ত্বকের দাগ দুর করতে মুলতানি মাটি ও গোলাপ জলের ব্যবহার

আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, বিষয়টি ছেলেদের সাথে সাথে মেয়েদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।  কারণ আজকে যে বিষয়ে আমরা কথা বলব সেটি হল মুলতানি মাটি ও গোলাপজল ব্যবহার করে কিভাবে আমরা খুব সহজে মুখের দাগ দূর করতে পারবো।

বন্ধুরা এক্ষেত্রে কিন্তু আমরা একবারও বলিনি ব্রণের দাগ দুর করার কথা। মুখের মধ্যে বিভিন্ন ধরনের দাগ হতে পারে। সেটা হতে পারে ব্রণের দাগ,  অথবা কোন ধরনের এলার্জি, অথবা রোদে পোড়া দাগ। বিভিন্ন ধরনের দাগ আমাদের মুখে হয়ে থাকে। এটা মেয়েদের ক্ষেত্রে যেমন হয়,ছেলেদের ক্ষেত্রে ও  সমানভাবে দায়ী। আজকের আমাদের এই টপিকটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা সবাই আমাদের পরামর্শ গুলো অনুসরণ করবেন এবং খুব সহজে মুখ থেকে অনাকাঙ্ক্ষিত দাগ দূর করতে পারবেন। আমাদের সৌন্দর্যের রাজধানী মুখ কে  খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবেন।  এর মধ্য দিয়ে নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে পারবেন।

মুলতানি মাটি ও গোলাপজল এর মিশ্রণঃ

তাহলে বন্ধুরা, জেনে নেওয়া যাক কিভাবে মুলতানি মাটি ও গোলাপজল এর মিশ্রণ দিয়ে আমরা খুব সুন্দর সুন্দর মুখের প্যাক তৈরি করতে পারব,  এবং সেটা অয়েলি এবং ড্রাই স্কিনের জন্য ক্ষেত্রবিশেষে আলাদা হবে।

কোন ধরনের চিন্তা না করে আমাদের নিচের দেওয়া এই সকল উপকরণ গুলো আপনারা ব্যবহার করবেন এবং হাতে হাতে এর ফলাফল আপনারা উপভোগ করতে পারবেন।

আজকে আমি আপনাদের জন্য মুলতানি মাটি ও গোলাপজল এর সাথে আরও কিছু উপকরণ মিশ্রিত কিছু কথা শেয়ার করব।

মুলতানি মাটির সাথে গোলাপ জল ও মধুঃ

যে প্যাক টি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেই প্যাকটি তৈরি করতে আমাদের যে সকল উপকরণ গুলো হাতের কাছে রাখতে হবে তা হলো………

  • ১ কাপ পরিমান মুলতানি মাটি
  • ২টেবিল চামচ গোলাপজল।
  • সামান্য মধু।

বন্ধুরা এতে খাঁটি মধু নেওয়ার চেষ্টা করবেন। বাজারজাত করা মধুর মধ্যে ভেজালের পরিমাণ বেশি থাকে। তাই খাঁটি মধু যদি হাতের কাছে না থাকে এবং যেহেতু আমাদের ত্বক অনেক সেনসিটিভ একটি বিষয়,  ভেজালের কাছে না যাওয়াই ভালো। হাতের কাছে থাকলে আমরা এই প্রেক্ষিতে মধু ব্যবহার করব। আর মধু যদি না থাকে শুধু গোলাপ জল আর মুলতানি মাটি দিয়ে এই প্যাকটি তৈরি করবেন।

কিভাবে প্যাকটি তৈরি করবেনঃ

একটি বাটিতে আপনার নেওয়া মুলতানি মাটি ও গোলাপজল দিয়ে গোলাপ জলের সাথে মুলতানি মাটি গুলো ভালো মত মিক্স করে আপনার মুখের মধ্যে লাগাবেন। এটি আপনার মুখের ফেসওয়াশ এর মত কাজ করবে। আপনারা যখন ঘর থেকে বাইরে যান, বিভিন্ন ধুলাবালি আমাদের মুখে লাগে কিন্তু আমরা বাড়ি থেকে বাসায় এসে বিভিন্ন ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করি। বাজারে যে সকল ফেইসওয়াশ পাওয়া যায় তার মধ্যে ৮০ শতাংশই ভেজাল। আর আমাদের মুখের মত সেনসিটিভ জায়গায় এই ভেজালের ব্যবহার না করাই ভালো। একটু সময় নিন, আমরা যদি ঘরোয়া ভাবে আমাদের মুখের পরিচর্চা করি তাহলে আমাদের মুখ দীর্ঘমেয়াদি একটি সৌন্দর্য পাবে। তাহলে বন্ধুরা আমরা ফেসওয়াশ যখন ব্যবহার করি তার জায়গায় এই প্যাকটি ব্যবহার করতে পারব। এই প্যাক টি আমরা দুই দিন মতো সংরক্ষণ করতে পারি ফ্রিজে রেখে। কিন্তু বন্ধুরা এই প্যাকটি তৈরি করা যেহেতু কঠিন নয় তাই ফ্রিজে সংরক্ষণ না করে তাৎক্ষণিক তৈরি করে মুখে লাগানোর সবচেয়ে নিরাপদ। আমরা যখন বাহির থেকে আসব, তখন এই প্যাকটি মুখে লাগাবো। লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলব।  যে কোন একটি মসরাইজার ক্রিম আমরা ব্যবহার করব। এটি আপনি দিনে দুইবার ব্যবহার করতে পারেন। কোন ধরনের সাইডএফেক্ট ছাড়াই এটি আপনাকে দিবে সুন্দরতম একটি ত্বক। এবং দীর্ঘদিন ব্যবহারে আপনি পাবেন লাবন্যময়ী চেহারা।

মুলতানি মাটির সাথে গাজর ও গোলাপ জলের প্যাকঃ

যে প্যাক টি  আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তাতে যে উপকরণগুলো আপনাকে ব্যবহার করতে হবে সে উপকরণ গুলো খুবই সহজে আমাদের হাতের কাছে থাকে। বন্ধুরা প্রথমে আমাদের নিতে হবে

  • ১ কাপ মুলতানি মাটি।
  • দু-একটা গাজর এবং
  • কিছু পরিমাণ গোলাপ জল।
  • চলুন বন্ধুরা, কিভাবে এই প্যাক টি আপনারা তৈরি করবেন সেটা একটু জেনে নেই……

কিভাবে এই প্যাক বানাবঃ

একটি বাটিতে আপনার হাতের কাছে থাকা মুলতানি মাটি গুলো ঢেলে  দিবেন। হাতে যে গাজর নিয়েছিলেন সেটি ভালো মতো পরিষ্কার করে ব্লেন্ড করে নিবেন। বন্ধুরা যখন ব্লেন্ড করবেন তখন ভুলেও পানি মিক্স করবেন না। ব্লেন্ডারে ছোট ছোট টুকরো করে দিয়ে দিবেন এবং যখন ব্লান্ড করবেন, পানি ছাড়া ব্লান্ড করার চেষ্টা করবেন। যেহেতু সবজি জাতীয় এই গাজর তাই সহজে ব্লান্ড হয়ে যাবে। ব্লান্ড হওয়ার পরে আপনি সেখান থেকে দুই টেবিল-চামচ গাজর নিয়ে মুলতানি মাটির সাথে মিক্স করবেন। সাথে ২ টেবিল চামচ গোলাপজল ভালোমতো মিক্স করে প্যাকটি তৈরি করে ফেলবেন।

মুলতানি মাটি ও গোলাপ জলের সাথে গাজর মিশিয়ে ত্বকের উপকারীতাঃ

বন্ধুরা

  • এই প্যাকটি আমাদের মুখে যদি আমরা লাগাই আমাদের মুখের দীর্ঘমেয়াদি যে দাগ গুলো মুখে ছিল, বিভিন্ন ধরনের এক্সিডেন্ট দুর্ঘটনার কারণে অনেক সময় দেখা যায় যে তারা সহজে যায় না বা যাবে না বলে নিয়ে যাওয়ার আর চেষ্টাও করিনা। কিন্তু এই প্যাক যদি আমরা নিয়মিত ব্যবহার করি তাহলে আমাদের মুখের দীর্ঘমেয়াদি দাগ গুলো চলে যাবে।
  • সাথেসাথে রোদে পোড়া ভাব এবং বিভিন্ন এলার্জির কারণে সৃষ্ট দাগ চলে যাবে।
  • এটি আমরা প্রতিদিন ঘুমানোর আগে ব্যবহার করব। এই প্যাকটি মুখে দিয়ে ২০ মিনিট রেখে শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলে একটি ক্রিম দিয়ে আমরা ঘুমিয়ে পড়বো। ফলে ত্বক মোলায়েম হবে।

মুলতানি মাটির সাথে দুধ ও টমেটোর প্যাকঃ

এ প্যাকটি তৈরি করতে আপনার যে উপকরণগুলো লাগবে তা হল……

  • ১ বাটি মুলতানি মাটি।
  • একটি পাকা টমেটো
  • সাথে দুই টেবিল-চামচ গরুর দুধ।

কিভাবে তৈরি করবেনঃ  

একটি পাত্রের মধ্যে মুলতানি মাটি গুলো ঢেলে নিয়ে পাকা টমেটো ভালোমতো হাতে কচলে দিবেন। ভালো হয় আপনারা দানা গুলো আলাদা করে ফেলবেন। এরপরে সামান্য পরিমাণে তাতে দুধ দিবেন।  এরপরে ভাল মত মিশ্রন তৈরী করে ফেলবেন। এই প্যাকটি আপনারা  সপ্তাহে তিনবার ব্যবহার করতে পারেন।

বন্ধুরা যে তিনটি প্যাক এর কথা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এতে আপনারা ছেলে-মেয়ে নির্বিশেষে এই প্যাক টি ব্যবহার করতে পারেন। এখানে একটি কথা বলে রাখা ভাল উপরে যে দুইটি প্যাকের  কথা বললাম সেটা সবাই ব্যবহার করতে পারবেন। যাদের ত্বক অয়েলি স্কিনের সবাই ব্যবহার করতে পারবেন। কিন্তু শেষে যে প্যাক টির  কথা আমরা বললাম সেখানে আমাদের উপকরণ হিসেবে ছিল দুধ, সেটা যাদের ত্বক শুষ্ক তারা ব্যবহার করবেন। কিন্তু যাঁদের ত্বক অনেক বেশি অয়েলি তারা দুধের জায়গায় মধু ব্যবহার করবেন। এতে আপনারা খুব ভাল ফলাফল পাবেন।

বন্ধুরা এই তিনটির যেকোনো একটি প্যাক আপনারা ব্যবহার করতে পারেন অথবা তিনটিই আপনারা রাউন্ড করে ব্যবহার করতে পারেন।  বন্ধুরা এই উপকরণগুলো প্রাকৃতিক হওয়াই কোন ধরনের সাইডএফেক্ট থাকেনা এবং সম্পূর্ণভাবে ভালো একটি ফলাফল আপনারা পাবেন।