ত্বকের যত্নে কাঙ্খিত ফল লাভে কার্যকরী কিছু অ্যালোভেরার ফেসপ্যাক

আমাদের ত্বক বৈচিত্র্যময়  কারো ত্বক তৈলাক্ত, ত্বক শুষ্ক ও রুক্ষ এবং কারো ত্বক আবার মিশ্র হয়ে থাকে অনেকর ত্বক  অনেক বেশী সেনসিটিভ। কিন্তু তার পরেও এই সকল বৈচিত্র্যময় ত্বকের যত্নে আমরা অনেক কিছুই ব্যবহার করে থাকি জেনে না জেনে অনেকেই আবার নিজের ত্বকের ক্ষতি সাধন করে বসি। তাই আমরা এবারের  আলোচনা সাজিয়েছি ত্বকের যত্নে অ্যালোভেরার অত্যন্ত কার্যকরী কিছু ফেইসপ্যাক নিয়ে। তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক ত্বকের যত্নে কার্যকরী এলোভেরার কিছু ফেইসপ্যাক।

★অ্যালোভেরা কিঃ

অ্যালোভেরা হচ্ছে ঔষধি গুনাগুন সম্বলিত একটি ভেষজ উদ্ভিদ যার অন্য নাম  ঘৃতকুমারী। এলোভেরার পাতার ভিতরে বিদ্যমান রস মূলত অ্যালোভেরার জেল নামে পরিচিত। অ্যালোভেরার জেল মানবদেহের বাহ্যিক এবং অভ্যন্তরীণ সুস্থতার জন্য অত্যন্ত কার্যকরী। কারণ এতে রয়েছে এন্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান সহ ভিটামিন এ এবং  ভিটামিন বি।

★★ত্বকের যত্নে কার্যকরী কিছু অ্যালোভেরা ফেসপ্যাকঃ

★অ্যালোভেরা ফেসপ্যাক তৈরিতে উপাদানসমূহঃ

* অ্যালোভেরার জেল।

* অপরিশোধিত মধু।

* শসার রস।

* কাঁচা হলুদের গুঁড়ো।

* দুধ।

* লেবু বা টমেটোর গুঁড়ো।

* গোলাপজল।

* রোজ অয়েল বা অলিভ অয়েল, ইত্যাদি।

★ত্বকের যত্নে এলোভেরা ফেসপ্যাক তৈরির নিয়মঃ

সব উপাদান মিশিয়ে ত্বকে এপ্লাই করে ১৫ মিনিট পর ধুয়ে নিতে পারবেন।

 ★এলোভেরা এবং মধুর ফেসপ্যাকঃ

* 2 চা চামচ অ্যালোভেরার জেল এবং 1 চা-চামচ মধু কোন একটি পরিষ্কার পাত্রে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। তাহলেই তৈরি হয়ে যাচ্ছে এলোভেরা এবং মধুর অত্যন্ত কার্যকরী ফেসপ্যাক।

★ অ্যালোভেরা কাঁচা হলুদ এবং দুধের ফেসপ্যাকঃ

*2 চা চামচ অ্যালোভেরার জেল  দুই চিমটি কাঁচা হলুদের গুঁড়ো এবং 2 চা চামচ দুধ কোন একটি পরিষ্কার পাত্রে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি করুন ত্বকের যত্নে অত্যন্ত কার্যকরী অ্যালোভেরা ফেসপ্যাকটি।

★এলোভেরা এবং শসার রসের ফেইসপ্যাকঃ

2 চা চামচ অ্যালোভেরার জেল এবং 2 চা চামচ শশার রস ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি করতে পারেন অ্যালোভেরার গুরুত্বপূর্ণ ফেসপ্যাকটি। যা সেনসিটিভ ত্বকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

★ অ্যালোভেরা লেবু বা টমেটোর ফেসপ্যাকঃ

* 3 চা চামচ এলোভেরা জেল, তিন থেকে চার ফোঁটা লেবুর রস বা অর্ধেক পাকা টমেটোর রস । ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি করে নিন এলোভেরা কার্যকরী ফেসপ্যাকটি। মনে রাখবেন যাদের ত্বক অত্যন্ত সেনসিটিভ তারা লেবুর রস এর পরিবর্তে টমেটোর রস ব্যবহার করবেন।

★এলোভেরা, গোলাপজল এবং অলিভ অয়েলের ফেসপ্যাকঃ

* 2 চা চামচ অ্যালোভেরা জেল এবং একটা চামচ অলিভ অয়েল 1 চা চামচ গোলাপজল মিশিয়ে  ত্বকের যত্নে ফেইস প্যাকটি তৈরি করে নিতে পারেন।

★★ত্বকের যত্নে উপরোক্ত অ্যালোভেরা ফেসপ্যাক গুলো ব্যাবহারের উপকারিতাঃ

★ অ্যালোভেরার ত্বকে। বিদ্যমান বিভিন্ন ব্যাকটেরিয়া ধ্বংস করে ত্বককে সজীব কোমল ও মসৃণ রাখতে সাহায্য করে।

★ মধু বিভিন্ন ব্যাকটেরিয়া ধ্বংস এবং ত্বককে টানটান ও আকর্ষণীয় করে রাখতে সাহায্য করে।

★ফেসপ্যাক এ বর্ণিত শসার রস আপনার  সেনসিটিভ ত্বক সজীব এবং মসৃণ রাখে।

★ কাঁচা হলুদ এবং এলোভেরার ফেইস প্যাকটি আপনার ত্বক কে গভীর থেকে উজ্জ্বল করে তোলে।

★ ফেসপ্যাক গুলো স্কিন কেয়ার এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

★ অ্যালোভেরা, লেবুর রসের ফেইসপ্যাকঃ টি আপনার ত্বকের তৈলাক্ত ভাব সম্পূর্ণভাবে দূর করে দেয়।

★ ত্বকে বিভিন্ন ধরনের দাগ যেমন ব্রণের দাগ বলিরেখা বুড়িয়ে যাওয়া  ইত্যাদি দাগ দূর করতে ফেসপ্যাক গুলোর উপকারিতা অনশিকার্য।

★অ্যালোভেরার ফেসপ্যাক আপনার মৃত লোমকূপ সতেজ করে তোলে এবং লোমকূপে শক্তি যোগায়।

ত্বকের যত্নে অ্যালোভেরা ফেসপ্যাক গুলো ব্যবহারের নিয়মঃ

★অ্যালোভেরা ফেসপ্যাক ব্যবহারের পূর্বে প্রথমে আপনার মুখ পরিষ্কার ভাবে ধুয়ে নিন।

★মুখে এলোভেরা জেল লাগিয়ে কিছু সময় ধরে ভালোভাবে মালিশ করুন।

★অ্যালোভেরার ফেসপ্যাক টি সম্পূর্ণভাবে শুকানোর জন্য 20 থেকে 25 মিনিট সময় দিন।

★ তারপর ভালোভাবে ধুয়ে নিন।

★ ভালো ফলাফল হতে তে সপ্তাহে তিন থেকে চারবার ফেসপ্যাক গুলো ব্যবহার করুন।

সতর্কীকরণঃ

★ অপ্রাপ্তবয়স্কদের ত্বকে এলোভেরার জেল লাগাবেন না।

★ আপনার ত্বকে যদি এলার্জির প্রবলেম থাকে তাহলে অ্যালোভেরার জেল সরাসরি মুখে না লাগিয়ে শরীরের অন্য জায়গার ত্বকে লাগিয়ে দেখুন।

★ এলোভেরা জেল মুখে লাগিয়ে রোদে বা গরমে যাবেন না।

অ্যালোভেরায় বিদ্যমান কার্যকারিতা সম্পর্কে আমাদের কারোরই কোনো সন্দেহ নেই। শুধুমাত্র অ্যালোভেরার সঠিক ব্যবহার পদ্ধতি জানলে আমরা অ্যালোভেরা  ফেসপ্যাক সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে ঘরে বসেই তৈরি করে ত্বকের যত্ন নিতে পারব। আশা করি আমাদের আলোচিত ফেসপ্যাক গুলো আপনাদের প্রত্যাশিত ফল লাভে সাহায্য করবে। নিজেদের ত্বকের যত্ন নিন।