ত্বক উজ্জ্বল ও ফর্সা করতে মুলতানি মাটির সেরা ব্যবহার গুলো জেনে নিন।

ত্বকের যত্নে আমরা সবাই খুব সচেতন তাইনা। ত্বক উজ্জ্বল ফর্সা করার ক্ষেত্রে মুলতানি মাটির ব্যবহার বহুদিনের। এতে আছে তেল শুষে নেওয়ার ক্ষমতা যা ত্বকে সতেজবভাব আনে। এর ম্যাগ্নেশিয়াম ক্লোরাইড ত্বক ঠাণ্ডা ও মসৃণ রাখে। ত্বক ভালো রাখার পাশাপাশি ত্বক উজ্জ্বল ও ফর্সা রাখে এছাড়াও মুলতানি মাটি আমাদের চুল ও মাথার ত্বক ভালো রাখতেও সাহায্য করে।

মুলতানি মাটি নিয়ে জরুরি কিছু কথা–

মুলতানি মাটি,ইংরেজিতে ফুলার’স আর্থ নামে পরিচিত। এই মাটি জাতীয় পদার্থটি এর বিভিন্ন গুণাগুনের জন্য রূপচর্চায় বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ম্যাগনেসিয়াম ক্লোরাইডে সমৃদ্ধ এই মুলতানি মাটি ত্বকের বিভিন্ন সমস্যা প্রাকৃতিকভাবে দূর করে ত্বককে ভিতর থেকে সুন্দর করে তোলে। মুলতানি মাটির ব্যবহার ত্বককে উজ্জ্বল ফর্সা করার সাথে সাথে ত্বকের কোষ পুনর্গঠনে সাহায্য করে। ত্বকের যত্নের পাশাপাশি এটি চুলের যত্নেও সমানভাবে কার্যকরী।

আসুন জেনে নেই ত্বক উজ্জ্বল ও ফর্সা করতে মুলতানির মাটির সেরা ব্যবহার– 

মুলতানি মাটি কম বেশি সকলের পরিচিত। এছাড়া আমরা আমাদের ঘরে প্রায়ি সময় এই মাটির ব্যবহার দেখে থাকি। কেননা আগে মা চাচীরা এই মুলতানি মাটি ব্যবহার করে ত্বকের যত্ন নিতো। আর ঘরোয়া উপাদান হিসেবে মুলতানি মাটি বিশেষ ভাবে সাহাযয় করে। ত্বককে উজ্জ্বল ও ফর্সা করে। এখন আম্র। সেই মুলতানি মাটির সহজ কিছু ফেস প্যাক সম্পর্কে জেনে নেব। যেগুলোতে মূল উপাদান হিসেবে থাকবে মুলতানি মাটি। আসুন দেখে নেই ত্বক উজ্জ্বল ও ফর্সা করতে মুলতানি মাটির ব্যবহার।

ত্বক মসৃণ ও তেলহীন করতে মুলতানি মাটি–

  • আমরা সকলে চাই আমাদের ত্বক মসৃণ ও কোমল থাকুক। আর এই মসৃণতায় বাধা দেয় এই তৈলাক্ত ত্বক। তৈলাক্ত ত্বক বিভিন্ন সংক্রমণ সৃষ্টি করে। আর ত্বকের নমনীয়তাকে নষ্ট করে। ত্বকের উজ্জ্বলতা ও ফর্সা ভাব নষ্ট করে।

প্রয়োজনীয় উপকরণঃ

  1. মুলতানি মাটি
  2. গোলাপ জল

মুলতানি মাটি এবং গোলাপ জল একসাথে মিশিয়ে একটা মৃসণ পেস্ট তৈরি করুন।এই ঘরোয়া সুন্দর সুবাসযুক্ত প্যাকটি আপনার মুখে সমানভাবে লাগান এবং ১৫ মিনিট রেখে দিন।শুকিয়ে যাওয়ার পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। দেখবেন আপনার ত্বক মসৃণ এবং তেলহীন হবে। মুলতানি মাটি এবং গোলাপ জলের পেস্ট ফেস প্যাক হিসেবে ব্যবহার করলে এই প্যাক আপনাকে তৈলাক্ত এবং অনিয়ন্ত্রিত ত্বককে কিছু দিনের জন্য বিদায় দেই।

ব্রণের সমস্যা সমাধানে মুলতানি মাটি–

মুখে একটা ব্রণ দেখা দিলে তা নিয়ে আমাদের দুশ্চিন্তার তো শেষ নেই।একটা ব্রণ থেকে আমরা চিন্তা চিন্তায় আরো ব্রণের সৃষ্টি করে ফেলি। আর এই বেশি ব্রণ থেকে মুক্তি পাওয়ার জন্যে সাহায্য করে মুলতানি মাটি। 

প্রয়োজনীয় উপকরণঃ

  1. নিমপাতা
  2. মুলতানি মাটি

প্রথমে কিছু নিম পাতা ভালোভাবে বেটে নিন। এবার এতে মুলতানি মাটি মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এবার এই পেস্ট মুখে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। তারপর ভালোভাবে মুখ ধুয়ে ফেলুন। এভাবে নিয়মিত ব্যবহার করুন। নিমপাতা এমনিতেই ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে সাহায্য করে।

হাত পায়ের রঙ উজ্জ্বল করতে মুলতানি মাটি–

  • অনেকেরই একটা কমন সমস্যা দেখা যায় যে হাত পায়ের রঙ মুখের রঙ থেকে কালো হয়। এই সমস্যা সমাধানে অনেকেই অনেক নামীদামী ক্রিম ব্যবহার করেন। কিন্তু তা সাময়িক ভাবে উজ্জ্বল ও ফর্সা করলেও ত্বকে ক্যামিকেল এর খারাপ প্রভাব ফেলে। এই সমস্যা সমাধানে সাহায্য করবে মুলতানি মাটি।

প্রয়োজনীয় উপকরণঃ

  1. পরিমাণ মতো বেসন
  2. পরিমাণ মতো কাঁচা হলুদ
  3. পরিমাণ মতো মুলতানি মাটি

প্রথমে মুলতানি মাটি, বেসন এবং কাঁচা হলুদ একসাথে বেটে নিন। তারপর সব উপাদান একসাথে মিশিয়ে প্যাক তৈরি করুন। এবার এই মিশ্রণটি হাত পায়ে ভালো মত লাগিয়ে ২০-৩০ মিনিট বা শুকানো পর্যন্ত অপেক্ষা করুন এবং এরপর হালকা গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। প্রতিদিন গোসলের আগে এটি ব্যবহার করতে পারেন। এটি হাত পায়ের ত্বক উজ্জ্বল, ফর্সা এবং নরম করে।

আরো বিশেষ গুণ রয়েছে মুলতানি মাটির–

চোখের নিচের কালো দাগ, ত্বকের বলিরেখা দূর করতে ব্যবহার করতে পারে মুলতানি মাটি। এছাড়া তৈলাক্ত ত্বকের জন্য বেশ উপযোগী। ব্রণের সমস্যা ও কমে যায় মুলতানির মাটির ব্যবহারে। পানি দিয়ে গুলিয়ে এ মাটি সরাসরি রূপচর্চার জন্য ব্যবহার করা যায়। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে মুলতানি মাটির জুড়ি নেই। আমাদের দেশে প্রসাধনীর দোকানে এ মাটি কিনতে পাওয়া যায়। এর বিকল্প হিসেবে আমাদের দেশের লাল আঠালো এঁটেল মাটিও ব্যবহার করা যেতে পারে। দেখবেন নিয়মিত ব্যবহারে ত্বক উজ্জ্বল, ফর্সা করবে এই মুলতানি মাটি।