আপনি কি খুব ব্যস্ত ???? একদম ত্বকের যত্ন নিতে পারছেন না। আপনার জন্যই আমাদের আজকের আয়োজন। সুপ্রিয় বন্ধুরা, সুন্দর থাকতে অসুন্দর দেখাতে কে চায় আর সেটা যদি প্রাকৃতিক উপকরনের সংমিশ্রণে হয়ে থাকে তাহলে তো কথাই নেই। এই ধরনের সৌন্দর্য মানুষকে চোখের পলকে আকৃষ্ট করে ফেলে। এই কর্মব্যস্ত জীবনে জীবিকার তাগিদে যেখানে দম ফেলানোর সুযোগ থাকে না, সেখানে সৌন্দর্য নিয়ে মাথাব্যাথা সত্যি হাস্যকর। তাই বলে কি ত্বকের যত্ন আমরা নিব না??? বা নিজেদেরকে সুন্দর দেখাবো না????
অল্প সময়ে যদি আমরা এই কাজটি সেরে ফেলতে পারি সেটা সবার কাছে অনেক খুশির একটি খবর। বন্ধুরা সুন্দর ভাবে নিজেকে গড়ে তুলতে সবাই মনে করে একটি দীর্ঘ প্রসেস এর দরকার। যার কারণে অনেকেই এই কাজটি করে না এবং নিজের সৌন্দর্য সম্পূর্ণরূপে প্রকৃতির উপর ছেড়ে দেয়। আর প্রকৃতি নিজের ইচ্ছেমতো আমাদের সৌন্দর্যকে ট্রিট করে। যা মোটেও উচিত নয়।
ব্যস্ত জীবনে অল্প সময়ে কিভাবে নিজেকে সুন্দর রাখবেনঃ
আজকে আপনাদের কর্ম ব্যস্ত জীবনের কথা মাথায় রেখেই চমৎকার চমৎকার কিছু ঘরোয়াপ্যাক আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যার ব্যবহারে মাত্র ১ দিনে নিজেকে আপনারা করে তুলতে পারেন অসাধারণ লাবণ্যময়ী।
- একবার ব্যবহারে যে প্যাক আপনাকে এতটা সুন্দর করে দিবে, আমি আশা করব হাজার ব্যস্ততার মধ্যেও আপনি এই প্যাকটি ব্যবহার করার জন্য সময় বের করে রাখবেন।
১। স্বল্প সময়ে ত্বক ফর্সা করতে চন্দনের গুড়ার সাথে এলোভেরার ফেইসপ্যাকঃ
এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………
- ২ টেবিল চামচ চন্দনের গুঁড়া,
- ২ টেবিল এলোভেরা জেল,
- ২ টেবিল মুলতানি মাটি,
যেভাবে ব্যবহার করবেনঃ
- উপকরণ গুলো একসাথে মিক্স করে আমরা আমাদের ত্বকে লাগালে এবং ২০ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেললে আমাদের ত্বক ১০০% দুধে আলতা রঙের হয়ে যাবে।
- বন্ধুরা, প্রথম ব্যবহারের কার্যকারিতা আপনি চোখে দেখে হাজারো ব্যস্ততার মধ্যেও সপ্তাহে তিনদিন এই প্যাকটি ব্যবহার করার জন্য ২০ মিনিট করে সময় বের করে রাখবেন। সেটা আমি হলফ করে বলতে পারি।
২। ব্যস্ত সময়ে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে মিষ্টি কুমড়ার সাথে টক দই এর ফেইসপ্যাকঃ
এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………
- ২ টেবিল চামচ মিষ্টি কুমড়ার পেস্ট,
- ২ টেবিল চামচ টক দই,
- ২ টেবিল চামচ অলিভ অয়েল,
যেভাবে ব্যবহার করবেনঃ
- উপকরণ গুলো একসাথে ব্লেন্ডার করে আমরা যদি ত্বকে লাগায়, আমাদের ত্বক থেকে বিভিন্ন ধরনের দাগ দূর হয়।
- আমাদের ত্বক এত সুন্দর ও লাবণ্যময় হবে যে আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না।
৩। অল্প সময়ে ত্বকের যত্নে পাকা টোমেটোর সাথে গোলাপজলঃ
এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………
- ১ টি পাকা টমেটোর পেস্ট,
- ২ টেবিল চামচ গাজরের পেস্ট,
- ২ টেবিল চামচ গোলাপজল,
- ২ টেবিল চামচ জবা পাতার পেস্ট,
ব্যবহার করবেন যেভাবেঃ
- উপকরণ গুলো একসাথে ব্লেন্ডার করে নিয়ে তাতে পরিমাণ মতো গরুর দুধ মেশিয়ে প্যাক টি আমাদের ত্বকে লাগাতে হবে,
- এ প্যাকটি আমাদের ত্বক দুধে-আলতা ও লাবণ্যময় করতে দারুণ কাজ করে।
বন্ধুরা, এই তিনটি ফেইসপ্যাক আমরা সপ্তাহে অন্তত তিনবার ব্যবহার করব। যেকোনো একটি প্যাক আপনি আপনার পছন্দমত বাছাই করে নিতে পারেন।
- এই প্যাক গুলোকে আরো বেশি কার্যকরী করে গড়ে তুলতে আপনারা এই প্যাকগুলো ব্যবহার করার আগে ৫ মিনিট সময় ধরে স্ক্রাব করে নিতে পারেন।
- এই স্ক্রাপ করতে যে সকল উপকরণ লাগবে………
২ টেবিল চামচ কাঁচা হলুদ বাটা,
২ চা চামচ লেবুর রস,
যেভাবে এই স্ক্রাবটি আপনারা করবেনঃ
- একটি বাটিতে পরিমাণমতো কাঁচা হলুদবাটা নিবেন। তার সাথে চিনি যোগ করে একটি মিশ্রণ তৈরি করবেন। লেবুর সাহায্যে মিশ্রণ থেকে কিছু অংশ নিয়ে আপনারা মুখে স্ক্রাব করে নিবেন সারকুলার মোশনে অন্ততপক্ষে ৫ মিনিটের জন্য।
- এরপরে উপরে উল্লেখিত প্যাকগুলো আপনারা ব্যবহার করলে ফলাফল পাবেন।
তাহলে বন্ধুরা কর্মব্যস্ত জীবনে কে সম্পূর্ণরূপে প্রকৃতির উপর ছেড়ে না দিয়ে এই প্যাকগুলো মাত্র একবার ব্যবহারে ত্বকের পরিপূর্ণ যত্ন নিতে পারবেন এবং ত্বক কে অনেক বেশি ফর্সা করে তুলতে পারবেন। ধন্যবাদ।