ফুলের কথা প্রথমেই সবার মাথায় আসবে গোলাপের নাম। সবচেয়ে সুন্দর ও সুঘ্রাণযুক্ত এই ফুলটি শুধু দেখতেই সুন্দর নয়, তার গুণের জন্যেও অনন্য। তাই তো ত্বকের যত্নে গোলাপের পাঁপড়ি গুঁড়ার ব্যবহার করা হয়। বন্ধুত্ব, ভালোবাসা ও শান্তির প্রতিক বহনকারী গোলাপের শুকনো পাপড়ি। প্রাচীনকাল থেকেই রূপচর্চার অনুষঙ্গ হিসেবে গোলাপের পাপড়ি ব্যবহৃত হয়ে আসছে। পূর্বে রানী এবং রাজকুমারীরা গোলাপের জলে স্নান করতেন। এমনকি তারা ত্বকের যত্নে গোলাপের পাঁপড়ি গুঁড়া ব্যবহার করতেন। বর্তমান সময়ে ও সৌন্দর্য পিপাসু নারীরা ত্বকের যত্ন গোলাপের পাঁপড়ি গুঁড়ার ব্যবহার করে থাকে। শুকনা গোলাপ ফুলের পাপড়িচূর্ণ ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। দূর করে ত্বকে থাকা নানা রকম দাগ।
আসুন জেনে নেই গোলাপের পাঁপড়ি গুড়ার আরো কিছু জরুরি কথা–
ফুল থেকে পাঁপড়ি ছিঁড়ে টিস্যুর সাহায্যে চেপে চেপে শুকিয়ে নিতে হবে। শুকানো হয়ে গেলে রোদের আলোয় ২-৩ ঘণ্টা রেখে এরপর পুনরায় টিস্যুর সাহায্যে মুছে এয়ার টাইট বক্সে ছড়িয়ে রেখে দিতে হবে। ৪-৫ দিনের মধ্যে পাঁপড়িগুলো শুকিয়ে আসবে। এরপর প্রয়োজন মতো শুকনো গোলাপের পাপড়ি ব্যবহার করা যাবে। ত্বকের যত্নে এই পাঁপড়ি গুঁড়া ব্যবহার করা হয়। প্রাচীনকাল থেকেই সুগন্ধ, সৌন্দর্য ও চিকিত্সাশাস্ত্রে ব্যবহূত হয়ে আসছে গোলাপ। অন্দরের সৌন্দর্য বাড়াতে তাজা গোলাপ ফুল ব্যবহার করেন অনেকেই। ব্যবহার শেষে শুকনা গোলাপ ফেলে দেন কেউ কেউ। এটা ফেলে না দিয়ে সংরক্ষণ করতে পারেন। গোলাপ রোদে শুকিয়ে নিন। শুকিয়ে গেলে মিহি গুঁড়া করে কাচের পাত্রে বা প্লাস্টিকের ব্যাগে ভরে রাখুন।
ত্বকের রঙ উজ্জ্বল ও গোলাপী রাখতে গোলাপের পাঁপড়ি গুঁড়ার ব্যবহার–
আমরা চাই আমাদের ত্বক হোক উজ্জ্বল ও গোলাপী। আর এই উজ্জ্বল গোলাপী রাখতে আমরা কতো কিছুই না ব্যবহার করি। কিন্তু আমরা কি জানি এই সব কিছুর মাঝে কত সুন্দর একটি ঘরোয়া উপকরণ লুকিয়ে আছে। জ্বি হ্যাঁ গোলাপের কথা বলছি। ত্বকের যত্নে এই গোলাপের পাঁপড়ি ব্যবহার করা হয়। আসুন জেনে নেই গোলাপের পাঁপড়ি গুঁড়ার কিছু সহজ ব্যবহার।
ত্বক উজ্জ্বল রাখতে গোলাপের পাঁপড়ি–
- রোদে পোড়া ভাব অতিরিক্ত হলে প্রাকৃতিক ক্লিনজার হিসেবে গোলাপ পেস্ট ব্যবহার করতে পারেন। বর্তমানে রোদে পোড়াভাব একটি বিশেষ সমস্যা। এই কারণে ত্বকের আরো অনেক সমস্যা দেখা দেয়।
প্রয়োজনীয় উপকরণঃ
- গোলাপের পাঁপড়ির পেস্ট
- পরিমাণ মতো দুধ
স্বাভাবিক ও শুষ্ক ত্বকের জন্য প্রথমে গোলাপ পেস্ট এবং দুধের মিশ্রণ তৈরি করুন। ত্বক তৈলাক্ত হলে দুধের পরিবর্তে ইয়োগার্ট ব্যবহার করে মিশ্রণ তৈরি ব্যবহার করুন। আপনার ত্বকের উপযোগী ক্লিনজারের মিশ্রণ তৈরির পর কাচের জারে করে ফ্রিজে রেখে দিতে পারেন এক সপ্তাহের জন্য। প্রতিদিন এই ক্লিনজার ত্বকে হালকা ম্যাসাজ করার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ব্যবহার করলে বাড়তি কোনো কৃত্রিম ক্লিনজারের প্রয়োজন নেই। আর এ মিশ্রণ ব্যবহারে ত্বকের টোন দুই থেকে তিন ধাপ (শেড) পর্যন্ত উজ্জ্বলতর হয়ে ওঠে।
ব্রণের সমস্যা সমাধানে গোলাপের পাঁপড়ি গুঁড়া–
- ব্রণের সমস্যা নিয়ে সবাই চিন্তিত থাকে।ব্রণের সমস্যা দূর করতে গোলাপের পাপড়ি খুবই উপকারী।ব্রণের সমস্যা দূর করতে সাহায্য করে গোলাপের পাপড়ি। তাই তো বলা হয় ত্বকের যত্নে গোলাপের পাঁপড়ি গুঁড়া ব্যবহার করা হয়।
প্রয়োজনীয় উপকরণঃ
- গোলাপের পাঁপড়ি গুঁড়া পেস্ট
প্রথমে গোলাপের পাঁপড়ি বেটে নিতে হবে। চাইলে ব্লেন্ড করে পেস্ট বানাতে পারেন। ব্রণের স্থানগুলোতে গোলাপের পাঁপড়ি বেটে লাগাতে পারেন।গোলাপের পাঁপড়ির সাথে কয়েক ফোটা লেবুর রস মিশিয়ে ব্রণের স্থানটিতে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি ব্রণের সমস্যা দূর করতে বেশ সহায়ক ভূমিকা পালন করবে। চাইলে নিমপাতা ও আলুর সাথে গোলাপের পাঁপড়ি মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। সপ্তাহে ২-৩ বার এটি ব্যবহার করতে পারেন। ব্রণের সমস্যা দূর হবে।
চোখের নিচের কালো দাগ দূর করতে গোলাপের পাঁপড়ি গুঁড়ার ব্যবহার–
- চোখের নিচের কালি দূর করতে ও গোলাপের পাঁপড়ির ভূমিকা বেশ কার্যকরী। চোখের নিচে কালো দাগ আমাদের ত্বকের সৌন্দর্য নষ্ট করে। এই সকল সমস্যা সমাধান করে গোলাপের পাঁপড়ি। তাই ত্বকের যত্নে গোলাপের পাঁপড় গুঁড়া ব্যবহার করা হয়।
প্রয়োজনীয় উপকরণঃ
- গোলাপের পাঁপড়ি গুঁড়া
- এক চা চামচ শসার রস
প্রথমে একটি পাত্রে কিছু সময় ধরে গোলাপ ভিজিয়ে রাখুন তারপর তুলা দিয়ে সেই পানি চোখে লাগিয়ে ১৫ মিনিট চোখ বন্ধ করে রাখুন। এটি নিয়মিত করতে পারেন ডার্ক সার্কেল দূর করতে। গোলাপ জলের সঙ্গে এক চামচ শসার রস মিশিয়ে টোনার হিসেবে ব্যবহার করতে পারেন।
ত্বকের যত্নে ময়েশ্চারাইজার হিসেবে গোলাপের পাঁপড়ি গুঁড়ার ব্যবহার–
- ত্বকে ময়শ্চারাইজার না থাকলে ত্বকের কোমল ভাব থাকেনা। ত্বক ফ্যাকাসে আর মলিন থাকে। ত্বকের এই সমস্যা সমাধানে গোলাপের পাঁপড়ি গুঁড়া ব্যবহার করা হয়। তাই তো ত্বকের যত্নে গোলাপের পাঁপড়ি গুঁড়ার ব্যবহার হয়ে থাকে।
প্রয়োজনীয় উপকরণঃ
- ৩টা গোলাপ ফুলের পাঁপড়ি
- আধা চা চামচ মধু
- আধা চা চামচ গুঁড়া দুধ
প্রথমে গোলাপের পাঁপড়ি গুলো নিয়ে পেস্ট বানিয়ে ফেলুন এরপর এতে আধা চা চামচ মধু ও আধা চা চামচ গুঁড়া দুধ ভালোভাবে মিশিয়ে নিন। আর ত্বকে মাখুন। ২০ মিনিট পরে পানি দিয়ে ধোয়ার পর ব্যবহার করুন আপনার প্রিয় ময়েশ্চরাইজ়ার।
পরিশেষে, আমরা জানতে পারলাম গোলাপের পাঁপড়ি গুঁড়ার ব্যবহার। তাই এখন থেকে শুধু গোলাপের ঘ্রাণ নিলেই হবেনা নিতে হবে ত্বকের যত্ন। জ্বী হ্যাঁ, নিয়মিত ত্বকের যত্নে গোলাপের পাঁপড়ি ব্যবহার করুন।