ফর্সা উজ্জ্বল এবং আকর্ষণীয় ত্বকের জন্য আমরা নানা রকম রূপচর্চায় অংশগ্রহণ করে থাকি। নারী-পুরুষ নির্বিশেষে আমরা সকলেই উজ্জ্বল এবং ফর্সা ত্বক প্রত্যাশী। নামিদামি বিউটি পার্লার থেকে শুরু করে অতি উন্নত মানের ব্যয়বহুল প্রসাধনী ব্যবহার করে থাকি। কিন্তু যারা সময় এবং সুযোগের অভাবে পার্লারে গিয়ে অথবা উন্নতমানের প্রসাধনী ব্যবহারের মাধ্যমে রূপচর্চা করতে পারেন না তাদের জন্য রয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক উপায় ঘরোয়া ভাবে নিজেদের ত্বক কে উজ্জ্বল এবং ফর্সা করার উপায়। ঠিক তেমনি একটি উপায় ত্বকে অত্যন্ত কার্যকরী কিছু রেমিডি এর ব্যবহার। তেমন তিনটি ত্বক উজ্জল ও ফর্সা করার রেমিড়ি নিয়েই আমাদের এই আলোচনা। তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক দ্রুত সময়ে ত্বক ফর্সা ও উজ্জ্বল করতে অত্যন্ত কার্যকরী তিনটি রেমেডি।
ত্বক ফর্সা ও উজ্জ্বল করতে অত্যন্ত কার্যকরী রেমিডি সমূহঃ
মুলতানি মাটির রেমেডিঃ
ত্বক কে অতিমাত্রায় ফর্সা এবং উজ্জ্বল করে ত্বকের দাগ নির্মূল করতে মুলতানি মাটির রেমিড়ি অত্যন্ত কার্যকরী।
উপকরণ সমূহঃ
2 চা চামচ মুলতানি মাটি।
1 চা চামচ এলোভেরা জেল।
1 চা চামচ মধু।
আধা চা চামচ লেবুর রস।
পরিমাণমতো গোলাপজল।
সবগুলো উপকরণ একটি পরিষ্কার পাত্রে নিয়ে ভালোভাবে মিশিয়ে অত্যন্ত ঘন পেস্ট তৈরি করে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে মুলতানি মাটির একটি রেমিড়ি।
চন্দন পাউডার এর রেমেডিঃ
ত্বক কে অতিমাত্রায় উজ্জ্বল ফর্সা করতে চন্দন পাউডার অত্যন্ত কার্যকরী। তাই চন্দন পউড়ার দিয়ে তৈরিকৃত রেমেডি নিয়মিত ব্যবহার করুন।
উপকরণ সমূহঃ
2 চা চামচ চন্দন পাউডার।
2 চা-চামচ বিটরুট এর রস।
আধা চা-চামচ কাঁচা হলুদের গুড়া।
2 চা চামচ শশার রস।
পরিমাণমতো গোলাপজল।
সবগুলি উপকরণ একটি পরিষ্কার পাত্রে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি করে নিন চন্দন পাউডার এর কার্যকরী রেমেডি।
আলুর রেমেডিঃ
আলুতে বিদ্যমান প্রচুর পরিমাণে জিংক, ফসফরাস এবং ভিটামিন আমাদের ত্বকে গভীর থেকে পুষ্টি যোগায় ত্বক কে দাগ মুক্ত উজ্জ্বল এবং ফর্সা করে তোলে।
উপকরণ সমূহঃ
দুটি চামড়া ছিলানো বড় আলোর পেস্ট।
2 চা চামচ চালের গুঁড়া।
1 চা চামচ মধু।
একটি অর্ধেক পাকা টমেটো পেস্ট।
1 চা চামচ শশার রস।
পরিমান মত কাঁচা তরল দুধ।
সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। তাহলেই আলুর রেমেডি তৈরি হয়ে যাবে।
রেমেড়ি গুলো ত্বকে ব্যবহার পদ্ধতিঃ
রেমিড়ি ত্বকে ব্যবহারের পূর্বে আপনার ত্বক ভালোভাবে পরিষ্কার করে নিন।
ত্বক পরিষ্কারের জন্য আপনার ত্বকের জন্য উপযোগী যেকোনো ক্লিনজার ক্রিম বা ফেসওয়াশ ব্যবহার করতে পারেন।
১ চামচ লেবুর রস এবং এক চামচ মধুর মিশ্রণে মুখ পরিষ্কার করে নিতে পারেন।
এরপর পরিষ্কার তোলা অথবা মুখের ব্রাশের সাহায্যে সম্পূর্ণ মুখে রেমেডির মিশ্রণ ভালোভাবে স্ক্রাব করে লাগিয়ে নিন।
5 থেকে 7 মিনিট ঘুরিয়ে ঘুরিয়ে আলতোভাবে ত্বকের ওপর ম্যাসাজ করুন।
15 থেকে 20 মিনিট শুকানোর জন্য সময় দিন।
এরপর কুসুম গরম জলে অথবা গোলাপজলে তুলো ভিজিয়ে ঘষে ঘষে রেমেডি তুলে নিন।
সবশেষে পরিষ্কার ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন।
মুখ পরিষ্কার করার পর অবশ্যই আপনার ত্বক ময়েশ্চারাইজ করে নিবেন।
বিশেষ দ্রষ্টব্যঃ
রেমিড়ি গুলোতে ব্যবহৃত কোন উপকরণ আপনার ত্বকের জন্য এলার্জিক হলে তা ব্যবহার করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন।
রেমিড়ি ত্বকে লাগিয়ে রোদে গরম স্থানে বা ধুলাবালি যুক্ত স্থানে যাবেন না।
স্থায়ীভাবে ফর্সা ও উজ্জ্বল ত্বক পেতে সপ্তাহে অন্তত তিনবার রেমিডি গুলো ব্যবহার করুন।
রেমিড়ি তে ব্যবহৃত প্রায় সব ধরনের উপকরণ ভেষজ উদ্ভিদের দোকান এবং প্রসাধনীর দোকানে পাওয়া যাবে।
ত্বকে ম্যাসাজ করার সময় অতিরিক্ত প্রেসার দিবেন না।
ত্বকে রেমিডি গুলো ব্যবহারের উপকারিতাঃ
ত্বক কে গভীর থেকে উজ্জ্বল ও ফর্সা করে তোলে।
ব্রণ এবং ব্রণের দাগ দূর করে।
ত্বকের বলিরেখা, বুড়িয়ে যাওয়া ভাব, পোড়া দাগ দূর করে।
ব্ল্যাকহেডস দূর করে।
ত্বকের ক্ষতিকারক ব্যাকটেরিয়া সমূহ দূর করে ত্বক কে সংক্রমণ মুক্ত রাখে।
ত্বক কে সতেজ কোমল এবং মসৃণ করে তোলে।
ত্বকের মৃত কোষ দূর করে নতুন কোষের শক্তি যোগায়।
ত্বকের ব্লাড সেল এর রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি করে।
সর্বোপরি নিয়মিত ব্যবহারে দ্রুত সময়ে ত্বককে উজ্জ্বল, মসৃণ, আকর্ষণীয়, সতেজ এবং ফর্সা করে তোলে।।
যে কেউ সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে বাড়িতে বসেই প্রেমেরি গুলো তৈরি করে নিজেদের ত্বকের যত্ন নিতে পারবেন। স্থায়ীভাবে উজ্জ্বল এবং ফর্সা ত্বক পাওয়ার জন্য সপ্তাহে অন্তত তিনবার রেমিডি গুলো ব্যবহার করুন। নিজেদের ত্বকের যত্ন নিন।
ধন্যবাদ