ত্বকের যত্নে এলোভেরার সেরা ৩ টি ফেইসপ্যাক

এলোভেরা কে অনেক সময় ঘৃতকুমারী বলা হয়। ত্বকের যত্নে প্রাকৃতিক ভাবে সবাই এলোভেরা ব্যবহার করে আসতেছে। কিন্তু সাম্প্রতিককালে রুপচর্চায় অ্যালোভেরার ব্যবহার এখন সবার কাছে অনেক পরিচিত।  এলোভেরা অনেক ধরণের কাজ করতে পারে। এটি খাওয়ার মাধ্যমে শর্করার পরিমাণ কমিয়ে আমাদেরকে  শারীরিক ভাবে সুস্থ রাখে। পাশাপাশি এলোভেরা চুলের জন্য ও কিন্তু অনেক ভালো কাজ করে। তার  সাথে সাথে ত্বকের যত্নে এলোভেরা তো আছেই। আজকে আমরা ত্বকের যত্নে অ্যালোভেরার ৩ টি চমৎকার ফেইসপ্যাক সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব।

ত্বকের যত্নে এলোভেরার সেরা ৩ টি ফেইসপ্যাকঃ

১। ত্বক ফর্সা করতে এলোভেরার সাথে টক দই ও গাজরের পেস্টঃ

এটি আমাদের মুখের বলিরেখা দূর করার সাথে সাথে বয়সের ছাপ কমাতে সাহায্য করে। এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………

  • ২ টেবিল চামচ এলোভেরা জেল।
  • ১ চা চামচ টক দই।
  • ২ টেবিল চামচ গাজরের পেস্ট।

যেভাবে ব্যবহার করবঃ

  • উপকরণ গুলো একসাথে করে আমরা মুখে যদি লাগায়, তাহলে আমাদের মুখ থেকে যত ধরনের বয়সের ছাপ আর বলিরেখার দাগ আছে সব দূর হয়ে যাবে।
  • আমরা এই প্যাক এ যে ধরনের উপকরণগুলি ব্যবহার করেছি প্রত্যেকটি উপকরণ কিন্তু ত্বকের রূপচর্চায় আলাদা আলাদা ভাবে কাজ করে।
  • আর এই ধরনের ভালো উপকরণের সংমিশ্রন যদি একসাথে ঘটানো যায় তাহলে তার থেকে ফিডব্যাক তো অবশ্যই ভালো আসবে। 

২। ত্বকের রং উজ্জ্বল দেখাতে ও ব্রণের দাগ দুর করতে  এলোভেরার সাথে লেবুর রস ও মুলতানি মাটিঃ

  • এই প্যাকটি আমাদের মুখের ত্বকে ব্রণের দাগ দূর করতে ও ব্রণ হবার প্রবণতা অনেকাংশে কমিয়ে ফেলে
  • রাতে ঘুমাতে যাবার আগে এলোভেরা জেল আমরা আলাদা করে নিব তারপরে মুলতানি মাটির সাথে লেবুর রস মিশিয়ে ভালোমতো মিক্স করে আমরা রাতে আমাদের ব্রণের অংশের উপর লাগিয়ে দিব।

নোটঃ

আমাদের চেহারাটা অনেক সেনসিটিভ হয়, তাই লেবুর রস বাদ দিয়ে মধু দিতে পারেন।  ( এটা হবে আমাদের অনেকের ত্বক সেনসিটিভ হয়, তারা লেবুর রস বাদ দিয়ে মধু দিতে পারেন। )

  • যদি নিয়মিতভাবে করতে পারি তাহলে আমাদের মুখে ব্রনের দাগ ও ব্রণ হবার প্রবণতা কমে যাওয়ার পাশাপাশি ব্রণের কারণে হওয়া অনেক গর্ত হয়ে যায় যা চলে যায়।

প্রশ্নঃ অনেক মেডিসিন খাওয়ার পর ও কেন ব্রনের দাগ যায়না????

উত্তরঃ অনেকে অনেক ধরনের মেডিসিন এন্টিবায়োটিক ওষুধ খায় যাতে করে অল্প সময়ের জন্য হলেও ব্রণের দাগ চলে যায়। কিন্ত যায়না। এ জন্য প্রাকৃতিক উপায়ে সবচেয়ে সহজ পদ্ধতিতে এলোভেরা জেল এর সাথে এই মিশ্রণ টি ব্যবহারের মধ্য দিয়ে ব্রণের সমস্যার সমাধান গুটিয়ে নিতে পারবেন।

৩। ত্বকের যত্নে এলোভেরার সাথে কাঁচা হ্লুদ ও টক দইঃ

  • এটি একটি গোল্ড ফেসিয়াল এর মত কাজ দেওয়া একটি প্যাক। এর ব্যবহার আমরা তখনই করবো যখন আমাদের কোথাও কোন অকেশন বা ফাংশন থাকে।
  • যখন পার্লারে যাবার মতো সময় আমাদের থাকেনা তখন পার্লারের মত কার্যকরভাবে আমরা ঘরে বসে এলোভেরা জেল এর ব্যবহার এর মধ্য দিয়ে ফেসিয়াল করে নিতে পারি।
  • এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে…

২ চা চামচ এলোভেরা জেল।

২ চা চামচ কাঁচা হলুদ।

১ চা চামচ টক দই।

১ চা চামচ মধু।

  • এর মিশ্রণ ঘটিয়ে আমরা একটি প্যাক তৈরী করে নিব। এটা কিন্তু গোল্ড ফেসিয়াল এর মত কাজ দিবে। এটি ব্যবহারের মধ্য দিয়ে তাৎক্ষণিকভাবে আমরা অনেক সুন্দর একটি লুক সাথে সাথে পাব।
  • আমাদের ত্বক অনেক বেশি স্বাস্থ্যউজ্জ্বল ও কচি নরম দেখাবে।

যে ৩টি এলোভেরার প্যাক আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো কিন্তু অন্যরকমভাবে কার্যকরী ত্বকের ক্ষত্রে। এলোভেরার যত ধরনের প্যাক ত্বকের পরিচর্যায় রয়েছে তার মধ্যে খুব সহজ উপায় ও  কার্যকরী ৩ টি প্যাক। এ প্যাক গুলো ঘরে বসে ব্যবহার করুন ফলাফল কেমন হয় তা নিজেরাই দেখে নিন।