলে দিব।

বন্ধুরা,টোমেটো কিন্তু আমাদের ত্বকে টোনার হিসেবে কাজ করে।  প্রথমেই আমরা আপনাদের বলে দিব কিভাবে টমেটো দিয়ে ফেসিয়াল করা যায়।

বন্ধুরা টমেটো দিয়ে ফেসিয়াল করতে কতগুলো ধাপ আমাদের অনুসরণ করতে হবে।

টমেটো দিয়ে ফেসিয়াল করার ধাপ সমুহঃ

  • প্রথমে যে কাজটি করতে হবে একটি ভালো মানের ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে হবে।
  • ফেসওয়াশ দিয়ে যখন আমরা মুখ পরিষ্কার করি তখন শুধু মুখের ত্বকের ময়লা চলে যায়,কিন্তু ভিতরে আটকে থাকে ময়লা তা যায়না।
  • আর এ ধরনের ময়লা যদি আমরা বের না করে ফেসওয়াশ বা ফেসিয়াল করে ফেলি তাহলে সে ফেসিয়াল আমাদের কোনো কাজে আসবে না। তাই ফেসিয়াল করার প্রথম ধাপে হলো মুখ পরিষ্কার করে ফেলা। আর এজন্য প্রথমে যে কাজটা আমাদের করতে হবে তা হল…..

১ম ধাপঃ টমেটো দিয়ে মুখ ভালো করে পরিষ্কার করে ফেলাঃ

  • একটি পাকা টমেটো দুই ফালি করে আমাদেরকে মুখে ভালো মতো করে সার্কুলার মোশনে আস্তে আস্তে ঘুরিয়ে মুখ পরিষ্কার করে ফেলতে হবে।
  • টমেটো মুখে লাগিয়ে আস্তে আস্তে ঘষে ঘষে পরিষ্কার করার মধ্য দিয়ে মুখের গভীরে চলে আসবে। কারন টমেটো মুখের ময়লা দূর করতে অনেক ভালো কাজ করে।

২য় ধাপঃ ট্মেটো ও চিনির মিশ্রনঃ

  • এর পরে যে কাজটি করতে হবে সেটা হল একটি পাকা টমেটো এমনভাবে কাটতে হবে যার উপরে ১ চা চামচ চিনি দিয়ে মুখে মাসাজ করতে হবে।
  • ৫ মিনিট পর পর দুইবার আমাদেরকে এই পদ্ধতিতে মুখ মাসাজ করতে হবে।
  • এটা সারকুলার মোশনে মাসাজ করা হবে, যখন মাসাজ করা হয়ে যাবে তখন হালকা উষ্ণ গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে।

৩য় ধাপঃ টমেটো দিয়ে ফেসিয়াল প্যাকঃ

  • টমেটো দিয়ে ফেসিয়াল করার প্রধান উপকরণ ব্যবহার করে এমন একটি ফেইসপ্যাক আমাদের তৈরি করতে হবে যা ফেসিয়াল করার ক্ষেত্রে খুব বেশি ভূমিকা রাখে।
  • এ জন্য প্রথমে যে সকল উপকরণ আমাদের লাগবে……

মুলতানি মাটি ২ টেবিল চামচ

গোলাপ জল ১ টেবিল চামচ।

মধু ১ চা চামচ।

১ টি পাকা ট্মেটো।  ( কিভাবে মিক্স করবে )

  • প্রত্যেকটি উপকরণের সংমিশ্রণ ঘটিয়ে এই প্যাকটি তৈরি করে নিতে হবে।
  • প্যাকটি তৈরি হয়ে গেলে আমাদের মুখে লাগিয়ে নিতে হবে। ২০-২৫মিনিট মত সময় ধরে আমাদের মুখে লাগিয়ে রাখতে হবে।
  • এরপরে যখন একে একটু একটু শুকিয়ে আসবে তখন হালকা উষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
  • একটি চমৎকার পরিবর্তন আপনার মুখেই দেখতে পাবেন।
  • এই প্রক্রিয়াটি যদি আমরা প্রতি মাসে অন্ততপক্ষে একবার করে থাকি তাহলে আমাদের মুখ থেকে সকল ময়লা চলে যাবার পাশাপাশি ত্বক অনেক প্রাণবন্ত থাকবে।
  • কারণ ফেসিয়াল করার সময় আমাদের মুখের যে ব্লাড সেল গুলো থাকে এগুলো অনেক বেশি চলাচলে সচল থাকে, আর মৃত কোষগুলি চলে যাওয়ার ফলে নতুন প্রজন্ম ঘটে, যা আমাদের ত্বককে অনেক বেশি সুন্দর ও আকর্ষণীয় দেখায়।

তাই ত্বক উজ্জ্বল ও ফর্সা করতে আমাদের নিয়মিত ফেসিয়াল করা উচিত।

নোটঃ

একটি বিষয় মনে রাখা দরকার, যাদের ত্বকে টমেটোর ব্যবহারে এলার্জি থাকে তারা এই ধরনের ফেসিয়াল থেকে দূরে থাকবেন।কারণ এলার্জি সমস্যা থাকলে টমেটো ফেসিয়াল আমাদের উপকারের চেয়ে অপকারই বেশি করবে।

তাই আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের এলার্জি আছে কিনা। যখন আমরা নিশ্চিত হব আমাদের কোন এলার্জি নাই, তখনই আমরা টমেটোর ফেসিয়াল করতে পারব। আর এটা কিন্তু অনেক ভালো একটি ফেসিয়াল যা আমাদের ত্বককে অনেক উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করে সাথে সাথে দাগ্মুক্ত রাখে।