ত্বক ফর্সা করতে মাত্র ৩ দিনে খুব সহজেই টমেটোর ফেসিয়ালটি ঘরে বসে করে নিন

বন্ধুরা, আপনারা ফেসিয়াল কেন করেন ? অবশ্যই চেহারায় একটি বাড়তি সৌন্দর্য ফুটিয়ে তুলতে। সাথে সাথে চেহারাকে দাগহীন করার মধ্য দিয়ে চেহারায় টানটান একটি ভাব নিয়ে আসতে, তাই আপনারা ফেসিয়াল করতে এতটা ব্যতিব্যস্ত হয়ে পড়েন, বন্ধুরা আর এইজন্যই  পাড়ায় পাড়ায়, মোড়ে মোড়ে যেন পার্লারের ধুম পড়ে গেছে। বন্ধুরা আপনারা কি জানেন, পার্লারে যে ফেসিয়াল করা হয় তাতে অনেক সাইডইফেক্ট থাকে, এমন কিছু প্রোডাক্ট ব্যবহার করা হয় যা মেয়াদোত্তীর্ণ। যার কারণে বিভিন্ন পত্রপত্রিকায় অনেক সময় দেখা যায় অনেক দামি ব্রান্ডের বিউটি পার্লারে মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়া কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহারের ফলে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। বন্ধুরা এসব কথা শুনলে গ্রাহকদের মধ্যে অর্থাৎ আপনাদের মত যারা নিয়মিত ফেসিয়াল করতে পার্লারে যান তাদের কাঁপুনি শুরু হয়, যে এ ধরনের কেমিক্যাল প্রোডাক্ট যদি আপনাদের ব্যবহার করা হয় তাহলে আপনাদের স্কিনের কি সমস্যা হবে। বন্ধুরা, তাই আর ভয় না পেয়ে ঘরে বসে কোন ধরনের রিক্স ছাড়াই আপনারা কিন্তু দারুণভাবে করে ফেলতে পারেন আপনাদের ফেসিয়াল। আর সেটা যদি হয় প্রাকৃতিক ভাবে সংগ্রহীত টমেটোর মাধ্যমে তাহলে তো আর কথাই নেই।

আমরা জানি টমেটো সাধারণত সবজি হিসেবে খাওয়া হয়, কিন্তু এই টমেটোতে যে জৈবিক এসিডের উপস্থিতি রয়েছে তা কিন্তু আমাদের রূপচর্চায় দারুন ভাবে কাজ করে থাকে। তাই আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মাত্র ৩ দিনে খুব সহজেই আপনার ত্বক ফর্সা করতে টমেটোর ফেসিয়াল। তাহলে বন্ধুরা, ঘরে বসে টমেটোর ফেসিয়াল করতে আমি যেভাবে বলব সেভাবেই যদি আপনারা টমেটোর ফেসিয়াল করেন তাহলে মাত্র ৩ দিনে আপনারা আপনাদের আশানুরূপ ফলাফল পাবেন।

মাত্র ৩ দিনে ত্বক ফর্সা ও উজ্জ্বল করতে টমেটোর ফেসিয়ালটি যেভাবে করবেনঃ

  • টমেটোর ফেসিয়াল টি সম্পন্ন করতে চারটি ধাপে পুরো কাজটি শেষ করতে হয়।

১ম ধাপঃ

টমেটোর ফেসিয়ালের প্রথম ধাপ সম্পন্ন করতে যে সকল উপকরণ লাগবে…………

  • একটি পাকা টমেটো,
  • ২ টেবিল চামচ দুধ,
  • কয়েক টোকরা তুলো,

যেভাবে এই কাজটি আপনাকে করতে হবেঃ

  • প্রথমে টমেটো আর দুধ একসাথে ভালোমতো ব্লেন্ডার করে নিতে হবে।
  • তারপরেই মুখটি ভালো মতো পরিষ্কার করে নেওয়ার পর দুধ এবং পাকা টমেটোর মিশ্রণটি মুখে লাগিয়ে আপনাকে অন্ততপক্ষে দুই মিনিট অপেক্ষা করতে হবে।
  • ২-৫মিনিট অপেক্ষা করার পরেই তুলো দিয়ে মুখটি মুছে নিতে হবে।
  • এই মিশ্রণটি দেওয়ার মধ্য দিয়ে আপনার ত্বকটি প্রাকৃতিক ভাবে পরিষ্কার হয়ে যাবে।
  • ত্বকে লুকিয়ে থাকা ধুলো-ময়লা সব বের হয়ে যাবে।

২য় ধাপঃ

এটিকে বলা হয় স্ক্রাবিং। স্ক্রাবিংয়ের কাজটি করতে যে সকল উপকরনের দরকার হবে………

  • ২ টেবিল চামচ কাঁচা হলুদ,
  • ২ টেবিল চামচ এলোভেরা,
  • ১ টি লেবু পাতলা স্লাইস করা,

যেভাবে তৈরি করবেনঃ

  • কাঁচা হলুদ ও এলোভেরার চমৎকার একটি মিশ্রণ তৈরী করে নিতে হবে, লেবুর স্লাইস গুলো ঐ মিশ্রণে দিয়ে আপনাকে মুখে সারকুলার মোশনে ম্যাসাজ করতে হবে।
  • অন্তত ৫ মিনিটের জন্য এভাবে করতে হবে। এরপর ভালোমতো করে আপনার ত্বক ধুয়ে নিতে হবে ঠান্ডা জল দিয়ে।

৩য় ধাপঃ

  • স্ট্রিমিং বা ভাব নেওয়া।বন্ধুরা, গরম পানির ভাপ নেওয়ার জন্য প্রথমে একটি পাত্রে সামান্য পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিতে হবে,
  • চুলায় যে পানি দিবেন তাতে সামান্য পরিমাণে দারুচিনি ও চালের গুড়া মিক্স করে দিবেন, ১০ মিনিট পর্যন্ত এই পানি সিদ্ধ করার পর নামিয়ে রাখবে। একটি তোয়ালে আপনার মাথার উপর দিবেন যাতে ভাবগুলো বাইরে না যায়, এরপরে ৫ মিনিট সময় ধরে এই ভাবে আপনার মুখে নিবেন।
  • নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন কারণ ভাব খুব কাছ থেকে নিলে আপনার ত্বক পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই খুব সহনশীল দূরত্বে থেকেই আপনাকে ভাপ টা নিতে হবে।

৪র্থ ধাপঃ

যেটা কিনা টমেটোর ফেসিয়াল করার সর্বশেষ ধাপ। এই ধাপটি শেষ করতে যে সকল উপকরণ আপনার হাতের কাছে রাখতে হবে………

  • ১ টি পাকা টমেটোর পেস্ট,
  • ২ টেবিল এলোভেরা জেল,
  • ১ চা চামচ কফি পাউডার,
  • ২ চা চামচ টক দই,
  • ২ টেবিল চামচ পাকা পেঁপের পেস্ট,
  • ২ টেবিল চামচ কাঁচা হলুদের পেস্ট,

যেভাবে প্যাক টি তৈরি করবেনঃ

  • সবগুলো উপকরণ একসাথে করে দারুন একটি ফেইসপ্যাক আপনি তৈরি করে ফেলতে পারেন, 
  • এই ফেইসপ্যাকটি মুখে দিয়ে চেয়ারে হেলান দিয়ে বসবে। বন্ধুরা, মুখে যখন টমেটোর ফেসিয়ালটির প্যাকটি আপনি ব্যবহার করবেন তখন আপনার চেহারা অনেক ঠান্ডা রাখতে হবে, আপনি যদি এই প্যাকটি দিয়ে যেকোনো কাজ করেন তাহলে আপনার চেহারা কুঁচকে যাওয়ার সম্ভাবনা থাকে,তাই আপনি চেয়ারে বা খাটে শুয়ে এই প্যাকটি দিতে পারেন।
  • এরপরে অন্ততপক্ষে ২০ মিনিট অপেক্ষা করে ঠান্ডা জল দিয়ে প্যাকটি আপনাকে ধুয়ে ফেলতে হবে।

নোটঃ যারা নিয়মিত ফেসিয়াল করেন তাদের ক্ষেত্রে ফেসিয়াল করার পর ৭২ ঘন্টার মধ্যে কোন ধরনের সাবান বা ফেইসওয়াশ ব্যবহার করা যাবে না।

আর যে কাজগুলো করা যাবে না তা হল…….

  • ফেসিয়াল করার ৪৮ ঘণ্টার মধ্যে সরাসরি কোনো ভারী মেকআপ নেওয়া যাবে না। তার পাশাপাশি যে কাজটি একেবারে করা যাবে না সেটি হলো আপনার ত্বকে প্রাকৃতিক ভাবে তৈরিকৃত কোন ফেইসপ্যাক ব্যবহার করা যাবে না। 
  • ফেসিয়াল করার পর ত্বক বেশি নরম এবং নাজুক থাকে যে যেকোনো ধরনের প্রেসার বা ত্বকের উপর অতিরিক্ত পরিচর্চা ইনফেকশনের কারণ হতে পারে।

তাই আমরা টমেটোর ফেসিয়াল বা অন্য যে কোন ফেসিয়াল করার পরে ৭২ ঘন্টা খুব বেশি ত্বকের যত্ন নিব, তাহলে বন্ধুরা, আজকে আমাদের দেওয়া টমেটোর ফেসিয়ালগুলোর ধাপ প্রত্যেকটি নিয়মিতভাবে আপনারা ফলো করেন, যাতে করে আপনাদের ত্বক অনেক বেশি সুন্দর ও টানটান হয়ে ওঠে। ধন্যবাদ।