ত্বক উজ্জল ও লাবণ্যময় সুন্দর দেখাতে গোলাপের পাপড়ি গুঁড়ো দিয়ে চমৎকার চমৎকার প্যাক তৈরি করা যায়। এই প্যাকগুলো ব্যবহারের মধ্য দিয়ে আপনারা উজ্জ্বল প্রাণবন্ত ও সুন্দর ত্বকের অধিকারী হবেন। তার আগে বন্ধুরা আমরা একটু গোলাপের পাপড়ি কিভাবে আপনারা সংরক্ষণে রাখবেন সেই সম্পর্কে একটু বলে রাখি।
ত্বকের ক্ষেত্রে গোলাপের পাপড়ি কিভাবে ব্যবহার করবেনঃ
- বন্ধুরা রূপচর্চায় বিভিন্ন ধরনের গোলাপের মধ্যে লাল গোলাপটা সবচেয়ে বেশি ভালো হয়।
- আমাদের ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে যদিও পৃথিবীতে একশোর উপরে গোলাপের প্রজাতি রয়েছে, কিন্তু আমরা তার মধ্য থেকে টকটকে লাল গোলাপটি বেছে নিব।
- এরপরে সংগৃহীত গোলাপের পাপড়ি গুলো ছিড়ে ছিড়ে আলাদা করে ফেলব।
- এরপরে পাপড়ি গুলো শুকিয়ে গেলে এগুলো আমরা নিয়ে ব্লেন্ডার করে ফেলব।
- এই ভাবে অনেকদিন পর্যন্ত সংরক্ষণে রাখা যায়।
- গোলাপের পাপড়ি গুঁড়ো সংরক্ষন করার পরে এই সংগৃহীত গুঁড়ো দিয়ে বিভিন্ন ফেইসপ্যাক তৈরির মাধ্যমে আমরা ত্বকের পরিপূর্ণ যত্ন নিতে পারি।
১। ত্বকে গোলাপি আভা আনতে গোলাপের পাপড়ি গুঁড়োর ব্যবহারঃ
এই প্যাকটি ব্যবহারের মধ্য দিয়ে আমাদের ত্বক অনেক সুন্দর ও পাশাপাশি একটি গোলাপি আভা চলে আসে। এই প্যাকটি তৈরি করতে কি কি উপকরণ লাগে…………
- ২ চা চামচ গোলাপের পাপড়ির গুড়ো।
- ১ চা চামচ অলিভ অয়েল।
- ২ চা চামচ মুলতানি মাটি।
ব্যবহার করার প্রনালিঃ
- এই তিনটি উপকরণ ভালোমতো মিক্স করে আমাদের মুখে লাগাতে হবে।
- বন্ধুরা ২০ মিনিট সময় নিয়ে এটা মুখে লাগিয়ে রাখলে পরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলার পর চমৎকার একটি গোলাপি আভা চলে আসবে। এবং চেহারা অনেক বেশি সুন্দর দেখায়।
- বন্ধুরা সপ্তাহে অন্তত তিনবার এই প্যাক টি ব্যবহার করার চেষ্টা করবেন। এতে আপনার সৌন্দর্য ধরে রাখতে পারবেন।
২। ত্বকের রোদে পোড়া দাগ দুর করতে গোলাপের পাপড়ি গুঁড়োর ব্যবহারঃ
এই প্যাকটি ব্যবহার করলে আপনাদের মুখ থেকে বিভিন্ন ধরনের রোদে পোড়া দাগ চলে যাবে। সাথেসাথে ব্রণের দীর্ঘমেয়াদি দাগ চলে গিয়ে আপনার ত্বক কে অনেক উজ্জ্বল ও প্রাণবন্ত দেখাবে।
এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ গুলো লাগবে…………
- ২ চা চামচ গোলাপির পাপড়ি গুড়ো।
- ২ চা চামচ পাকা পেঁপের পেস্ট।
- ১ চা চামচ মধু।
ব্যবহার প্রনালিঃ
- সবগুলো উপকরণ একসাথে মিক্স করে এই প্যাকটি আপনার ত্বকের লাগাতে হবে।
- ত্বকে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।
- তারপর একটি ভালো মানের ময়েশ্চারাইজার ক্রিম ত্বকে লাগিয়ে নিতে হবে।
- বন্ধুরা সপ্তাহে অন্ততপক্ষে ৩-৪ বার এই প্যাকটি ব্যবহারের মধ্য দিয়ে আপনি প্রত্যাশিত ফলাফল পেয়ে যাবেন।
৩। ত্বকের বলিরেখা বা বয়সের ছাপ দূর করতে গোলাপের পাপড়ি গুড়ো ব্যবহারঃ
এই প্যাকটি ব্যবহারের মধ্য দিয়ে আপনাদের ত্বক থেকে বলিরেখা সাথে সাথে বয়সের ছাপ দূর হয়ে যাবে। এই প্যাকটি ব্যবহার করতে যে সকল উপকরণ আপনার লাগবে…………
- ২ চা চামচ গোলাপের পাপড়ি গুড়ো।
- ২ চা চামচ বেসন।
- ২ চা চামচ মধু।
- ১ চা চামচ কফি পাওডার।
যেভাবে ব্যবহার করবেনঃ
- উপকরণ গুলো একসাথে ভালোমতো ব্লেন্ড করে ফেলবেন।
- এরপরে এই প্যাকটি আপনার ত্বকে লাগিয়ে নিবেন।
- বিভিন্ন ধরনের চামড়া কুঁচকানো দূর করে ফেলে।
- বন্ধুরা সপ্তাহের অন্ততপক্ষে তিনবার এই প্যাকটি ব্যবহার করবেন।
- এটি ব্যবহার করলে আপনি আপনার প্রত্যাশিত ফলাফল পাবেন।
৪। চোখের নিচের কালো দাগ দূর করতে গোলাপের পাপড়ি গুড়োর ব্যবহারঃ
এই প্যাকটি আমাদের ত্বক থেকে বিভিন্ন ধরনের কালো দাগ দূর করবে। বগলের নিচের কালো দাগ বা চোখের নিচের কালো দাগ বা ঘাড়ের পিছনে কালো দাগ দূর করতে দারুণ ভাবে কাজ করে। এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ গুলো লাগবে………
- ২ চা চামচ গোলাপের পাপড়ি গুড়ো।
- ১ চা চামচ কেস্টর অয়েল।
- ১ চা চামচ নিমপাতার রস।
- ১ চা লেবুর রস।
যেভাবে ব্যবহার করবেনঃ
- উপকরণ গুলো একসাথে করে আমাদের ত্বকের যে যে অংশে কালো দাগ রয়েছে তার ওপর লাগাতে হবে।
- ২০ মিনিট সময় ধরে এই প্যাকটি মুখে রাখতে হবে। এই প্যাকটি নিয়মিত ব্যবহারের মধ্য দিয়ে আমরা পেতে পারি দাগহীন উজ্জ্বল ত্বক।
উপরে যে চার টি প্যাক আপনাদের সাথে শেয়ার করলাম যেখানে প্রধান উপকরণ হিসেবে আমরা গোলাপের পাপড়ির গুলোকে রাখলাম।এই প্যাক গুলো কিন্তু ত্বকের যত্নে ও ত্বকের উজ্জলতা বাড়াতে দারুণ কাজ করে থাকে। তাহলে বন্ধুরা আর দেরি না করে এই প্যাকগুলো ব্যবহার করে ত্বকের সৌন্দর্য ও উজ্জ্বলতা ধরে রাখুন। ধন্যবাদ।