ত্বককে সুন্দর ও উজ্জ্বল করতে এবং ত্বকের লাবণ্য ময়তা ফিরিয়ে আনতে আলু অসাধারণ ভূমিকা রাখে । আলুর মধ্যে যে সকল প্রাকৃতিক উপাদান রয়েছে তারা ত্বকের কালচে দাগ দূর করে দিয়ে ত্বক ফর্সা করতে সাহায্যে করে। প্রাকৃতিক উপাদান আলু দিয়ে আপনার ত্বক কিভাবে ফর্সা করবেন এবং এটি কিভাবে ব্যবহার করা যায় তার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি সেগুলো ব্যবহার করে আপনারা ত্বকের দাগ দূর করে ত্বককে ফর্সা করতে পারবেন। চলুন ত্বককে ফর্সা করতে আলুর ফেসপ্যাক গুলো কিভাবে তৈরি করতে হবে তা দেখে নিই।
১ । ত্বকের লাবন্যতা ফিরিয়ে আনতে ও ত্বক ফর্সা দেখাতে আলুর ব্যবহারঃ
এই প্যাকটি আমাদের মুখ উজ্জ্বল ও সুন্দর করার পাশাপাশি আমাদের মুখে গোলাপি আভা নিয়ে আসবে। এই প্যাকটি তৈরি করতে কি কি উপকরণ গুলো লাগবে………
- ২ টেবিল চামচ আলুর পেস্ট।
- ১ চা চামচ এলোভেরা।
- ২টেবিল চামচ চালের গুড়া।
- ১ চা চামচ চিনি।
ব্যবহার পদ্ধতিঃ
- সব উপকরণ একসাথে করে আমরা প্যাকটি তৈরি করে ফেলবো।
- কিন্তু প্যাকটি ব্যবহার করার আগে অবশ্যই মুখ ভালো মত করে ফেসওয়াশ দিয়ে বা প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে পরিষ্কার করে ফেলতে হবে।
- যাতে কোনো ধরনের ময়লা জমে না থাকে। এরপর এই প্যাকটি ব্যবহার করে অন্ততপক্ষে ২০ মিনিট সময় নিব।
- তারপর হালকা হালকা উষ্ণ গরম পানিতে ধুয়ে ফেলুন।
২। মুখের বলিরেখা বা কালোদাগ দুর করতে আলুর ব্যবহারঃ
এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………
- ১টেবিল চামচ আলুর পেস্ট।
- ১ চা চামচ মধু।
- ১ চা চামচ অলিভ অয়েল।
- ২ চা চামচ পেঁপের পেস্ট।
- ২ চা চামচ বেসন।
ব্যবহার পদ্ধতিঃ
- উপকরণগুলো একসাথে করে এই প্যাকটি তৈরি করতে হবে।
- তার সাথে একটি কথা বলে রাখা ভাল ব্যবহার করার সময় ঘরোয়া বেসন ব্যবহার করতে হবে। বিভিন্ন ধরনের ডালের বেসন তৈরি করলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়।
- এই প্যাক টি লাগাতে হবে ২০-২৫ মিনিট সময় ধরে। এই প্যাকটি মুখে রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলার পর শুকিয়ে গেলে একটি ভালো মানের ক্রিম মুখে লাগিয়ে নিতে হবে।
- এটি দিনের যেকোনো সময় ব্যবহার করা যায়। কিন্তু রাতে ব্যবহার করলে অনেক বেশি ভালো ফলাফল পাওয়া যায়।
- সপ্তাহে অন্তত তিনবার এই প্যাকটি আমরা ব্যবহার করব।
উপকারীতাঃ
এই প্যাক টি ব্যবহারের মধ্য দিয়ে আমাদের ত্বক থেকে বিভিন্ন ধরনের বলিরেখা এবং ফাটা দাগ, সাথে সাথে বয়সের ছাপ বা মাতৃত্বকালীন দাগ তা দূর হয়ে যাবে।
আলুর যে সকল প্যাক আপনাদের সাথে শেয়ার করলাম এই প্যাকগুলো অনেক বেশী কার্যকর, আমাদের ত্বককে সুন্দর ও উজ্জ্বল করে তোলার জন্য। বন্ধুরা, আমরা এই প্যাক গুলো নিয়মিত ব্যবহারের মধ্য দিয়ে আমাদের ত্বককে অনেক বেশি উজ্জ্বল ও প্রাণবন্ত করব। ধন্যবাদ।