আজ আপনাদের সাথে যে বিষয়ে কথা বলব তা হল রাতের কিছু চমৎকার চমৎকার ফেইসপ্যাক নিয়ে। যে ফেইসপ্যাক গুলো ব্যবহারের মধ্য দিয়ে আপনারা আপনাদের ত্বক কে অনেক উজ্জ্বল সুন্দর এবং লাবণ্যময়ী করে তুলতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক রাতের সেই চমৎকার ফেইসপ্যাক গুলো কি কি???
প্রথমে, যে ফেইসপ্যাকটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই ফেইসপ্যাকটি আমাদের ত্বক কে অনেক বেশি কোমল এবং দাগহীন করে আমাদের চেহারাকে অনেক বেশি উজ্জ্বল ও প্রাণবন্ত করে দেয়।
ত্বক কে অনেক বেশি কোমল এবং দাগহীন করতে রাতে যে ফেইসপ্যাকটি যেভাবে ব্যবহার করবেনঃ
এখন দেখে নেওয়া যাক এই ফেইসপ্যাকটি তৈরি করতে কি কি উপকরণ লাগে…………
- একটি তোয়ালে।
- গরম পানি।
- টক দই।
- লেবু
- কাঁচা হলুদ।
যেভাবে এই ফেসপ্যাকটি মুখে লাগাতে হবেঃ
- প্রথমে একটি পাত্রে কিছু পরিমাণ পানি গরম করতে দিতে হবে।
- যখন ৫-১০ মিনিট সময় ধরে পানিগুলো গরম হয়ে যাবে এরপরে আমাদেরকে এই গরম পানির ভাপ নিতে হবে মুখের মধ্যে। সেটা অবশ্যই মাথার উপর একটি তোয়ালে দিয়ে এবং মুখ কে নির্দিষ্ট দূরত্বে রাখতে হবে। যাতে ত্বকের মধ্যে সরাসরি গরম ভাপ এসে পড়ে আমাদের ত্বক কে পুড়িয়ে ফেলে।
- তাই নির্দিষ্ট দূরত্ব মেনে আমাদেরকে প্রথমে মুখে গরম ভাপ নিতে হবে। গরম ভাব নেওয়ার পর আপনি হাত দিয়ে আপনার মুখ স্পর্শ করলে বুঝতে পারবেন কতটা নরম আপনার মুখ হয়ে গেছে।
- এরপর আমাদেরকে আমাদের রাতের ফেইস প্যাকটি লাগিয়ে নিতে হবে।
- এই ফেসপ্যাকটি লাগাতে একটি বাটির মধ্যে টক দই এর সাথে হলুদ বাটা নিয়ে তার সাথে পরিমাণমতো লেবুর রস মিশিয়ে দিয়ে আমাদেরকে আমাদের মুখে লাগাতে হবে।
- ২০মিনিট সময় ধরে এই প্যাকটি মুখে লাগানোর পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এরপর একটি ভালো মানের ময়েশ্চারাইজার ক্রিম লাগাতে হবে।যেটা আমরা আমাদের ত্বকের জন্য সুইটেবল বা উপযুক্ত মনে করে থাকি।
- বন্ধুরা, এটি নিয়মিত রাতে ব্যবহারের মাধ্যমে আমাদের ত্বক উজ্জ্বল এবং সাথে সাথে নরম হয়ে যাবে যে আপনারা চিন্তাও করতে পারবেন না।
২। ত্বকের গ্লোয়িং লুক ধরে রাখতে রাতে যে ফেইসপ্যাক টি ব্যবহার করবেন যেভাবেঃ
এখন রাতের যে ফেসপ্যাকটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এ ফেইস প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ গুলো লাগবে………
- ২ টেবিল চামচ এলোভেরা জেল।
- ২ টেবিল চামচ পাকা পেঁপের রস।
- ২ টেবিল চামচ দুধ।
যেভাবে এই প্যাকটি মুখে লাগাতে হবেঃ
- প্রথমে আমাদের মুখ ভালো করে ধুয়ে ফেলতে হবে।
এরপর প্যাক টি বানাতে যে সকল উপকরণ নিতে হবে………
- একটি বাটিতে পরিমাণমতো এলোভেরা ও পেঁপের পেস্ট নিয়ে চমৎকার একটি মিশ্রণ তৈরি করতে হবে।
- তুলোর কয়েক টুকরা নিয়ে মিশ্রণের মধ্যে ডুবিয়ে স্ক্রাবিংয়ের কাজটা কড়ে ফেলতে হবে।
- স্ক্রাবিংয়ের কাজটি অন্ততপক্ষে ৫-১০ মিনিট সময় ধরে করতে হবে। স্ক্রাবিংয়ের কাজটি করার সময় সারকুলার মোশনে আমাদের করতে হবে এতে আমাদের মুখের বিভিন্ন ধরনের হোয়াইট হেডস সাথে সাথে লোমকূপের নিচে জমে থাকা ময়লা সব চলে যাবে।
- এরপর যে কাজটি করতে হবে তা হল একটি বাটিতে পরিমাণমতো এলোভেরা জেল এবং তার সাথে দুধ যোগ করে চমৎকারভাবে প্যাকটি তৈরি করে ফেলতে হবে। সাথে পেঁপের পেস্ট ও দিতে হবে।
- এটি তৈরি হওয়ার পরে মুখে লাগিয়ে নিতে হবে। অন্ততপক্ষে ২০ মিনিটের জন্য লাগানোর পরে হালকা উষ্ণ পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে।
নোটঃ শীতকালে আমরা হালকা উষ্ণ পানি দিয়ে সব সময় আমাদের যেকোনো প্রাকৃতিক ঘরোয়া টিপস দেওয়ার চেষ্টা করবো। কারণ শীত কালে আমাদের ত্বক অনেক বেশি রুক্ষ হয়ে যায় যার কারণে ঠান্ডা পানি ব্যবহার করলে আরো বেশি রুক্ষ হ্বয়ার সম্ভাবনা থাকে তাই শীতকালে যে বিষয়টি মনে রাখতে হবে শীতকালে যদি আমরা গরম পানি ব্যবহার করি সেটা আমাদের ত্বককে বেশি রুক্ষ ও শুষ্ক না হতে সাহায্য করে।
বন্ধুরা, আজকে যে দুইটা প্যাক আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো রাতে ব্যবহারের ফলে আমাদের ত্বক কে অনেক বেশি উজ্জ্বল, সুন্দর এবং লাবণ্যময়ী করে। তাই ত্বকের যত্নে চিন্তিত না হয়ে আমাদের দেওয়া প্যাকগুলো নিয়মিত ব্যবহার করুন এবং নিজের সৌন্দর্য কতটুকু হয়েছে তা নিজেরাই দেখুন।