শুধু মাত্র একবার এই প্যাক টি ব্যবহারের মধ্য দিয়ে আপনি পেয়ে যাবেন রাতারাতি সুন্দর এবং ফর্সা ও টানটান ত্বক

ত্বক ফর্সা ও উজ্জ্বল করতে কে না চায় !!! আর এর জন্য তো দিনদিন পার্লারের ডিমান্ড বেড়ে যাচ্ছে। যদিও ত্বক ফর্সা এবং উজ্জ্বল করা একটা দীর্ঘমেয়াদি প্রক্রিয়া, তারপরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কেমিক্যাল প্রোডাক্ট আমরা ব্যবহার করি তাৎক্ষণিকভাবে ত্বক ফর্সা করার জন্য, কিন্তু সেটা আসলে আমাদের ত্বককে ফর্সা করে না, বরং এসবকেমিক্যাল প্রোডাক্ট আমাদের ত্বককে সুন্দর না করে বরং আমাদের ত্বকের উপরের যে চামড়া থাকে সে চামড়াটি কে পুড়িয়ে দেয়।  এবং ত্বকের নিচে যে টিস্যু স্তর থাকে যা আমাদের ত্বককে প্রাকৃতিক ভাবে সুন্দর বা ফর্সা করতে কাজ করে থাকে সে টিস্যু স্তরের কার্যক্ষমতাকে নষ্ট করে ফেলে। তাই বন্ধুরা আপনাদের ত্বক রাতারাতি সুন্দর ও ফর্সা করার জন্য আজ আমি আপনাদের সাথে এমন একটি চমৎকার বিষয় শেয়ার করতে যাচ্ছি যে শুধু মাত্র একবার এই প্যাক টি ব্যবহারের মধ্য দিয়ে আপনি পেয়ে যাবেন রাতারাতি সুন্দর এবং ফর্সা ও টানটান ত্বক। এবং নিয়মিত এটি ব্যবহারের মধ্য দিয়ে আপনি পেয়ে যাবেন দীর্ঘস্থায়ী ফর্সা ত্বক।

ত্বক ফর্সা ও টানটান করতে প্রাকৃতিক উপকরণের অসাধারণ একটি রেমেডিঃ

বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক, কোন কোন প্রাকৃতিক উপকরণ এর সাহায্যে এই রেমেডি গুলো তৈরি করা যায় এবং সেটি কীভাবে এবং কোন সময়ে আপনার মুখে লাগাতে হবে……

  • রাতের সময়টা হল আপনার মুখে রেমেডি লাগানোর সবচেয়ে উপযুক্ত সময়।
  • বন্ধুরা, যেহেতু তিনটি ধাপে এই প্যাকটি আপনার মুখে লাগাতে হবে তাই ধাপ অনুসারে উপকরণগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব……

চলুন জেনে নেওয়া যাক প্রথম ধাপে কি কি করতে হবে এবং কোন কোন উপকরণ লাগবে………

ক্লিনজিং

প্রথম ধাপ হলো ক্লিনজিং। প্রথমে ত্বক ভালো মতো করে পরিষ্কার করে ফেলতে হবে। আর এই জন্য যে সকল উপকরণ গুলো আপনার হাতের কাছে রাখতে হবে……

  • ১ চা চামচ কফি পাউডার,
  • ২ টেবিল চামচ কাঁচা হলুদ বাটা,
  • ২ চা চামচ গরুর দুধ,

যেভাবে এই উপকরণের সাহায্যে আপনার মুখ পরিষ্কার করবেনঃ

  • এই তিনটি উপকরণ পরিমাণ মতো একটি বাটিতে নিয়ে তুলোর সাহায্যে উপকরণগুলো দ্বারা আপনার মুখে কয়েকবার সারকুলার মোশনে মুছে নিতে হবে,
  • বন্ধুরা, এতে করে আপনার ত্বক দ্রুত পরিষ্কার হবে। এবং ত্বকে যে সকল ময়লা থাকে তা কিন্তু অনেকাংশে দূর হয়ে যায়।

স্ক্রাবিং

২য় এই ধাপটি হলো স্ক্রাবিং। স্ক্রাবিং কাজটি করতে যে সকল উপকরণ লাগবে এবং যেভাবে আপনারা করবেন………

  • প্রথমে একটি বাটিতে পরিমাণমতো চিনি, এলোভেরা জেল এবং নিমপাতা নিবেন।
  • এই উপকরণ গুলো ভালো মত মিক্স করে আপনারা লেবুর সাহায্যে আপনার ত্বকের উপর ভালোমতো সারকুলার মোশনে স্ক্রাব করবেন ৫ মিনিট সময় ধরে ঘুরিয়ে ঘুরিয়ে।
  • স্ক্রাবিং এমন ভাবে করতে হবে যেন খুব বেশি ত্বকে চাপ না পড়ে। আলতোভাবে এই স্ক্রাবটি করে নিতে হবে।
  • স্ক্রাবিং কাজটি করার ফলে আমাদের ত্বক থেকে মৃত কোষ ঝরে যায়, রোদে পোড়া দাগ থাকলে তা দূর হয়ে যায়, এবং ত্বকের উপরিভাগের রক্ত সঞ্চালন ক্ষমতা অনেক বেড়ে যায়, যার কারণে ত্বক অনেকটাই মসৃণ হতে শুরু করে।

পাকা টমেটো ও আলুর ফেসিয়াল প্যাকঃ

সর্বশেষ আমাদের যে ধাপ টি অনুসরণ করতে হবে এবং এর জন্য যে সকল উপকরণ হাতের কাছে রাখতে হবে…

২ টেবিল চামচ পাকা টমেটোর পেস্ট,

  • ২ টেবিল চামচ গোল আলুর পেস্ট,
  • ১ টেবিল চামচ হলুদবাটা,
  • ২ টেবিল চামচ পাকা পেঁপের পেস্ট,
  • বন্ধুরা এই সকল উপকরনের সাথে আতপ চালের ভাতের মাড় যোগ করতে হবে।

যেভাবে ব্যবহার করবেনঃ

  • উপকরণগুলো পরিমাণমতো নিয়ে সাথে ২ টেবিল চামচ টক দই দিতে হবে। উপকরণ গুলো ভালো মত মিক্স করা হলে আপনার প্যাক টি তৈরি হয়ে যাবে।
  • এই প্যাকটি যখন তৈরি হয়ে যাবে তখন আপনি এটি আপনার মুখের উপর লাগিয়ে ২০ মিনিট অপেক্ষার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে পারেন।
  • বন্ধুরা, এই প্যাকটি রাতারাতি আপনাকে এত বেশি ফর্সা ও গ্লোইং করে দিবে যে আপনি অবাক হয়ে যাবেন।
  • এর ফলাফল এত ইনস্ট্যান্ট আপনি পাবেন যে পার্লারের কথা ভুলে যাবেন।
  • বন্ধুরা যে ব্যক্তি ব্যবহারে রাতারাতি এতটা কার্যকারিতা পাওয়া যায় এবং ত্বক এত বেশি ফর্সা হয়ে যায় সেটি যদি নিয়মিতভাবে আপনারা সপ্তাহে অন্ততপক্ষে দুইবার ব্যবহার করতে পারেন তাহলে ফলাফল কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। দীর্ঘস্থায়ী উজ্জ্বল এবং ফর্সা ত্বক আপনারা পেয়ে যাবেন।

তাহলে বন্ধুরা ত্বক ফর্সা ও উজ্জ্বল করতে আর দ্বিধাদ্বন্দ্বে না ভোগে মাত্র এক রাতের মধ্যে ত্বক কে ইনস্ট্যান্ট ফর্সা ও উজ্জ্বল করে ফেলুন আমাদের দেওয়া এই একটি রেমিডি যথাযথভাবে অনুসরণ এর মধ্য দিয়ে।