ত্বকের কালো দাগ দূর করে রাতারাতি ত্বককে ফর্সা করে নিন

আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি অসাধারণ সহজ রেমিডি।এই রেমেড়িটি নিয়ম মেনে নিয়মিত ব্যবহার করলে আপনি আপনার ত্বক হতে সব ধরণের কালো দাগ, ব্রণ, ব্রণের দাগ ,রোদেপুড়া কালো দাগ দূর করার পাশাপাশি বয়সের ছাপকেও দূর করতে পারবেন। এর ব্যবহারে আপনার ত্বক প্রাকৃতিকভাবে  ফর্সা, উজ্জ্বল আর গ্লোয়িং হয়ে উঠবে এবং আগের চেয়ে অনেক বেশি ইয়াং হবে । এর পাশাপাশি এই ফেইসপ্যাকটি ত্বককে দুধের মতো ফর্সা উজ্জ্বল করে দিবে এবং ত্বককে করে তুলবে নরম ,কোমল,মসৃণ ও  দীপ্তময়।

তো বন্ধুরা চলুন , দেখে নেওয়া যাক এই সহজ ও অসাধারণ কার্যকরী দুর্দান্ত ফেসপ্যাকটি তৈরি করার উপায়।

ব্রণ দূর করার ফেসপ্যাকঃ

উপকরণ সমূহঃ

৪ টেবিল-চামচ বিটরুটের রস।

২ চা চামচ চালের গুঁড়া।

১ চা চামচ লেবুর রস।

১ চা চামচ মধু।

পরিমাণমতো গোলাপজল।

ফেসপ্যাকটি তৈরির প্রক্রিয়াঃ

প্রথমে একটি পরিষ্কার পাত্রে বিটরুটের রস এবং ডালের গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

এরপর বাকি সব উপাদান পরিমাণমতো নিয়ে ভালোভাবে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করলেই চিরতরে ব্রন থেকে মুক্তি পাওয়ার অত্যন্ত কার্যকরী একটি ফেসপ্যাক তৈরি হবে।

ব্রণ থেকে মুক্তি পেতে ফেসপ্যাকটি ত্বকে ব্যবহারের নিয়মঃ

প্রথমে ক্লিনজার দিয়ে মুখ ভালো ভাবে পরিষ্কার করে নিন।

পরিষ্কার তোলা অথবা কাপড়ের সাহায্যে সম্পূর্ণ মুখে ফেসপ্যাক এর মিশ্রণ টি  ভালোভাবে স্ক্রাব করে লাগিয়ে নিন।

5 থেকে 7 মিনিট ক্লক এবং এন্টি ক্লক স্টাইলে ঘুরিয়ে ঘুরিয়ে আলতোভাবে ত্বকের ওপর ম্যাসাজ করুন।

15 থেকে 20 মিনিট শুকানোর জন্য সময় নিন।

সম্পূর্ণ শুকিয়ে গেলে পরিষ্কার ঠান্ডা জলে মুখ ভালো ভাবে ধুয়ে নিন।

মাত্র 3 দিনে চিরতরে ব্রণ থেকে মুক্তি পাওয়ার জন্য নিয়মিত ফেসপ্যাকটি ব্যবহার করলে দ্রুত সময়ে ব্রণ এবং ব্রণের দাগ সম্পূর্ণরূপে দূর হবে ত্বকের লোমকূপ প্রসারিত হবে।  ব্রণের জীবাণু এবং ছত্রাকের সংক্রমণ দূর হবে। ত্বক গভীর থেকে উজ্জ্বল ফর্সা আকর্ষণীয় ও লাবণ্যময় হয়ে উঠবে। ত্বক থেকে বিভিন্ন ধরনের দাগ চিরতরে দূর হবে। তো ,আপনারা এই প্যাকটিকে বাড়িতে ট্রাই করুণ।