মাত্র ১০ মিনিটে ত্বক ফর্সা ও উজ্জ্বল করে দিবে এই উপায় টি !!!

গায়ের রং কালো আর এই বিষয়ে অনেক বেশি হতাশায় ভোগেন। ইচ্ছে করে ইনস্ট্যান্ট ত্বককে ফর্সা করে দিতে পারে, এমন কোন প্রোডাক্ট ব্যবহার করবেন। অথবা এমন কিছুর সন্ধান পেলে ও বুঝতে পারেন না এই প্রোডাক্ট ব্যবহার করাটা কতটা যৌক্তিক হবে। অথবা এই ধরণের প্রোডাক্টে নিশ্চয় কোন সাইডএফেক্ট থাকতে পারে। যেহেতু বিভিন্ন কেমিক্যাল এবং মেডিসিন এর মাধ্যমে প্রোডাক্ট গুলি তৈরি করা হয়ে থাকে। এত সমস্যার মধ্যে আমরা আছি আপনাদের পাশে। হ্যা বন্ধুরা,  চিন্তা করার কোনো কারণ নেই আপনাদের ত্বক কে মাত্র ১০ মিনিটে উজ্জ্বল এবং ফর্সা করে দিতে আজকে আপনাদের জন্য দারুন একটি টিপস শেয়ার করতে যাচ্ছি।

মাত্র ১০ মিনিটে কালো ত্বক ফর্সা করার চ্যালেঞ্জঃ

  • আজকে কালো ত্বক ফর্সা করার যে রেমেডি টি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই টিপসটি ব্যবহারের মাত্র ১০ মিনিটে আপনি আপনার কালো ত্বককে ফর্সা ও উজ্জ্বল করতে পারবেন।
  • সম্পূর্ণ ঘরোয়া উপকরণ এর মাধ্যমে এটি তৈরি করা হবে।

বন্ধুরা তাই কোন ধরনের চিন্তাভাবনা না করে আপনারা কিন্তু এই টিপসটি অনুসরণ করতে পারেন। যদি আপনার কালো ত্বককে ফর্সা করতে চান তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক এই টিপসটি কখন কিভাবে এবং কোন কোন উপকরণের মাধ্যমে আপনারা ব্যবহার করবেন।

  • কালো ত্বক কে ফর্সা করার প্যাক বা ক্রিম দিনের চেয়ে রাতে ব্যবহার করা সবচেয়ে বেশি ভালো। কারণ দীর্ঘ সময় আপনি রাতে পেয়ে থাকেন নিজের ত্বককে রিফাইন করার জন্য।
  • তাই আপনাদের জন্য যে প্যাক টি নিয়ে আসলাম তা আপনারা রাতে ব্যবহার করবেন।

চলুন দেখে নেওয়া যাক কোন কোন উপকরণ এর মাধ্যমে এই টিপসটি তৈরি করবেন কিভাবে তা ব্যবহার করবেন………

এই টিপসটি অনুসরণ করতে যে সকল উপকরণ লাগবে……

  • ২ টেবিল চামচ টক দই,
  • ২ টেবিল চামচ কাঁচা হলুদ বাটা,
  • ১ টেবিল চামচ আঙ্গুরের রস,
  • ২ টেবিল চামচ আপেলের রস,
  • ১ তেবিল চামচ পাকা টমেটোর পেস্ট,
  • ২ টেবিল চামচ এলোভেরা জেল,

যেভাবে ব্যবহার করতে হয়ঃ

  • উপকরণ গুলোর সাথে যদি আপনাদের রিজার্ভ বা সংরক্ষণে বিটরুট থাকে তাহলে তো আর কথাই নেই। এটি এই প্যাকে এক অনন্য মাত্রা দান করবে।
  • এই বিটরুট কষ্ট হলেও সংগ্রহ করার চেষ্টা করবেন। বন্ধুরা এই উপকরণ গুলো একসাথে ব্লেন্ডার করে নিয়ে দারুন একটি ফেইসপ্যাক তৈরি করে ফেলতে পারেন।
  • তৈরি করা এই ফেইসপ্যাকটি ফ্রিজে রেখে পাঁচ দিন মত সংরক্ষণ করে রাখতে পারেন।
  • বন্ধুরা ঘুমানোর আগে এই প্যাকটি মুখে লাগিয়ে নিতে হবে এবং ১০ থেকে ১৫ মিনিট মুখে রাখার পরে সুতির কাপড় বা টিস্যুর মাধ্যমে প্যাক টি আপনার মুখ থেকে মুছে নিতে হবে।
  • ভুলে ও পানি দিয়ে ধোয়ার কথা ভাববেন না। বন্ধুরা ঘুমানোর সময় একটু সতর্ক থাকবেন যাতে মুখ বালিশের কাছাকাছি না যায় এবং বালিশের সাথে বেশি ঘষাঘষি না হয়। সকালবেলা উঠে খুব সুন্দর করে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলবেন।
  • মুখ ভালো মত ধোয়ার পর আয়নাতে যখন নিজের চেহারা দেখবেন তখন নিশ্চিত আপনি নিজেই চমকে যাবেন। ত্বক এত ফর্সা আর গ্লোইং হয়ে যাবে আপনি অবাক হপ্যে যাবেন।

তাহলে বন্ধুরা আর দেরি কেন ??? কালো ত্বক কে ফর্সা করার জন্য আমাদের দেওয়া এই টিপসটি এক্ষুনি তৈরি করে ফেলুন এবং ব্যবহার করুন আপনার ত্বকের উপর। ভুল করেও সাইড ইফেক্ট এর কথা ভাববেন না। কারণ সম্পূর্ণ ঘরোয়া উপকরনে মাধ্যমে তৈরি করা হয়েছে এই অসাধারণ প্যাক টি।

ধন্যবাদ।