যারা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে নিজেদের ত্বকের যত্ন নিতে চান এবং ত্বকের হারানো জৌলুস ফিরিয়ে নেয় ত্বককে উজ্জ্বল ও লাবণ্যময় করতে চান তাদের জন্য শেয়ার করছি আলুর রসের বিভিন্ন ব্যবহার। আলু এবং আলুর রস সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান হওয়ায় এটি ব্যবহারে ত্বকে পার্শ্বপ্রতিক্রিয়ার কোনো সম্ভাবনা থাকেনা। তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক ত্বকের হারানো জৌলুস ফিরিয়ে আনতে এবং ত্বককে উজ্জ্বল ও লাবণ্যময় করতে আলুর রসের অত্যন্ত কার্যকরী কিছু ব্যবহার।
ত্বকের জুয়েলার্স ফেরাতে এবং ত্বককে উজ্জ্বল ও লাবণ্যময় করতে আলুর রসের ব্যবহারঃ
আলুর রস ত্বকে সরাসরি ব্যবহার করা গেলেও কিছু অন্যান্য প্রাকৃতিক উপাদানের সাথে মিশিয়ে পেস্ট তৈরি করে ত্বকে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। তেমনি অত্যন্ত কার্যকরী দুটি ফেসপ্যাক বিস্তারিত আলোচনা করা হলো।
আলুর রস এবং মুলতানি মাটির ফেসপ্যাকঃ
ব্যবহৃত উপাদান সমূহঃ
2 থেকে 3 টেবিল-চামচ আলুর রস।
2 চা চামচ মুলতানি মাটি।
1 চা চামচ মধু।
একটি অর্ধেক পাকা টমেটোর রস।
আলুর রসের ফেসপ্যাক টি তৈরীর প্রক্রিয়াঃ
প্রথমে দুটি মাঝারি সাইজের আলো ভালোভাবে ধুয়ে চামড়া ছিলে নিন।
এরপর আলু দুটি কাটার দিয়ে কেটে মিহি করে নিন বা পিষে পেস্ট তৈরি করে নিন।
এবার একটি পরিষ্কার পাতলা কাপড়ে আলুর পেস্ট নিয়ে ভালোভাবে চেপে আলুর রস বের করে নিন।
এবার একটি পরিষ্কার পাত্রে আলুর রসের সাথে মুলতানি মাটি সহ অন্যান্য সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে তৈরি করে নিন অত্যন্ত কার্যকরী আলুর রসের একটি ফেস মাস্ক।
ফেসপ্যাকটি ত্বকে ব্যবহারের প্রক্রিয়াঃ
প্রথমে ক্লিনজার দিয়ে মুখ ভালো ভাবে পরিষ্কার করে নিন।
পরিষ্কার তোলা অথবা মুখের ব্রাশের সাহায্যে সম্পূর্ণ মুখে আলুর রসের ফেইসপ্যাক টি ভালভাবে স্ক্রাব করে লাগিয়ে নিন।
5 থেকে 7 মিনিট আলতোভাবে ঘষে ঘষে ত্বকের ওপর স্ক্রাব করুন।
20 থেকে 25 মিনিট মিশ্রণটি শুকানোর সময় দিন।
সম্পূর্ণ শুকিয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে মুখ ভালো ভাবে ধুয়ে নিন।
ত্বকের জৌলুস ফিরিয়ে আনতে আলুর রসের ফেইসপ্যাকঃ টির উপকারিতাঃ
আলুতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ এবং জিংক।
যা নিয়মিত ব্যবহারে আমাদের ত্বকের হারানো উজ্জ্বলতা দ্রুত সময়ে ফিরে আসে।
বলিরেখা দূর হয়।
ত্বকের অতিরিক্ত তেল তেলে ভাব দূর হয়।
ব্রন ও ব্রনের দাগ কালো ছোপ ছোপ দাগ সম্পূর্ণরূপে দূর হয়।
ত্বকের মৃত কোষ সমূহ ঝরে যায়।
ত্বক উঠে উজ্জ্বল ফর্সা এবং লাবণ্যময়।
বিঃদ্রঃ
আলুর রসের ফেসপ্যাক এর কোন উপকরণ আপনার ত্বকের জন্য কোন এলার্জি হলে তা ব্যবহার করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন।
ফেস প্যাক লাগিয়ে রোদে গরমে এবং ধুলাবালি যুক্ত স্থানে যাবেন না।
ফেসপ্যাক ব্যবহারের পর অবশ্যই আপনার ত্বক ময়েশ্চারাইজ করে নিবেন।
দ্রুত সময়ে ত্বকের হারানো জৌলুস ফিরিয়ে আনতে সপ্তাহে অন্তত দুবার আলুর রসের ফেইসপ্যাকঃ গুলো ব্যবহার করুন।
সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ঘরে বসে নিজেদের ত্বকের যত্ন নিতে এবং ত্বকের হারানো জৌলুস ফিরিয়ে আনতে ত্বক কে উজ্জ্বল, কোমল, মসৃণ এবং ফর্সা করতে আমাদের নির্দেশিত পন্থা অনুসরণ করে নিয়মিত আলুর রসের ফেইসপ্যাক গুলো ব্যবহার করুন।