ত্বকের উজ্জ্বলতা হারিয়ে গেছে?ত্বকের যৌবন ফিরে পেতে ও ত্বক ফর্সা করতে আলুর ব্যবহার

ত্বকের উজ্জ্বলতা হারিয়ে গেলে শুধুমাত্র আলুর ব্যবহার এর মধ্য দিয়ে আমরা কিভাবে তা ফিরিয়ে আনতে পারি, আজ সে বিষয় নিয়ে একটু আলোচনা করব। বন্ধুরা, আমরা সবাই চাই আমাদের বয়স টাকে ধরে রাখতে, অর্থাৎ ১৬, ১৮,২০ বছরের মধ্যে রাখতে। এর মধ্যে যাতে আমাদের বয়সটা থাকে। কিন্তু প্রকৃতি তো এ রকম চায়না, প্রকৃতির নিয়মে বয়স বেড়ে যায়। কিন্তু বয়সকে আটকে রাখার ক্ষমতা আমাদের না থাকলেও আমরা আমাদের ত্বকের সৌন্দর্য কে অনেক দিন পর্যন্ত ধরে রাখতে পারি। তাই ত্বকের উজ্জ্বলতা যাদের হারিয়ে যাচ্ছে বা গেছে তাদের জন্য আজকের এই আলোচনা। শুধুমাত্র আলু ব্যবহার করে বা আলুর সাথে অন্য কিছু উপকরণ ব্যবহার করে নিজেদের হারিয়ে যাওয়া ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে কি করবেন???

ত্বকের উজ্জ্বলতা ফিরাতে আলুর উপকারীতাঃ

আজকে যে সকল টিপস গুলো আপনাদের শেয়ার করব তার প্রধান উপকরণ থাকবে আলু।

  • আলু আমরা সবজি হিসেবে খেলেও আলোতে বিভিন্ন ধরনের গুণ রয়েছে যা আমাদের ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি চুলের যত্নেও অনেক কার্যকর ভূমিকা রাখে।
  • হারিয়ে যাওয়া ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে আলু দিয়ে তৈরিকৃত চমৎকার চমৎকার টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।
  • যে টিপস গুলো ব্যবহারের মধ্য দিয়ে এবং নিয়মিত ব্যবহার করে আপনারা পেতে পারেন উজ্জ্বল সুন্দর লাবণ্যময়ী ত্বক।

আলু ব্যবহারের মাধ্যমে শরীরের রোদে পোড়া দাগ দূর করার উপায়ঃ

রোদে পোড়া দাগ দূর করার জন্য আমাদের যে সকল উপকরণ হাতের কাছে রাখতে হবে………

  • ২ টেবিল চামচ আলুর পেস্ট।
  • ১ টি পাকা টমেটোর পেস্ট।
  • ১ টি পাকা কলার পেস্ট।
  • ১ চা চামচ মধু।

নোটঃ

শুষ্ক ত্বক হলে সাথে একটুখানি লেবুর রস দিতে পারেন। অয়েলি ত্বক হলে লেবুর রস দেওয়া যাবেনা।

যেভাবে প্যাকটি তৈরি ব্যবহার করবেনঃ

  • আলু, টমেটো, পাকা কলার পেস্ট ও মধু একটি বাটিতে নিয়ে ভালোমতো মিক্স করে ফেলতে হবে। ব্লেন্ডার করতে পারলে সবচেয়ে ভালো হয়।
  • এরপরে আমাদের ত্বকের যে সকল অঙ্গে রোদে পোড়া দাগ রয়েছে, সেই সকল অঙ্গে আমরা এই প্যাকটি ব্যবহার করব।
  • আমাদের মুখে হাতে ও পায়ের পাতায় এই ধরনের দাগ বেশি দেখা যায়, তাই আমরা এই সকল অংশের উপর এই ধরনের প্যাক গুলো এপ্লাই করব।
  • ৩০ মিনিট রেখে হালকা উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তারপরে ভাল মানের গ্লিসারিন লাগিয়ে নিতে হবে।

উপকারীতাঃ

এই প্যাক টি লাগানোর সাথে সাথে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।

ত্বকের ব্ল্যাকহেডস দুর করতে আলুর ব্যবহারঃ

যে প্যাক টি এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটি আমাদের মুখ বা শরীরের ত্বক থেকে বিভিন্ন ধরনের ব্ল্যাকহেডস দূর করে দেয়।  এই প্যাকটি তৈরি করার জন্য যে সকল উপকরণ লাগবে্‌……

  • ২ টেবিল চামচ আলুর রস।
  • ১ চা চামচ হ্লুদের পেস্ট।
  • ১ চা চামচ গোলাপ জল।

যেভাবে এই প্যাকটি তৈরি ব্যবহার করতে হবেঃ

  • প্রথমে একটি বাটিতে গোলআলু পেস্ট করে নিতে হবে। তার সাথে পরিমাণমতো হলুদ বাটা নিতে হবে।
  • তারপর গোলাপ জলের সাথে মিশিয়ে ভালো মত মিশ্রণ টি বানাতে হবে।
  • সে সকল স্থানে ব্ল্যাকহেডস আছে সেখানে ৫-১০ মিনিট সময় নিয়ে ম্যাসাজ করতে হবে।
  • বন্ধুরা ম্যাসাজ করার সময় খেয়াল রাখতে হবে সরাসরি ব্রনের দাগের ওপর যাতে ম্যাসাজ করা না হয়। কারণ এতে করে অনেক বেশি সাইডএফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই শুধুমাত্র ব্ল্যাকহেডস এর অংশে ম্যাসাজ করতে হবে।

উপকারীতাঃ এই প্যাকটি সপ্তাহে অন্তত তিনবার ব্যবহারের মধ্য দিয়ে প্রাকৃতিক ভাবে এবং সবচেয়ে সহজ ও কার্যকর ভাবে আমাদের ত্বকের মধ্যের ব্ল্যাকহেডস উধাও হয়ে যাবে।

ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরিয়ে আনতে আপনারা এই প্যাক গুলো ব্যবহার করুণ ।