ত্বক ফর্সা ও উজ্জ্বল করতে এলোভেরা কে এইভাবে ব্যবহার করুন

ত্বকের যত্নে এলোভেরা জেল এর জুড়ি নেই। বন্ধুরা প্রাকৃতিক উপকরণ এর মধ্যে এলোভেরা হলো এমন একটি উপকরণ যার গুন শুধু ত্বকের মধ্যে সীমাবদ্ধ নয় বিভিন্ন ধরনের রোগ দূর করার সাথে সাথে ত্বক ও চুলের যত্নে এলোভেরা জেল আল্লাহর দান। এই এলোভেরা মুখে ব্যবহারের মধ্য দিয়ে ত্বক ফর্সা ও উজ্জ্বল হয়ে ওঠে।

কিন্তু এলোভেরা শুধুমাত্র খালি মুখে লাগালে বিভিন্ন ধরনের সাইডইফেক্ট  দেখা যেতে পারে। অনেকের এলার্জি সমস্যা থাকলে সরাসরি এলোভেরা ব্যবহার করতে পারে না। কিন্তু এলোভেরা কে যদি আমরা বিভিন্ন উপাদান বা উপকরণের সাথে সংমিশ্রিত করে ব্যবহার করতে পারি তাহলে সেটা আমাদের প্রত্যাশার চেয়েও ভাল ফলাফল দিবে।

এখন আপনাদের জন্য কিছু প্যাক আমরা নিয়ে এসেছি যেখানে প্রধান উপকরণ হিসাবে এলোভেরা থাকবে। তার সাথে সাথে অন্যান্য উপকরণ সংমিশ্রিত হবে। এভাবে যে সকল প্যাক আপনাদের জন্য তৈরি করেছি তা ত্বকের উজ্জ্বলতা ও ফর্সা করার জন্য অতুলনীয় ভাবে কাজ করবে।

ত্বক ফর্সা ও উজ্জ্বল দেখাতে এলোভেরা কিভাবে ব্যবহার করবঃ

১। প্যাকটি তৈরি করার জন্য এলোভেরা জেল এর সাথে মধু মিশ্রিত করে সাথে হলুদ গুঁড়া নিতে হবে

১ টেবিল চামচ এলোভেরা,

১চা চামচ মধু,

২ চা চামচ হলুদ।

  • উপকরণ তিনটি ভালোমতো মিশ্রিত করে মুখে লাগাতে হবে।
  • সপ্তাহে অন্তত তিনবার এই প্যাক টি ব্যবহার করতে হবে। এতে করে আমাদের ত্বক উজ্জ্বল এবং ফর্সা হয়ে যাবে।
  • সাথেসাথে ব্রণের সৃষ্টি হয়ে থাকলে বা পুরো গর্ত হয়ে গেলে তাও দূর করে দেবে।

২। প্যাকটি তৈরি করতে এলোভেরার সাথে পাকা কলা ও কমলার চামড়াঃ

যে সকল উপকরণ লাগবে,

এলোভেরা জেল ১ চা চামচ

১ টি পাকা কলা,

১ চা চামচ কমলার চামড়া

  • বন্ধুরা এই তিনটি উপকরণ ভালোমতো ব্লান্ডার করে যে মিশ্রণ তৈরি হবে তা আমরা আমাদের পুরো শরীরে ব্যবহার করতে পারি।
  • এই প্যাকটি দারুন কার্যকরী হয় যখন আমরা এই প্যাকটি ২০ মিনিট মতো আমাদের ত্বকের উপর রাখবো। পরে হালকা উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ফেলি।

৩। এলোভেরার সাথে টক দই ও গোলাপজলের মিশ্রনঃ

১ টেবিল চামচ এলোভেরা,

১ চা চামচ টক দই,

১ চা চামচ গোলাপ জল।

  • যে প্যাক নিয়ে আলোচনা করব এটি কিন্তু আমাদের ত্বকের ক্লিনজার হিসেবে ব্যবহার করা হয়।
  • এটি আমরা ফেসওয়াশের অল্টারনেটিভ হিসাবেও ব্যবহার করতে পারি।
  • এই তিনটি উপকরণ ভালোমতো মিশ্রিত করে আমরা মুখে লাগাতে পারি এবং প্রতিদিন লাগানোর মধ্য দিয়ে আমাদের ত্বক থেকে বিভিন্ন ধুলাবালি চলে যাবে এবং মৃত কোষ সরে যাবে এবং ত্বক অনেক উজ্জ্বল ও ফর্সা করবে।

৪। এলোভেরার সাথে আলুর চামডার পেস্টঃ

যে প্যাকটি আপনাদের জন্য নিয়ে এসেছি এটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে…………

১ টেবিল চামচ এলোভেরা জেল,

২ টেবিল চামচ আলুর চামড়ার পেস্ট।

  • যেভাবে তৈরি করবেন গোলআলু চামড়া ছিলে ভালোমতো ব্লেন্ডার করে নিবেন। তা থেকে রস কে আলাদা করে এলোভেরা রসের সাথে মিক্স করবেন।
  • এরপর পুরো শরীরে মাসাজ করে নিবেন।
  • পুরো শরীরে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করতে হবে। যখন শুকিয়ে যাবে তখন হালকা উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ফেলবেন।
  • এতে করে আপনার পুরো শরীরের রং একই ধরনের হবে। পাশাপাশি অনেক ফর্সা ও উজ্জ্বল করে নিবে।

৫। এলোভেরা সংমিশ্রণে মুলতানি মাটি ও টমেটোঃ

এটি ব্যবহার করলে আমাদের মুখ থেকে যত ধরনের তৈলাক্ত ভাব ও রোদে পোড়া দাগ দূর হয়ে যাবে। এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে…..

২ চা চামচ এলোভেরা জেল।

আধা কাপ মুলতানি মাটি।

ও টমেটো।

  • সাথে একটি ডিম ডিমের হলুদ অংশ ফেলে দিয়ে সাদা অংশটি নিতে হবে এরপর চারটি উপকরণ একসাথে ব্লেন্ড করে নিতে হবে যেন ভাল মত ফেনা হয়।
  • এভাবে ব্লান্ডার করতে হবে এরপরে পুরো শরীরেও লাগাতে পারেন। অথবা শুধু মুখে লাগাতে পারেন।
  • এটি লাগানোর পর ২০ মিনিট সময় দিবেন। যখন শুকিয়ে যাবে তখন হালকা উষ্ণ পানি দিয়ে আলতো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিবেন।

আমাদের দেওয়া ওপরের প্যাক গুলো ব্যবহার করুন আর সব মৌসুমে অর্থাৎ বছরের সারা সময়ই নিজের ত্বককে উজ্জ্বল ও ফর্সা রাখুন।