গ্রীষ্মকালে ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা দূর করতে মুলতানি মাটি কতটা কার্যকরী আজকে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার সাথে সাথে হাজার ধরনের মুখের সমস্যা যা গ্রীষ্মকালে হয়ে থাকে তা সমাধান করতে আপনাদের জন্য চমৎকার প্যাক নিয়ে কথা বলব।
গ্রীষ্মকালে ত্বক অন্যান্য সময়ের চেয়ে বেশি সেনসিটিভ তার কারনঃ
- গ্রীষ্মকালে বাতাসে আর্দ্রতা কমে যায় কারণ তখন বৃষ্টিপাত হয় না আর গ্রীষ্মকালে ধুলাবালির পরিমাণ অনেক বেড়ে যায়। এই কারণে যখন বের হয় তখন বিভিন্ন ধরনের ধুলাবালি আমাদের আক্রমণ করে।
- সাথে সাথে সূর্যের তাপ এত বেশি থাকে যে আমাদের রোদে পোড়া ভাব ত্বক কে সহ্য করতে হয়।
- গ্রীষ্মকালে তাই ত্বকের যত্ন অনেক বেশি দরকার, আর এজন্য বিভিন্ন ধরনের ত্বকের সমস্যায় যারা ভোগেন তারমধ্যে তৈলাক্ত যাদের ত্বক তারা এ সমস্যা আরো বেশি ফেইস করে থাকেন।
গ্রীষ্মকালে আমাদের ত্বক যে ধরনের সমস্যা ফেইস করে তা হলঃ
- রোদে পোড়া।
- বিভিন্ন ধরনের অ্যালার্জির সমস্যা।
- ব্ল্যাকহেডসের পরিমাণ বেড়ে যাওয়া।
- ব্রণের উপদ্রব বেড়ে যাওয়া।
- তৈলাক্ত ভাব এর প্রবণতা বেড়ে যাওয়া।
- এলার্জি।
- বিভিন্ন ধরনের চর্মরোগ এর পরিমাণ বেড়ে যাওয়া।
- একই সাথে যেটা সবচেয়ে বেশি সমস্যা মেয়েরা ফেইস করে সেটা হল গ্রীষ্মকালে মনের মত মেকআপ নিতে না পারার কারণ, নিতে গেলে বিভিন্ন ধরনের পরবর্তীতে সমস্যা দেখা যায়। বিভিন্ন ধরনের চর্মরোগ হয় অথবা ঘামের কারণে মনের মতো করে মেকআপ নেওয়া হয় না।
- বাইরে বের হতে গেলে রোদে পোড়া ভাব সহ্য করতে হয়।
আজকে এই ধরনের সমস্যা দূর করার জন্য মুলতানি মাটির উপর ভিত্তি করে অনেকগুলো চমৎকার ফেইসপ্যাক আপনাদের জন্য নিয়ে এসেছি।
বন্ধুরা শুধু ফেইসপ্যাক না এখানে আপনাদের জন্য এড করা হয়েছে কিছু কিছু ফেইস মাক্স ও আপনাদের জন্য নিয়ে এসেছি।
১। গ্রীষ্মকালে ত্বকের যত্নে মুলতানি মাটির সাথে কমলার খোসার পেস্টঃ
এ প্যাক টি বানাতে যে সকল উপকরণ আপনার লাগবে……
- ১ কাপ মুলতানি মাটি ।
- ব্লেন্ডার করা আধাকাপ কমলার খোসা।
- ৩ টেবিল চামচ গোলাপ জল
- কমলার খোসা।
যেভাবে বানাবেন বা ব্যবহার করবেনঃ
প্রত্যেকটি উপকরণ একটির সাথে আরেকটি মিশিয়ে ভালোমতো ব্লেন্ড করে ফেলবেন। ব্লেন্ডার মেশিন হাতে না থাকলে হ্যান্ড মিক্সার দিয়ে ব্লেন্ড করে ফেলবেন তাও যদি না থাকে তাহলে কাটা চামচ ব্যবহার করে মিশ্রণটি ভালোমতো তৈরি করে ফেলবেন। এরপরে গোসলের আগে এই প্যাক টি আপনার মুখে লাগাবেন। ২০ মিনিট লাগিয়ে শুকিয়ে আসলে হালকা উষ্ণ ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলবেন।এটি নিয়মিত করলে আপনার মুখ সবসময় ফ্রেশ থাকবে, আর উজ্জ্বল থাকবে।
২। গ্রীষ্মকালে ত্বকের যত্নে মুলতানি মাটির সাথে চায়ের লিকার এর মিশ্রনঃ
এই ফেইসপ্যাকটি আপনারা যেভাবে যে সকল উপকরণ দিয়ে ব্যবহার করবেন……
- আধা কাপ মুলতানি মাটি।
- ২ চা চামচ চায়ের লিকার
যেভাবে এই প্যাকটি তৈরি ও ব্যবহার করবেনঃ
একটি পাত্রে ঠান্ডা ২ চা চামচ চায়ের লিকার আর কিছু মুলতানি মাটি ভালোমতো মিক্স করে নিয়ে তারপরে এই প্যাকটি বাহির থেকে আসার পরে মুখে লাগিয়ে নিন। ২০ মিনিট মতো এই প্যাকটি লাগিয়ে রাখলে আপনার মুখ থেকে তৈলাক্তভাব সাথে সাথে ধুলাবালি চলে যাবে। তার সাথে সাথে আপনার ত্বককে অনেক বেশি উজ্জ্বল ও প্রাণবন্ত করে দিবে।
৩। গরম কালে ত্বকের যত্নে মুলতানি মাটির সাথে পাকা ট্মেটোর পেস্টঃ
এটি ব্যবহার করতে আপনাদের যে সকল উপকরণ লাগবে……
- ২ টেবিল চামচ মুলতানি মাটি।
- ১ টি পাকা টমেটো।
এখন যেভাবে এই উপকরণগুলো ব্যবহার করবেনঃ
প্রথমে মুখ ভালো মতো পরিষ্কার করে নিয়ে একটি আস্ত পাকা টমেটো কেটে দুই ভাগ করে তার থেকে বিচি ফেলে দিয়ে বাকী মাংসল অংশ টি মুখে ভালো মতো ম্যাসাজ করে নিবেন। মাসাজ এভাবে করবেন ১০ মিনিট সময় নিয়ে এরপরে মুখ ধুয়ে ফেলবেন।
তার ওপর মুলতানি মাটি একটু পানি দিয়ে মিশিয়ে মুখে লাগিয়ে নিবেন। ১০ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবেন। এর মধ্য দিয়ে আপনার মুখে যত ধরনের ধুলাবালি ছিল তা চলে আসবে। আর মুলতানি মাটি ব্যবহারের মধ্য দিয়ে আপনার ত্বকের যত দাগ ছিল তা চলে যাবে। সাথে সাথে ত্বক অনেক বেশি উজ্জ্বল করবে।
৪।গ্রীষ্মকালে ত্বকের যত্নে মুলতানি মাটির সাথে চাল ধুয়া পানির মিশ্রনঃ
এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে…………
- ১ কাপ মুলতানি মাটি।
- ২ চা চামচ চাল ধুয়া পানি।
- ১ চা চামচ অ্যালোভেরা জেল।
যেভাবে একটি এখন ব্যবহার করবেনঃ
মুলতানি মাটির সাথে এলোভেরা জেল ভালোমতো মিক্স করে তাতে চাল ধোয়া পানি ঢেলে দিবেন। মিশ্রণটি যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে তারপরে তা মুখে লাগিয়ে নিবেন। ২০ মিনিট সময় নিয়ে এই প্যাকটি মুখে লাগিয়ে রাখবেন। তারপরে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলবেন।এটি আপনার ত্বক কে সবসময় ঠান্ডা রাখবে।
৫। গরমে ত্বকের যত্নে মুলতানি মাটির সাথে তরমুজের রসের মিশ্রনঃ
এটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে…………
- ১ কাপ মুলতানি মাটি ।
- ২ টেবিল চামচ তরমুজের রস।
- ১ চা চামচ টকদই।
- সাথে লেবুর রস।
যেভাবে তৈরি করবেন ও ব্যবহার করবেনঃ
একটি পাত্রে প্রত্যেকটি উপকরণ ভালো মত মিশ্রণ তৈরি করে ফেলতে হবে। তারপরে মুখে সেটা লাগাতে হবে। ১০ থেকে ১৫ মিনিট পর্যন্ত এই প্যাকটি মুখে লাগিয়ে ধুয়ে ফেলতে হবে।
তরমুজের রসের উপকারীতা ত্বকের যত্নেঃ
বন্ধুরা তরমুজের ব্যবহারের মধ্য দিয়ে গ্রীষ্মকালীন রোদে পোড়া ভাব অথবা সাথে ব্ল্যাকহোল প্রবলেম থাকলে তা সম্পূর্ণরূপে চলে যাবে।
তার সাথে সাথে টক দই ও লেবুতে যেই উপাদান রয়েছে তা শরীরের ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে ও মৃত কোষ গুলোকে উজ্জীবিত করতে অনেক বেশি সহায়তা করে।
৬। গরমে ত্বকের জন্য মুলতানি মাটির সাথে বেসনের মিশ্রনঃ
গ্রীষ্মকালীন সকল সমস্যা সমাধানের এবং কম বেশী সকল ধরণের ত্বকের জন্য বেসন একটি চমৎকার কাজ করে থাকে। এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………
- ১ কাপ মুলতানি মাটি।
- ২ টেবিল চামচ বেসন।
- ২ চা চামচ এলোভেরা।
নোটঃ
বেসন দানাজাতীয় শস্যের মিশ্রণে করতে হবে যেমন ধরুন মুগডাল, সুগন্ধি চাল, মসুরের ডাল, থাকতে হবে।
এই ধরনের বিভিন্ন মিশ্রণে তৈরি করতে হবে এরপরে সাথে অল্প পরিমাণ গোলাপজল দিয়ে ভালো মতো মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। তারপরেই মুখে লাগিয়ে২০ মিনিট অপেক্ষা করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।
এটি ব্যবহারের মধ্য দিয়ে আমাদের শরীর ও মুখের কালো দাগ থাকলে তা চলে যাবে। সাথে সাথে অয়েলি ভাব চলে যায়, আর ব্রণ হবার প্রবণতা অনেক কমিয়ে ফেলে।