ত্বকের যত্নে পাকা পেঁপের অসাধারণ ১টি ফেইসপ্যাক ও ১ টি ফেইসমাস্ক

চমৎকার একটি বিষয় শেয়ার করব, বিষয়টি হলো পাকা পেঁপে কিভাবে আমাদের ত্বকের যত্নে উপকারী। তার সাথে সাথে একটি বিষয় আপনাদের সাথে পরিষ্কার করব সেটি হলো, প্রাকৃতিক সকল উপকরণ বা প্রসাধনীর কাজে ব্যবহৃত উপকরণ গুলো আমাদের জন্য যে কত গুরুত্বপূর্ণ সেটা আমরা সবাই জানি এবং আমরা সবাই এটাও জানি যে প্রকৃতির মধ্যে পাওয়া কোন কোন উপকরণ আমাদের ত্বকের যত্নে লাগে।

কিন্তু আমার অনেক বন্ধুরা জানেনা কোন কোন উপকরণ কিভাবে মিশিয়ে আমাদের ত্বকে লাগাতে হবে এবং কোন কোন উপকরণ কিভাবে লাগালে আমাদের ত্বকের আলাদা আলাদা সমস্যা কিভাবে দূর করা যাবে।

তাই আজকে আমাদের বন্ধু সাথে এই বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করব যাতে করে আপনাদের মধ্যে বিভিন্ন ভুল ভ্রান্তি থাকলে সেটা দূর হয়ে যায়।

অনেকে মনে করে থাকেন……

মধু, পুদিনা পাতা, মুলতানি মাটি, পাকা পেঁপে, ত্বকের যত্নে কার্যকর ভূমিকা রাখে। তাহলে বন্ধুরা আমরা সব উপকরণ যদি একসাথে মিক্স করে মুখে লাগায় তাহলে হয়তো দারুন ফলাফল পেতে পারি। এই ধরনের ভাবনা কিন্তু অনেকেরই আছে কিন্তু বন্ধুরা এটা সম্পূর্ণ একটা হাসির বিষয় ছাড়া কিছুই নয় কারণ তখন খিচুড়ি হয়ে যাবে। উপকরণ আর হবে না তাই আপনাদের জন্য বিভিন্ন সমস্যার সমাধান করতে আলাদা আলাদা উপকরণের সংমিশ্রণ ঘটিয়ে নতুন নতুন সব প্যাক আপনাদের জন্য নিয়ে আজ হাজির হলাম আজকে।

বন্ধুরা আমরা তিনটি চমৎকার প্যাক আপনাদের সাথে শেয়ার করব এবং কোন কোন উপকরণের সাথে কোন কোন উপকরণ মিক্স করে এই প্যাকগুলো তৈরি করবেন এবং প্রত্যেকটা প্যাক আপনার কোন কাজে সাহায্য করবে আমরা কিন্তু তা বলে দিবো তাহলে আর আপনাদের মধ্যে সমস্যা হবেনা।

সানস্ক্রিম এর বিকল্প হিসাবে পাকা পেঁপের ব্যবহারঃ

এই প্যাক টি তৈরি করতে আপনার হাতের কাছে রাখতে হবে………

  • ১ কাপ পাকা পেঁপের রস
  • ১ চা চামচ মধু।

বন্ধুরা আমরা যখনই বাইরে কোথাও বের হই তখন আমাদের বিভিন্ন সানস্ক্রিম বা অন্য কোন ক্রিম লাগাতে হয়। কিন্তু বন্ধুরা এই প্যাকটি যদি আপনারা নিয়মিত ব্যবহার করেন আপনাদের কোনো সানস্ক্রিম দোকান থেকে কেনার দরকার হবে না। বাড়ি থেকে বের হবার মাত্র ৩০ মিনিট আগে এই প্যাকটি লাগিয়ে রাখবেন এবং ভালোমতো পরিষ্কার করে ধুয়ে যদি আপনারা বের হয় কোন সানস্ক্রিন আর দরকার হবে না।

কিভাবে তৈরি করবেনঃ

এই প্যাকটি কিভাবে তৈরি করবেন একটু বলে রাখি, একটি বাটিতে সামান্য পরিমাণে পাকা পেঁপের পেস্ট নিয়ে তাতে ১ চা চামচ মতো মধু  দিয়ে মুখে লাগিয়ে নিই। এরপরে মুখ ভাল মত পরিস্কার করে নিয়ে আপনারা বাইরে বের হতে পারবেন। 

সানস্ক্রিন এর বিকল্প হিসাবে পাকা পেঁপে ও মধুর গুনাগুনঃ

এই প্যাকটি মধ্যে যে গুনাগুন গুলো থাকে……

  • এটি আপনাকে রোদে পোড়া ভাব থেকে রক্ষা করবে।
  • পাশাপাশি বিভিন্ন ধুলাবালি থেকেও আপনার ত্বক কে দিবে মুক্তি।

নাইট ক্রিম হিসাবে পাকা পেঁপের অন্যতম ফেইসমাক্সঃ

এই প্যাকটি তৈরি করতে আপনার হাতের কাছে রাখতে হবে……

  • পাকা পেঁপের রস ২টেবিল চামচ
  • ১ ডিমের সাদা অংশ।

যেভাবে বানাবেনঃ

একটি বাটিতে পাকা পেঁপের পেস্ট নিয়ে তাতে একটি ডিমের হলুদ অংশ নিয়ে সাদা অংশটি মিক্স করতে হবে। ভালো মতো করে মিক্স করে আপনাকে এটি আপনার মুখে লাগাতে হবে। বন্ধুরা এটি আপনি করবেন রাতের বেলায় নাইট ক্রিমের বিকল্প হিসাবে। রাতে যদি আপনি ডিম ও পাকা পেঁপের ফেস মাক্স টি আপনার মুখে লাগান এরপরে ভালোমতো ধুয়ে ফেললে আপনার ত্বক অনেক মোলায়েম রাখবে।

নাইট ক্রিম হিসাবে পাকা পেঁপে ও ডিমের উপকারীতাঃ

  • সারাদিন যে ধুলোবালি লেগেছে টা দুর করে ।
  • আপনার ত্বককে অনেক বেশি উজ্জ্বল ও কোমল করে তুলবে।
  • এর পরে আপনি যখন রাতে ঘুমাতে যাবেন তখন আপনার ত্বক অনেক দীর্ঘ একটা সময় পাবে, আপনার ত্বক কে পুনরায় সুস্থ করতে।
  • দুর্বল কোষগুলোকে জীবিত করতে ডিমের অবদান অনেক বেশি। 

অনেক রোগ বিশেষজ্ঞ ও বায়োস্ক্রীন বিশেষজ্ঞরা এই প্যাকগুলো সাজেস্ট করে থাকে। তাহলে বন্ধুরা আর দেরি না করে এই ফেইসপ্যাক ও ফেইস মাক্স উপাদান দুটি ব্যবহার করে ফেলুন এবং ত্বকের সম্পূর্ণ যত্ন নিয়ে নিন।